স্কুলের সৌন্দর্য এবং সুনাম বৃদ্ধি করার লক্ষ্যে নতুন কার্যক্রম

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG_20220628_214015.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার, জুন ২৮/২০২২

স্কুলের সৌন্দর্য এবং সুনাম বৃদ্ধি করার জন্য পিটি প্যারেড খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। আমরা বিভিন্ন বড় বড় স্কুলগুলো এবং নামকরা স্কুল গুলোতে এই ধরনের পিটি প্যারেড সবথেকে বেশি লক্ষ্য করে থাকি। এমনকি বিভিন্ন দেশের সরকারি অনুষ্ঠান প্রথমেও পিটি প্যারেড দিয়েই শুরু হয়।

IMG_20220628_213859.jpg

IMG_20220628_214045.jpg

যদিও আমরা আমাদের স্কুল টি নতুন স্থাপন করেছি তারপরও আমরা চেষ্টা করছি আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে তাদের সাথে মানিয়ে নিতে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যেন পিটি প্যারেড ভালোভাবে শিখতে পারে সেই জন্য বিশেষ গুরুত্ব দিতে।

IMG_20220628_213919.jpg

IMG_20220628_214108.jpg

আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কে শারীরিক ভাবে সবল করে তোলার জন্য এই ধরনের পিটি প্যারেড গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। পিটি প্যারেড করানোর জন্য আমাদের বিদ্যালয়ের নতুন একজন শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে। তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত শারীরিক শিক্ষা শিক্ষক জনাব মোঃ শামছুল ইসলাম। তিনি একটি হাই স্কুলে শিক্ষক হিসেবে চাকরি করেছেন। তিনার অবসর হবার পরপরই আমরা তাকে আমাদের স্কুলের শারীরিক শিক্ষা শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছি।

তিনি আমাদের বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই আমাদের বিদ্যালয়ের এসেম্বলি ক্লাসের রূপ পরিবর্তন করে দিয়েছেন। তিনি এতটাই দক্ষ যে খুব অল্পসময়ের মধ্যেই ছাত্র-ছাত্রীদেরকে নিজের মতো করে শিক্ষা দিতে শুরু করতে সক্ষম হয়েছেন।

IMG_20220628_214121.jpg

এসেম্বলি ক্লাস আরো সুন্দর করার জন্য তিনি বিভিন্ন ধরনের পিটি ছাত্র-ছাত্রীদেরকে শেখাতে শুরু করে দিয়েছেন। উপরের চিত্রটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বিদ্যালয়ের এক নম্বর পিটি।

IMG_20220628_214137.jpg

এবার আপনারা উপরের চিত্রটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বিদ্যালয়ের দুই নম্বর পিটি।

IMG_20220628_214150.jpg

এটি আমাদের বিদ্যালয়ের তিন নম্বর পিটি।

IMG_20220628_214205.jpg

IMG_20220628_214222.jpg

তিনি খুব অল্প সময় আমাদের বিদ্যালয়ের সাথে যুক্ত হয়েছেন যার কারণে এখন পর্যন্ত তিনি খুব একটা বেশি পিটি ছাত্র-ছাত্রীদেরকে শেখাতে সক্ষম হননি। উপরের চিত্রতে আপনারা যে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বিদ্যালয়ের চার নম্বর পিটি।

IMG_20220628_214240.jpg

IMG_20220628_214255.jpg

এসেম্বলি ক্লাস শেষ করার পরে সেখান থেকে বিদায় নেওয়ার ক্ষেত্রেও একটি অভিনব পদ্ধতি তিনি ছাত্র-ছাত্রীদেরকে শিখিয়েছেন। আশা করি তিনি আরও সুন্দরভাবে আস্তে আস্তে আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কে শেখাতে সক্ষম হবেন। আমাদের বিদ্যালয়ের পিটি প্যারাডের আপডেট আমি পুনরায় আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব।

ভিডিও লিংক

আজকের পুরো পিটি প্যারাডের ভিডিও আমি আপনাদের মাঝে প্রকাশ করলাম আপনারা যদি ইচ্ছা করেন তাহলে ভিডিওটি দেখে নিতে পারবেন।

Sort:  
 2 years ago 

স্কুলের সৌন্দর্য ও সুনাম বৃদ্ধি করার জন্য আপনি যে উদ্যোগ টি নিয়েছে তা আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া। আপনাদের স্কুলের বাচ্চা গুলোকে দেখতে অনেক সুন্দর লাগছে। এভাবে সামনের দিকে এগিয়ে যান আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

দোয়া করবেন আপু যেন আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি

 2 years ago 

স্কুলের আসল সৌন্দর্য্য থাকে সেই স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের ব্যবহারের উপর।তাছাড়া সকল শিক্ষক চান তাদের শিক্ষার্থীরা যেন সবকিছুতে পারদর্শী হয়ে স্কুলের নাম করে।ভালো লাগলো আপনার স্কুলের দৃশ্যগুলি দেখে, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঠিক কথা বলেছেন দিদি ছাত্র-ছাত্রী রাই পারে স্কুলের সুনাম বয়ে আনতে

 2 years ago 

আপনার বিদ্যালয়ের ছোট বাচ্চাদের পিটি করার অনুভূতি গুলো সত্যিই অসাধারণ ছিল। এই মুহূর্তর ফটোগুলো দেখে ছোটবেলার কথা বারবার স্মরণ হয়ে যাচ্ছিল আপনার পোস্টটা খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক কথা বলেছেন আপনি ছোটবেলার স্মৃতি মনে করেই এই ধরনের কাজ করতে আরও বেশি উৎসাহিত হই

 2 years ago 

আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল ভাই। এভাবে আমরাও এসেম্বলি করতাম স্কুলে। খুব ভাল একটি উদ্যোগ নিয়েছেন। এগুলো করার দরকার আছে। ১৬ ডিসেম্বর এ উপজেলা থেকে এভাবে প্যারেড ও ডিস্প্লে দেখানোর আয়োজন করা হয়ে থাকে। সেসময় আপনার স্কুলের এই ছোট ছোট শিক্ষার্থী দের নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করাতে পারবেন।

 2 years ago 

ইচ্ছা রয়েছে ভাইয়া এই বছর বিদায় অনুষ্ঠানে আমরাও উপজেলা তে অংশগ্রহণ করব

 2 years ago 

আমার স্নেহের ছাত্র-ছাত্রী দের জন্য সর্বদা দোয়া কামনা করি। তারা যেন মানুষের মত মানুষ হয়ে আমাদের প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনতে পারে। এভাবেই চালিয়ে যেতে হবে প্রতিনিয়ত।

 2 years ago 

আপনি একদম ঠিক কথা বলেছেন আমাদের ইচ্ছা রয়েছে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব

আমরা স্কুলে পড়ার সময় ক্লাস শুরুর আগে এরকম পিটি বা শরীরচর্চা করেছি। এটি শরীর ঠিক রাখার জন্য অনেক উপকারী। আপনি আজকে আমার অতীতের কথা মনে করে দিলেন। উপকারী পোস্ট করার জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

আসলে আমরা যখন ইস্কুল থেকে বের হয়ে যায় তখনই বুঝতে পারি এই জিনিসগুলো আমাদের জন্য কতটা উপকারী

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67614.76
ETH 2610.64
USDT 1.00
SBD 2.73