"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১১||শীতকালীন প্রাকৃতিক দৃশ্য || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ||

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার, ফেব্রুয়ারি ২/২০২২


আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। প্রথমেই আমি @rme দাদাকে ধন্যবাদ দিতে চাই এমন সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা শীতকালীন কিছু ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারব। আজকে আমি আপনাদের মাঝে "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১১ এর জন্য শীতকালীন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি। আশা করি আমার ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক...


শীতকাল

গ্রামবাংলায় শীতের সকাল মানেই প্রকৃতির বুক জুড়ে মিহি কুয়াশার চাদর। প্রকৃতিতে যতবেশি কুয়াশায় হোক না কেন কর্মজীবী মানুষেরা সেই কুয়াশা ভেদ করে ছুটে চলে নিজ নিজ কর্মস্থলে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, এদের মধ্যে একটি হচ্ছে শীতকাল। পৌষ এবং মাঘ এই দুই মাস মিলেই বাংলাদেশে শীতকাল। কিন্তু আমরা সচরাচর শীতকালের স্থায়িত্ব আরও একটু বেশি দেখতে পাই। শীতকালের প্রকৃতিতে নানা ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। আজকে আমি আপনাদের মাঝে প্রকৃতির সেই পরিবর্তনগুলো ফটোগ্রাফির মাধ্যমে উপস্থাপন করতে যাচ্ছি।

১. কুয়াশা আবৃত্ত শীতকাল
২. মানুষ এবং পশুর শীত নিবারণের প্রক্রিয়া
৩. শীতকালীন খেজুর রস
৪. শীতকালীন ধান রোপণ
৫. শীতকালে ঝরে যাওয়া গাছের পাতা
৬. শীতকালীন ফুল
৭. শীতকালীন শাকসবজি



কুয়াশা আবৃত্ত শীতকাল

IMG_20220129_080631.jpg

কুয়াশা আবৃত সুপারি গাছের সারি

শীতের সকাল সাধারণত কুয়াশার চাদরে আবৃত থাকে। চারিদিকে এত বেশি পরিমাণে কুয়াশা থাকে আশেপাশের কোন জিনিস দেখতে পাওয়া যায় না। কিন্তু আমি প্রতিদিন এই কুয়াশা উপেক্ষা করে সকালে দৌড়াতে বের হয়। সকালে দৌড়ানোর ফলে আমার শরীর মন সব কিছু সতেজ হয়ে যায়।

IMG20220131071708_01.jpg

কুয়াশা ভেদ করে সূর্য উদয়

কুয়াশা ভেদ করে সূর্য উদয় হওয়ার সাথে সাথেই প্রকৃতির সৌন্দর্য পরিবর্তন হয়ে যায়। শীতকালে সূর্যের তাপ খুবই কম হবার কারণে এই তাপে বসে থাকতে সবার ভালো লাগে। যাদের কাজ থাকে না তারা এই মিষ্টি রোদে বসে থাকে আর যারা কর্মজীবী তারা কুয়াশা ভেদ করেই পৌঁছে যায় তাদের নিজের কর্মস্থানে।

IMG20220201102939_01.jpg

ঘাসের উপর শিশির বিন্দু

সূর্য উদয় হওয়ার পরে প্রকৃতিতে আমরা আরও একটি সৌন্দর্য দেখতে পাই সেটি হচ্ছে ঘাসের উপর একফোটা শিশির বিন্দু। আমরা প্রত্যেকটি ঘাসের উপরে একটি ফোটা করে শিশিরবিন্দু দেখতে পাই। গ্রাম অঞ্চল গুলোতে এই জিনিসগুলো খুবই ভালোভাবে লক্ষ্য করা যায়। শীতকালীন এই একফোটা শিশির বিন্দু নিয়ে বিভিন্ন কবিরা ছন্দ মিলিয়ে অনেক কবিতা তৈরি করেছেন।

IMG_20220202_202547.jpg

মাকড়সার জালের উপর শিশির বিন্দু

মাকড়সা বিভিন্ন ধরনের ছোট ছোট পোকা ধরার জন্য সুন্দর জাল তৈরি করে। শীতের সকালে আমরা সেই জালের উপর শিশির বিন্দু লক্ষ করতে পারি।



