আমাদের সন্তান আবু রায়হানের প্রথম জন্মদিন
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজ থেকে এক বছর আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসের ১৭ তারিখে আমাদের ঘর আলো করে পৃথিবীতে এসেছিলেন আবু রায়হান। প্রথমবারের মতো বাবা হওয়ার অনুভূতিটা কতটা বেশি তা যারা বাবা হয়েছেন তারা খুব ভালোভাবেই জানেন। যেহেতু আবু রায়হান আমাদের পরিবারের প্রথম সন্তান তাই তাকে সকলেই অনেক আদর যত্নে রাখে। দেখতে দেখতে আবু রায়হানের বয়স এক বছর পূর্ণ হয়ে গেল। হাসি-ঠাট্টার মধ্য দিয়েই সে আমাদের পুরো পরিবারটাকে মাতিয়ে রেখে দেয়। @abu-rayhan কে বড় করার জন্য সব থেকে বড় ভূমিকা পালন করেছে তার মা @fatema001। সন্তানকে বড় করার জন্য কতটা বেশি পরিশ্রম করতে হয় সেটা মায়েরাই সব থেকে ভালো জানে।
২০২৩ সালের ডিসেম্বর মাসের ১৭ তারিখে সকাল দশটার দিকে জন্মগ্রহণ করেছিল আবু রায়হান। প্রথম দিন থেকেই আবু রায়হানকে হাসিখুশি লক্ষ্য করেছিলাম আমরা সকলেই। আবু রায়হানের জন্মের দিনে উপস্থিত ছিল আপনাদের সকলের প্রিয় @kibreay001 , আবু রায়হানের প্রথম ছবি ক্যামেরা বন্দি করেছিল কিবরিয়া নিজেই।
এই একটি বছরে আবু রায়হানকে নিয়ে আমরা অনেক সুন্দর কিছু মুহূর্ত অতিবাহিত করতে সক্ষম হয়েছি। প্রথম সন্তানকে বড় করার অনুভূতিটা প্রত্যেকটা বাবা-মা খুব ভালোভাবেই জানে। কত রাত সন্তানকে নিয়ে না ঘুমিয়ে কাটাতে হয় সেই অনুভূতিটা যারা বাবা মা হয়েছেন তারাই সবথেকে ভালো অনুভব করতে পারেন। আবু রায়হানকে নিয়ে যদিও আমাদের এই ধরনের রাত অতিবাহিত করতে হয়েছে খুব কমই। প্রত্যেকদিন সে সন্ধ্যার সময়ই ঘুমিয়ে যায় আর সকালে ঘুম থেকে উঠে। এইজন্য না ঘুমিয়ে রাত কাটানোর অনুভূতিটা আমরা খুব একটা বেশি পরিমাণে উপভোগ করার সুযোগ পায়নি।
আপনাদের মাঝে আবু রায়হানের যে ফটোগ্রাফি গুলো আজকে আমি শেয়ার করেছি সেগুলো ধারণ করেছিলেন আপনাদের সকলের প্রিয় @narocky71 ভাইয়া। কিছুদিন আগে তিনি আমাদের এলাকাতে ভ্রমণ করতে এসেছিলেন আর তখনই এই ফটোগ্রাফি গুলো ধারণ করেছিলেন। আর আবু রায়হানকে কোলে নিয়ে যাকে আপনারা দেখতে পাচ্ছেন সেটা আপনাদের সকলেরই পরিচিত @tasonya আপু। তারা দুজনে ও আবু রায়হানের সাথে অনেক সুন্দর কিছু সময় অতিবাহিত করে গেছেন।
আপনারা সকলে দোয়া করবেন আবু রায়হান যেন এভাবেই হাসিখুশি থেকে আমাদের পরিবারটাকে ভরিয়ে রাখতে পারে। সন্তানের প্রথম জন্মদিনের এই অনুভূতিটা আমি লিখে প্রকাশ করতে পারছি না। আসলেই এটা খুবই ভালো লাগার মত একটা অনুভূতি।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
মাশআল্লাহ, আবু রায়হানের দীর্ঘায়ু কামনা করছি। সে যেনো সারাজীবন ছবির মতো হাসিখুশি থাকে, সুস্থ থাকুক সব সময়। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আবু রায়হানের সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনিও সুস্থ থাকুন। শুভকামনা।
ভাইয়া আপনার ছেলেকে প্রথমেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার ছেলে যেন বড় হয়ে একজন ভালো মনের মানুষ হয় এই প্রার্থনা করছি। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো ভাইয়া।
প্রথমেই আমাদের সন্তানের জন্মদিন উপলক্ষে তার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। দেখতে দেখতে আবু রায়হানের এক বছর পূর্ণ হল কিভাবে যে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। সব সময় দোয়া করি বাবু যেন সুস্থ থাকে ভালো থাকে।
প্রথমে আমার পক্ষ থেকে জানাই আবু রায়হানের জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেক বছর যেন তার জন্মদিনের এই দিনটি ফিরে আসে এই দোয়া করি। জীবনে মানুষের মত মানুষ হয়ে বড় হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে নিজের জীবনকে সুন্দরভাবে সাজাবে এটাই চাওয়া। ধন্যবাদ আপনার ছেলের জন্মদিন উপলক্ষে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
বাহ৷ আপনার পোস্টে তো অনেকগুলো প্রিয় মুখের সন্ধান পেলাম। আমাদের ব্লগে অনেক প্রিয় মানুষেরা আবু রায়হানের জন্মদিনের ছবিতে রয়েছেন। বাবু অনেক বড় হয়ে উঠুক। তাকে প্রথম জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। ধীরে ধীরে একজন মানুষের মত মানুষ হয়ে উঠুক।