স্পোর্টস : গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়েল এর মধ্যকার লো স্কোরিং ম্যাচ
Credit: Sportszfy tv Live
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার, মে ৬ /২০২৩
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে আমি আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। বর্তমান সময়ে আইপিএল খেলা চলছে আর খেলা প্রায় মাঝ পর্যায়ে চলে এসেছে। প্রথমের দিকের খেলা গুলোতে প্রচুর পরিমাণে রান হতো তাই দেখতে অনেক মজা লাগতো। কিন্তু শেষ কয়েকদিন থেকে আমি লক্ষ্য করে দেখেছি এখন খেলা গুলোতে রানের সংখ্যা অনেক কম হচ্ছে। আর এই ধরনের লিগে রানের সংখ্যা কম হলে খেলা দেখার আগ্রহ অনেকে হারিয়ে ফেলে।
Credit: Sportszfy tv Live
এই ছবিতে আপনারা রাজস্থান রয়েল এর খেলোয়ারদের কে দেখতে পাচ্ছেন। এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা খুবই ভালো মানের খেলোয়াড়। তাদের ওপর ভর করেই রাজস্থান রয়েল সামনের দিকে এগিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে।
Credit: Sportszfy tv Live
আপনাদের মাঝে রিভিউ শেয়ার করার জন্য কালকে রাতে আমি একটা খেলা দেখতে শুরু করেছিলাম। প্রথমে ভেবেছিলাম যে এই খেলাতে প্রচুর পরিমাণে রান হবে। প্রথমের দিকে রান ভালো হলেও পর্যায়ক্রমে উইকেট পড়তে শুরু হয়ে যায়।
Credit: Sportszfy tv Live
এই উইকেট নিয়মিত হারানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আফগানিস্তানের স্পিনার রশিদ খান। নিয়মিত উইকেট হারিয়ে যাবার জন্য তারা খুব একটা ভালো সংগ্রহ দাঁড় করাতে পারেনি। যখন তাদের দলের খেলা শেষ হয়ে যায় তখন তাদের সংগ্রহ দাঁড়িয়েছে মাত্র ১১৮ রান।
Credit: Sportszfy tv Live
১১৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে গুজরাট টাইটান্স প্রথম থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শুরু করে। হয়তোবা তারা প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছিল যেন অল্প সময়ের মধ্যেই খেলা শেষ করতে পারে।
Credit: Sportszfy tv Live
গুজরাট যখন তাদের প্রথম উইকেট হারায় তখন খেলা অনেকটাই তাদের হাতে চলে এসেছিল। ঠিক তখনই গুজরাট দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া মাঠে আসে আর এমন একটা ঝড়ো খেলা আমাদের দেখায় যা দেখে আমরা রীতিমত অবাক হয়ে গিয়েছিলাম। অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পার ওভারের প্রথম চার বলেই হয় ২২ রান।
Credit: Sportszfy tv Live
এরপরে আর গুজরাটের কোন উইকেট হারাতে হয়নি। ১৩ ওভার শেষ হতে হতেই তারা জয় লাভ করে ফেলে। আর এই জয়লাভের মধ্য দিয়েই গুজরাট পয়েন্ট টেবিলের সবার শীর্ষে চলে যায়।
বর্তমানে অনুষ্ঠিত হওয়া আইপিএল খেলার এই লো স্কোরিং ম্যাচগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা প্রশ্নের মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
লো স্করকে চেজ করে ১১৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে গুজরাট টাইটান্স প্রথম থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শুরু করে যার দরুন তারা ১৩ ওভারে তাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়। ভালো লাগলো আপনার রিভিউ।
গুজরাটে এ বছর ভালোই খেলছে আশা করি তারা একটা ভালো অবস্থান অর্জন করতে পারবে।
https://twitter.com/mostafezur14/status/1655117390018146304?t=WxTGEjVheXlNuiziHfUJNw&s=19