মানুষ এবং পশুর শীত নিবারণের প্রক্রিয়া

IMG20220130181354_01.jpg

আগুন জ্বালিয়ে শীত নিবারণ

গ্রাম অঞ্চল গুলোতে শীতের তীব্রতা অনেক বেশি থাকে। আবার গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থা অনেকটাই দুর্বল হওয়ার কারণে তারা ভালো মানের শীতবস্ত্র ক্রয় করতে পারে না। এজন্য তারা শীত নিবারণ করার জন্য ভিন্নধর্মী একটা পদ্ধতি অবলম্বন করে, সেটি হচ্ছে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার পদ্ধতি। যখন গ্রাম অঞ্চলের কোন জায়গায় আগুন জ্বলতে দেখা যায় তখনই পার্শ্ববর্তী মানুষ সেই আগুনের চারিদিকে জড়ো হয় তাপ গ্রহণ করার জন্য। এটি সত্যিই একটি মনমুগ্ধকর একটি দৃশ্য।

IMG-20220130-WA0000.jpg

IMG-20220130-WA0002.jpg

পশুদের শীত নিবারণ

শীতকালে পশুপাখিদের শীতের ফলে অনেক কষ্ট সহ্য করতে হয়। মানুষের মত শীত নিবারণ করার জন্য তাদের কোনো পোশাক নেই, ফলে তারা খুব কাছাকাছি থেকে নিজেদেরকে গরম রাখতে চেষ্টা করে। আমার বাড়িতে কয়েকটি বিড়াল রয়েছে আমি তাদের শীত নিবারণ করার জন্য একটা লেপ দিয়ে দিয়েছি।



শীতকালীন খেজুর রস

IMG_20220131_065341.jpg

পাখিতে খেজুর রস খাবার দৃশ্য

খেজুর রস শুধুমাত্র শীতকালে দেখতে পাওয়া যায়। মানুষ সহ বিভিন্ন ধরনের পাখি খেজুর রস খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। ছবিতে আমি তেমনই একটি পাখির খেজুর রস খাবার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।

IMG_20220201_211845.jpg

গাছ থেকে খেজুর রস নামানো

খেজুর গাছ আকৃতিতে অনেক লম্বা হয়ে থাকে। ফলে যে কেউ গাছ থেকে খেজুর রস নামিয়ে আনতে পারে না। কিন্তু খেজুর রসের সাথে সম্পৃক্ত ব্যক্তি অনায়াসে গাছ থেকে খেজুর রস নামিয়ে আনতে পারে। তারা খুব সহজেই বড় বড় খেজুর গাছে উঠে খেজুর রস নামিয়ে আনতে সক্ষম হয়।

IMG_20220201_213252.jpg

খেজুর রস নিয়ে আসার দৃশ্য

রাত শেষে যখন পাত্র গুলোর মধ্যে খেজুর রসে পূর্ণ হয়ে যায় তখন খেজুর রস ব্যবসায়ী এভাবে রস তার বাড়িতে নিয়ে আসে। পাত্র গুলোর দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো প্রায় প্রতিটি পাত্রই খেজুর রসে পূর্ণ হয়ে গেছে।

IMG20220131072528_01.jpg

জগ ভর্তি খেজুর রস

শীতের সকালে খেজুর রস খাবার অনুভূতিটা অন্য রকম। অনেকদিন পর সেই অনুভূতিটা আবার নেওয়ার জন্য এক জগ খেজুর রস নিলাম।

IMG20220131072800_01.jpg

IMG_20220202_152904.jpg

খেজুর রস দিয়ে গুড় তৈরির প্রক্রিয়া

আপনারা জানেন খেজুরের রস দিয়ে সুস্বাদু গুড় তৈরি করা হয়। উপরের ছবিতে আমরা খেজুরের গুড় তৈরি করার প্রথম ধাপটি দেখতে পাচ্ছি।

IMG20220202103530_01.jpg

IMG20220202103545_01.jpg

খেজুর রস দিয়ে গুড় তৈরি হওয়ার পরে

খেজুরের গুড় অত্যন্ত সুস্বাদু একটি খাবার। খেজুরের গুড় দিয়ে গ্রামের মেয়েরা বিভিন্ন ধরনের পিঠা পুলি তৈরি করে।উপরের ছবিতে আপনারা সেই সুস্বাদু খেজুরের গুড় দেখতে পাচ্ছেন।



শীতকালীন ধান রোপণ

IMG_20220202_072425.jpg

ধানের জমিতে পানি দেওয়া

বর্তমান সময়ে গ্রাম অঞ্চলগুলোতেও আধুনিক যন্ত্র ব্যবহার করে ধানের জমিতে পানি দেয়া হয়। গ্রামে শীতকালে ধান রোপন করার ভিড় লেগে যায়, যার কারণে কৃষকেরা খুব সকালে শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি দেওয়ায় ব্যবস্থা করে ফেলে। খুব সকালে শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি দেওয়া হয় তখন আমরা পানির মধ্যে ধোয়া দেখতে পায়।

