ট্রন জমানো ও ভোটপ্রদানের ১৩ তম সপ্তাহ
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার , জুন ২০/২০২২
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে সারাদিনে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম। ব্যস্ততার প্রধান কারণ ছিল ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড নেওয়া কে কেন্দ্র করে। আপনারা যারা ড্রাইভিং লাইসেন্সের কাজ করেছেন তারা হয়তোবা খুব ভালোভাবে জানেন এটা খুবই ভোগান্তির একটা অফিস। ভোগান্তি ছাড়া এই অফিস থেকে নিজের কাজ সহজেই করে এসেছে এমন মানুষ হয়তো বা খুঁজে পাওয়া কষ্টসাধ্য কর। আমি ২০১৯ সালেই ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষায় পাস করেছিলাম কিন্তু ঢাকাতে থাকার কারণে আমি স্মার্ট কার্ড নেবার মত সময় করে উঠতে পেরেছিলাম না। বাড়িতে এসেই আমি চেষ্টা করতাম এই অফিসে যাবার এমনকি বেশ কয়েকবার এসেও ছিলাম। ওই যে বললাম ভোগান্তির অফিস এখানে এসে কাজ না করতে পেরে ব্যর্থ হয়ে বাড়িতে ফিরে আসতে হয়েছিল আমাকে বারবার। এইতো কয়েকদিন আগেই আমি গিয়েছিলাম আমাদের জেলা শহরের এই বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স এর কাগজ আনার জন্য। সেদিনও আমি ব্যর্থ হয়ে ফিরে এসেছিলাম বাড়িতে। গত কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি আমাদের এলাকায় পুলিশের মোটরসাইকেল ধরার প্রবণতা বৃদ্ধি করে দিয়েছে। তাই আজকে আর দেরি না করে আমি কি @kibreay001 কে সাথে করে নিয়ে চলে গেলাম বিআরটিএ অফিসে। অবশেষে অনেক দিন পরে আজকে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড হাতে পেয়ে অনেক খুশি হয়েছি।
এবার আসা যাক আজকের পোস্টের প্রসঙ্গে। আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি কিছু পরিমাণের ট্রন জমানোর জন্য। যদিও বর্তমান সময়ে এটার দাম অনেক কম রয়েছে কিন্তু আমি বিশ্বাস করি এটা ভবিষ্যতে খুবই ভালো একটা অবস্থানে চলে যাবে। এই জন্যই মূলত আমার এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।
ট্রন ডিপোজিট করার পূর্বে আমার ওয়ালেটের ব্যালান্স
ডিপোজিট করার পূর্বে আমার একাউন্টে ছিল ১২০ ট্রন ।
ট্রন ডিপোজিট সম্পন্ন হলো
ট্রন ডিপোজিটের পরে আমার ওয়ালেটের ব্যালান্স
এই সপ্তাহের ১০ ট্রন ডিপোজিট করার পরে আমার একাউন্টে হল ১২০ ট্রন।
ট্রন স্টেকিং সম্পন্ন করলাম
তারপরে আমি সেই ট্রন গুলোকে এনার্জিতে স্টেকিং করে দিলাম।
ভোট প্রদানের পর
এরপরে আমি ভোট প্রদান করে দিলাম। আমার গ্রহণ করা এই উদ্যোগটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্টের মাধ্যমে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
ঠিক বলেছেন মামা আমাদের এলাকাতে এখন গাড়ি ধরার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে। মামা আপনি ট্রন জমানো ১৩ তম সপ্তাহ আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনি আমাদের মাঝে আজকে ১০ ট্রন জমিয়েছেন। এখন বর্তমান সময় এগুলোর দাম অনেক কম। আশা করি ভবিষ্যতে এগুলো এখনকার থেকেও দামে অনেক বৃদ্ধি পাবে।
এজন্যই তো আগে থেকে আসল জিনিসটা নিয়ে আসলাম যেন সমস্যায় না পড়তে হয়।