Diy "বিশেষ ক্রিসমাস সপ্তাহ"|| রঙিন কাগজ দিয়ে সুন্দর ফুল তৈরি ||১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ||
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার, ডিসেম্বর ২৭/২০২১
আচ্ছালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভাল আছেন। আমিও অনেক ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা ফুল তৈরির পদ্ধতি উপস্থাপন করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক.....
ফুল তৈরির প্রয়োজনীয় উপকরণ |
---|
ক্রমিক নম্বর | উপকরণের নাম |
---|---|
১ | A4 কাগজ |
২ | পেন্সিল/ কলম |
৩ | স্কেল |
৪ | কাইচি |
৫ | গাম |
ফুল তৈরির ধাপ সমূহ |
---|
🌷ধাপ - ০১🌷
রঙিন কাগজ দিয়ে ফুল তৈরির জন্য প্রথমেই আমি সকল উপকরণ গুলো এক জায়গায় করে নিলাম যেন পরবর্তীতে আমাকে সেগুলো খোঁজার জন্য সময় ব্যয় করতে না হয়।
🌷ধাপ - ০২🌷
দ্বিতীয় ধাপে আমি কাগজ কাটার জন্য স্কেলের সমন্বয়ে দুই সেন্টিমিটার পড়ে দাগ কেটে নিলাম।
🌷ধাপ - ০৩🌷
তৃতীয় ধাপে আমি ৩ সেন্টিমিটার করে দাগ কেটে নিয়েছি।
🌷ধাপ - ০৪🌷
এরপরে আমি কাটা কাগজগুলো সুন্দর করে ভাজ করে নিয়েছি ফুল তৈরির জন্য।
🌷ধাপ - ০৫🌷
তারপরে আমি সেই কাগজগুলো সুন্দর করে গোলাকৃতির রোল তৈরি করে নিয়েছি।
🌷ধাপ - ০৬🌷
অল্প সময়ে ফুল তৈরি করার জন্য প্রথমেই আমি কাগজটি ভাঁজ করে নিলাম। কাগজটি এমন ভাবে ভাগ করে নিতে হবে যেন দুই দিক থেকেই সমান দূরত্ব থাকে।
🌷ধাপ - ০৭🌷
তারপরে আমি কাচি দিয়ে ভাঁজ করা কাগজ দিয়ে সুন্দর করে কাটতে শুরু করেছে। এগুলো পরবর্তীতে ফুলের একেকটি পাপড়িতে রূপান্তরিত হবে।
🌷ধাপ - ০৮🌷
যখন সবগুলো ভাঁজ করা কাগজ কাটা হয়ে গেল তখন সেগুলো সবই ফুলের পাপড়ি হিসেবে তৈরী হয়ে গেল।
🌷ধাপ - ০৯🌷
পূর্বে যে রোল তৈরি করেছিলাম এখানে আমি সেইরকম গুলোর সাথে ফুলের পাপড়ি গুলো সংযুক্ত করা শুরু করে দিলাম।
🌷ধাপ - ১০🌷
🌷ধাপ - ১১🌷
সকল পাপড়ি গুলো যখন সংযুক্ত করা হয়ে গেল ঠিক তখনই সেগুলো এমন রূপ ধারণ করেছিল।
🌷ধাপ - ১২🌷
এই ধাপটিতে আমি ফুল সংযোগ করার জন্য একটা সুন্দর ডাল তৈরি করেছিলাম।
🌷ধাপ - ১৩🌷
ডাল এবং ফুল তৈরি করার শেষে এটি এমন আকার ধারণ করেছিল।
🌷আমার নিজের সাথে ফুলের একটি ছবি 🌷
রঙিন কাগজ দিয়ে এই সুন্দর ফুল তৈরির সকল ধাপ গুলো মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে যেন এমন সুন্দর সুন্দর পোষ্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি।
আজকের মতো এখানেই শেষ করছি এই ইভেন্টের জন্য আমার তৃতীয় অংশগ্রহণ।
আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ভাইয়া। আমি পরবর্তীতে চেষ্টা করব এমন সুন্দর সুন্দর কিছু জিনিস আপনাদের মাঝে উপহার দিতে।
টুইটার শেয়ার লিংক
রঙিন কাগজ ব্যবহার করি আপনি অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন ।আপনার তৈরি এই ফুলটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে লাল রঙের কাগজ ব্যবহার করা এটি অসম্ভব সুন্দর লাগছে এত সুন্দর একটি কমেন্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অশেষ ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি চমৎকার একটি ফুল বানিয়েছেন দারুন হয়েছে ডাই কাজ টি খুব গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইল।
আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য
রঙিন পেপার দিয়ে আপনি খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন দেখতে অসাধারণ লাগছে আমার কাছে বেশ ভালো লেগেছে।
ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন
এমন সুন্দর করে মতামত প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
আসলে রঙিন কাগজ দিয়ে যে কত ধরনের ফুল তৈরি করা যায় সেটা আমি আজকে বুঝতে পারছি কারণ হাতের মাপে তৈরি করা হয়েছে এটি। অসাধারণ ভাইয়া।ধন্যবাদ আপনাকে
আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য।