IMG20220131095152_01.jpg

মই দেয়ার দৃশ্য

কৃষক তার জমিতে ধান রোপন করার জন্য মই দিচ্ছে।মই দেবার মাধ্যমে কৃষক জমির কাদা গুলো সমান করে নেই, এতে কৃষকের ধান রোপন করতে সুবিধা হয়। ছবির কৃষকের কাছে মই না থাকার কারণে তিনি কলাগাছ দিয়ে কাদা সমান করছে।

IMG_20220201_221245.jpg

ধান রোপন করার দৃশ্য

ছবিতে একজন কৃষক কে আমরা ধান রোপন করতে দেখতে পাচ্ছি। কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে। কৃষকেরা শীত-গ্রীষ্ম-বর্ষা সবকিছু উপেক্ষা করে ফসল উৎপাদন করতে থাকে।



শীতকালে ঝরে যাওয়া গাছের পাতা

IMG_20220201_222114.jpg

পাতা ছাড়া গাছ

শীতকাল আসার সাথে সাথে প্রকৃতি উষ্ণ হয়ে যায়। আর এই উষ্ণতার মধ্য দিয়ে প্রত্যেকটি গাছের পাতা ঝরে পড়ে যায়। গাছেরা তাদের সবুজ রং কিছুদিনের জন্য হারিয়ে ফেলে। গাছগুলো অপেক্ষা করতে থাকে নতুন ভাবে নিজেকে আবার সাজিয়ে নেবার জন্য।

IMG_20220202_071533.jpg

ঝরা পাতা

শীতকাল আসার সাথে সাথেই গাছের পাতা এভাবে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। গ্রামের বিভিন্ন মানুষেরা সে সকল পাতা কুড়িয়ে নিয়ে যেয়ে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে।



শীতকালীন ফুল

IMG_20220202_230727.jpg

IMG20211221120421_01.jpg

সর্ষে ক্ষেতে কিছু সময়

শীতকালের আরো একটি বড় আকর্ষণ হচ্ছে সর্ষে ফুল। গ্রামের মাঠে প্রচুর পরিমাণে এটি দেখতে পাওয়া যায়।সর্ষে ফুল থেকে মৌমাছি মধু আহরণ করে।সর্ষে ফুলের সুবাসে চারিদিক ভরে ওঠে। যেদিকেই তাকাই শুধু হলুদ ফুল দেখতে পাওয়া যায়।

GridArt_20220202_154518276.jpg

IMG_20220202_160805.jpg

শীতকালীন বিভিন্ন ধরনের ফুল

শীতকালে প্রকৃতিতে গাছের পাতা ঝরে গেলেও সৌন্দর্য ফিরিয়ে আনে নানা ধরনের ফুল। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে আমরা বেশি ফুল দেখতে পাই। আর সেই ফুলের সৌন্দর্য এতটাই মনমুগ্ধকর যা দেখে প্রত্যেকটি মানুষের হৃদয়ে প্রশান্তি চলে আসে। ফুলপ্রেমী মানুষদের বাগানে স্থান করে নেয় নানা ধরনের সুন্দর সুন্দর ফুল গাছ।

IMG_20220202_162109.jpg

শাপলা ফুলে আবৃত পুকুর

শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। এই ফুলের সৌন্দর্যটাও অন্যান্য ফুলের তুলনায় কোনো অংশে কম না। আমাদের দেশে সাদা,নীল এবং লাল রঙের শাপলা ফুল দেখতে পাওয়া যায়।



শীতকালীন শাকসবজি

IMG_20220202_162712.jpg

বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে সবথেকে বেশি শাকসবজি পাওয়া যায়। আর শীতকালে যেসব সবজি গুলো পাওয়া যায় সেগুলো খুবই পুষ্টিসমৃদ্ধ। ফলে গ্রামের মানুষেরা খুব সহজে পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে পারে।



শীতকালের আরো কিছু ফটোগ্রাফি

IMG20220202104122_01.jpg

ছোট কাঁঠাল

শীতকালে কাঁঠাল গাছ গুলোতে ছোট ছোট কাঁঠালের গুটি ধরাতে শুরু করে।

IMG_20220202_210619.jpg

আমের মুকুল

শীতকালে আম গাছগুলোতে প্রচুর পরিমাণে মুকুল লক্ষ্য করা যায়। সেই মুকুল পরবর্তীতে আমের গুটি এবং তারপরে আমে পরিণত হয়।

