লাইফস্টাইল: গরমের হাত থেকে রক্ষা পাবার চেষ্টা

in আমার বাংলা ব্লগlast year

IMG20230510145053.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা সবাই হয়তো বা অবগত রয়েছেন এ বছর আমাদের দেশে কি কেমন গরম পড়তে শুরু করে দিয়েছে। যেহেতু চুয়াডাঙ্গা জেলাতে সব থেকে বেশি গরম পড়ে,আর আমার বাড়ি চুয়াডাঙ্গা জেলার পাশেই তাই আমাদের জেলাতে গরমের পরিমাণটা অন্যান্য জেলার থেকে একটু বেশি। এই কারণেই আমাদের এলাকাতে গরমের পোশাকের চাহিদা একটু বেশি থাকে। এইতো কিছুদিন আগের কথা গরমের হাত থেকে রক্ষা পাবার জন্য কিছু টি-শার্ট কিনতে গিয়েছিলাম।

IMG20230510144309.jpg

IMG20230510144501.jpg

IMG20230510144651.jpg

IMG20230510144622.jpg

আগেই স্কুলে ফুল হাতা শার্ট গায়ে দিয়ে যেতাম। যেহেতু গরম পড়তে শুরু করেছে আর আমাকে প্রতিনিয়ত স্কুলে যেতেই হবে তাই ফুলহাতা শার্ট পরে যাওয়া আমার জন্য অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল। এজন্য পরে চিন্তা করলাম এমন কিছু জিনিস কিনতে হবে যেটা স্কুলেও গায়ে দিয়ে যাওয়া যাবে আবার গরমের পরিমাণটাও কম লাগবে। পরে আমি ভাবতে ভাবতে চিন্তা করলাম কিছু টি শার্ট কিনব যেগুলো স্কুলে গায়ে দিয়ে যাওয়া যাবে। তাই আমি আমাদের পার্শ্ববর্তী একটা দোকানে চলে গেলাম কিছু টি-শার্ট কেনার জন্য। সেখানে যাবার পরে আমার কিছুটা খারাপই লেগেছিল কেননা এত বড় একটা দোকানে পোলো টি শার্টের সংখ্যা খুবই কম ছিল। তারপরও যেগুলো ছিল আমি দোকানদারকে বললাম সেগুলো বের করতে যেন আমি সেখান থেকে আমার পছন্দ মত টি শার্ট বের করে নিতে পারি। যেহেতু টি-শার্টের সংখ্যা ছিল অনেক কম তাই আমাকে খুব একটা বেশি সময় পরিশ্রম করতে হলো না। যেহেতু গরমে হাত থেকে বাঁচার জন্য টি শার্ট কিনতেই হবে তাই পছন্দ না হওয়া সত্ত্বেও সেখান থেকেই টি-শার্ট কিনে ফেললাম।

IMG20230510145048.jpg

যেহেতু হঠাৎ করে টি-শার্ট কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম তাই হয়তোবা খুব একটা ভালো টি-শার্ট কিনতে পেরেছিলাম না। তারপরও টি শার্ট দুটো কেনার উদ্দেশ্যটা সফল হয়েছে। এখন সেগুলো প্রতিনিয়ত স্কুলে গায়ে দিয়ে যাওয়া যায়। এরপরে আমি আরো কয়েকটা এই ধরনের টি শার্ট কিনে নিয়েছি যেন প্রত্যেকদিন এলোমেলোভাবে একটি করে টি-শার্ট গায়ে দিয়ে স্কুলে যাওয়া যায়।

এ বছরে আপনাদের এলাকা থেকে এমন গরম পড়ছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

আমাদের অঞ্চলে বেশ কিছুদিন থেকেই আবহাওয়া বেশ ঠান্ডা আছে। এখন খুব একটা গরম নেই। যেহেতু আপনাকে দিনের বেশিরভাগ সময় বাহিরে কাটাতে হয় তাই আরামদায়ক পোশাক পরা খুবই প্রয়োজনীয়। ভাইয়া আপনার পোস্ট পড়ে ভালো লাগলো।

 last year 

তাহলে তো আপনাদের অবস্থা ভালো আপু আমাদের এদিকে তো প্রচুর পরিমাণে গরম।

 last year 

একদম ঠিক কাজ করছেন আসলেই গরমের মধ্যে কিছু আরামদায়ক পোশাক পরতে হয়। সব ঋতুতেই তো সব কাপড়-চোপড় পরা যায় না। তাই ঋতু ভেদে কাপড়ের চাহিদা ও ভিন্ন রকমের হয়। আপনি বেশ ভালোই কাজ করলেন স্কুলে যাওয়ার জন্য কিছু টি-শার্ট কিনে নিলেন কেনার অনেক ভালো হয়েছে। আমাদের এখানেও গরমের পরিমাণ অনেক বেশি সব জায়গাতে আসলে গরমের মাত্রা বেড়ে গেছে।

 last year 

কি আর করব আপু যে পরিমাণে গরম পড়তে শুরু করেছে তাছাড়া কোন উপায় পেলাম না।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56006.20
ETH 2375.33
USDT 1.00
SBD 2.33