স্পোর্টস : অসাধারণ এক ক্রিকেট ম্যাচ
Credit: Tsports hd Live
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার, ২৮ জুলাই/২০২৩
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আইপিএল খেলা শেষ হয়ে যাবার পরে আর তেমনভাবে কোন খেলা দেখার মত সুযোগ হচ্ছিল না। হঠাৎ করে আজকে ইউটিউবে ঘুরতে ঘুরতে একটা খেলা থাম্বেল চোখে পড়লো যেটা দেখেই আমি খেলা দেখার জন্য সেখানে প্রবেশ করে গেলাম। প্রবেশ করে দেখলাম জিম্বাবুয়ের টি১০ লিগের খেলা চলছে। যেহেতু আজকে ছুটির দিন ছিল আর তেমন কোন কাজও ছিল না তাই খেলা দেখতে খুবই ভালো লাগছিল। আসলে এমনিতেই আমার ক্রিকেট খেলা অথবা ফুটবল খেলা দেখতে খুবই বেশি ভালো লাগে।
Credit: Tsports hd Live
যেহেতু ১০ ওভারের খেলা তাই এই খেলাগুলো দেখার আগ্রহটা প্রতিটি মানুষের একটু বেশি হয়ে থাকে। কেননা এই খেলা গুলো দেখতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না। যেহেতু আমরা ক্রিকেট খেলা বলতে দীর্ঘ সময়ের খেলা মনে করতাম তাই সেই ক্রিকেট খেলা কে আরো আকর্ষণীয় করে তোলার জন্যই মূলত ওভার কমিয়ে আনা হয়েছে। এটার ফলে ক্রিকেট খেলাও এখন অন্যান্য খেলার মত জমজমাট হয়ে উঠেছে। এখন অনেকেই নিজেরা ইচ্ছা করে ক্রিকেট খেলা দেখার জন্য মাঠে চলে যাই। যেহেতু আমি ইউটিউবে খেলা দেখছিলাম যখন প্রথম দলের খেলা শেষ হলো তখন তাদের সংগ্রহ দাঁড়ানো ১০ ওভারে ১৪০ রান।
Credit: Tsports hd Live
এত বড় রানের মাইল ফলক নিয়ে ব্যাট করা সত্যিই অনেক কঠিন একটা ব্যাপার। আমি তো মনেই করেছিলাম যে বিপরীত দল কোনভাবেই এই খেলাটা জিততে পারবেনা। এমনকি যখন ১১ বল বাকি ছিল তখনো রানের প্রয়োজন ৩৮।
Credit: Tsports hd Live
অধীর আগ্রহে খেলা দেখতে থাকলাম। খেলা দেখতে দেখতে যে কখন ভালো লেগে গিয়েছিল তা বলে বোঝাতে পারবো না। বিশেষ করে ভারতের ইউসুফ পাঠানের খেলাটা। ইউসুফ পাঠানের ঝড়ো ইনিংসের পরে এক বল হাতে রেখেই খেলা জিতে যায়। আজকের এই খেলাতে ইউসুফ পাঠান ২৬ বলে ৮০ রান করেছিল। আসলে এই ধরনের অবিশ্বাস্য রকমের খেলা গুলো দেখতে একটু বেশি পরিমাণে ভালো লাগে। মনের মধ্যে যেন অন্য রকমের একটা উত্তেজনা কাজ করে এই খেলা গুলো দেখার মাধ্যমে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
বর্তমানে সময় সল্পতার কারণে খেলাধুলা তেমন একটা দেখা হয় না। টিভি তো দূরের কথা কোন মুভি অথবা নাটকও মোবাইলে দেখা হয় না। যাইহোক আপনার পোস্টের মাধ্যমেই জানতে পারলাম ইউসুফ পাঠান ২৬ বলে ৮০ রান করেছিল।আর এটা জেনে খুব বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে সময়ের অভাব থাকলে অনেক প্রিয় জিনিস হল দেখার সুযোগ হয় না।
ক্রিকেট খেলা আমি অনেক পছন্দ করি খেলতে যেমন পছন্দ করে দেখতেও তেমন পছন্দ করি। টি-টোয়েন্টি খেলা গুলো আমি যে কোন দলের খেলাগুলোই দেখে থাকি। টি-টোয়েন্টি মানে শুধু মার আর মার। আর যদি টিটেন খেলা হয় তাহলে তো আর কথাই নেই। টি টেন খেলা গুলো প্রতিটা বলে চার ছক্কা মারার জন্য সবাই প্রস্তুত থাকে। কারণ এখানে খুব অল্প অভার। তাই সবারে লক্ষ্য থাকে অধিক রান করার। এই ম্যাচটির ফটোগ্রাফি দেখে বুঝতে পারছি খেলাটা কতটা জমজমাট হয়েছিল। ১০ হবার ১৪০ রান করেও জিততে পারে নাই। আর এটাই হলো টি টেন খেলা।
আসলে এই খেলা গুলো অনেক জমজমাট হয়ে থাকে।
ক্রিকেট খেলার থেকে যদিও আমার ফুটবল খেলা বেশি পছন্দ।তবুও ক্রিকেটের রান নেওয়া ও ছক্কা-চারের ব্যাপারটি ভালোই লাগে।যাইহোক আপনার
লেখা ক্রিকেট ম্যাচটি পড়ে ভালো লাগলো।২৬ বলে ৮০ রান নিঃসন্দেহে খেলাটি দারুণ উপভোগ্য ছিল, ধন্যবাদ ভাইয়া।
যে খেলাই হোক না কেন দেখতে শুরু করলে ভালো লেগে যায় আমার কাছে।