IMG20220127120708_01.jpg

গম

শীতকালে মাঠে মাঠে আরো একটি ফসল লক্ষ্য করা যায় সেটি হচ্ছে গম।

IMG_20220202_211432.jpg

ভুট্টা

আরো একটি শীতকালীন ফসলের নাম হচ্ছে ভুট্টা। গ্রামের মাঠগুলোতে প্রচুর পরিমাণে ভুট্টা উৎপাদন করতে দেখতে পাওয়া যায়।

IMG20220121105126_01.jpg

বরই

শীতকালের জনপ্রিয় একটা ফলের নাম হচ্ছে বরই। বিশেষ করে মেয়েরা এই বরই খেতে অত্যন্ত পছন্দ করে।

IMG20220101145404_01.jpg

অতিথি পাখির আগমন

শীতকালে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে অতিথি পাখির আগমন লক্ষ্য করা যায়। অতিথি পাখির কিচিরমিচির শব্দে শীতকালীন পরিবেশ আরো মনমুগ্ধকর হয়ে যায়।

পোস্ট বিবরণ
শ্রেণীশীতকালীন প্রাকৃতিক দৃশ্য
ক্যামেরারিয়েলমি সি ২৫ এস ৪৮ মেগাপিক্সেল
পোস্ট তৈরি@mostafezur001
লোকেশনগাংনী, মেহেরপুর, বাংলাদেশ
W3Whttps://w3w.co/flags.underscore.irritates

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

Sort:  

আপনি সব ছবিতে, মনের মাধুরি মিশিয়ে দিয়েছেন। সুন্দর ছিল।

 3 years ago 

আপনার তোলা ছবিগুলো নিঃসন্দেহে ভালো হয়েছে। শীতকালীন প্রকৃতির প্রায় সবগুলো বৈশিষ্ট্যই আপনি ফুটিয়ে তুলতে পেরেছেন। আর ছবিগুলোর মানও যথেষ্ট ভাল। শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি সত্যিই অনেক ভালো ফটোগ্রাফি করতে পারেন। আশা করি সামনের দিনগুলোতে আরো ভালো কিছু হবে। ধন্যবাদ এবং আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার নিজের হাতে তোলা শীতকালীন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আপনার মতামত প্রকাশ করার জন্য।

 3 years ago 

অসাধারন ছবি তুলেছেন।প্রতিটা দৃশ্য দারুন লেগেছে গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি চেষ্টা করেছি আমাদের গ্রামীণ পরিবেশ এর সকল জিনিস গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। জানিনা কতটা ভালো করতে সক্ষম হয়েছি।

 3 years ago 

ভাইয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেখে খুব ভালো লেগেছে।
আপনার সব গুলো ফটোগ্রাফি অসাধারণ ছিলো। কোনো টা ছেড়ে কোনটা বলবো বুঝতে পারছি না।
তার মধ্যে আবার অনেক সুন্দর করে প্রতিটি ফটোগ্রাফির বিবরণ দিয়েছেন।
আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আমি শুধুমাত্র চেষ্টা করেছি আমাদের গ্রাম বাংলার শীতের দৃশ্যগুলো সবার মাঝে উপস্থাপন করতে। যারা শহরে বসবাস করে তারা শীতকালের গ্রামীন জীবনযাত্রা কেমন হয় সে বিষয়ে তাদের ধারণা থাকে না। আমি আশা করি আমার এই পোষ্টের মাধ্যমে অনেকেই শীতকালের গ্রামীন মানুষের জীবনযাত্রা সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারবে।

 3 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখলাম। তবে মাথায় একটি প্রশ্ন জাগছে এই কনকনে ঠান্ডার মধ্যে আপনারা খালি গায়ে কি ভাবে দাঁড়িয়ে আছে। আর মাকড়সার জালে সিদ গুলো বেশ দারুন দেখাচ্ছে এবং ভালো একটি ক্যাপচার ছিল। সব মিলিয়ে অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সকালে দৌড়াদৌড়ি করলে শরীর গরম হয়ে যায় ফলে শীত কতটা বেশি অনুভব হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পুরো পোস্টটা মনোযোগ সহকারে পড়ে দেখার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56769.47
ETH 2402.64
USDT 1.00
SBD 2.30