পাতার উপর ডেভিল এর ছবি অংকন||১০% @shy-fox||
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার , এপ্রিল ২০ /২০২২
আচ্ছালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে কাঁঠালের পাতার উপর সুন্দর একটি ডেভিল এর চিত্র অংকন করার পদ্ধতি শেয়ার করতে চলেছি। চলুন ডেভিল এর চিত্র অংকন করার পদ্ধতিটি শুরু করা যাক...
পাতার উপর ডেভিল এর ছবি অংকনের উপকরণ |
---|
ক্রমিক নম্বর | উপকরণের নাম |
---|---|
১ | কাঁঠালের পাতা |
২ | কলম |
৩ | ব্লেড |
🖌ধাপ - ০১🖌
প্রথমে আমি কাঁঠালের পাতার উপর কলম দিয়ে সুন্দর করে একটি ডেভিল এর চিত্র অঙ্কন করে নিলাম।
🖌ধাপ - ০২🖌
তারপরে আমি কাঁঠালের পাতার উপর অঙ্কন করা ডেভিল এর চিত্রের অবশিষ্ট অংশ গুলো একটি ব্লেড দিয়ে সুন্দর ভাবে কাটতে শুরু করে দিলাম।
🖌ধাপ - ০৩🖌
এই ধাপটিতে ডেভিল এর লেজের অংশের পাতাগুলো খুব সুন্দর ভাবে কাটা হয়ে গিয়েছিল।
🖌ধাপ - ০৪🖌
এই ধাপটিতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ব্লেড দিয়ে কাঁঠালের পাতার অবশিষ্ট অংশ কাটতে হয়।
🖌ধাপ - ০৫🖌
এই ধাপটিতে ডেভিল এর হাতের অংশের অবশিষ্ট পাতাগুলো কাটা হয়ে গিয়েছিল।
🖌ধাপ - ০৬🖌
এই ধাপটিতে পাতার উপর ডেভিল এর চিত্র অঙ্কন করা অর্ধেক শেষ হয়ে গিয়েছিল।
🖌ধাপ - ০৭🖌
অর্ধেক ডেভিল এর চিত্র তৈরি হয়ে যাবার পরে আমি বাকি অর্ধেক তৈরি করার জন্য কাজ শুরু করলাম। এইবার আমি মাথার অংশ থেকে পাতার অবশিষ্ট অংশগুলো কাটতে শুরু করে দিয়েছি।
🖌ধাপ - ০৮🖌
মাথার অংশের পাতা কাটা শেষ হবার পরে আমি হাতের অংশের পাতাগুলো খুবই সুন্দরভাবে ব্লেড দিয়ে কেটে নিলাম।
🖌ধাপ - ০৯🖌
এই ধাপটিতে ডেভিল এর চিত্র অঙ্কন করা শেষ হয়ে গিয়েছিল।
🖌ধাপ - ১০🖌
কাঁঠালের পাতার উপর ডেভিল এর চিত্র অঙ্কন করা শেষ হয়ে যাবার পরে সেটি আমি আকাশের দিকে ধরে একটি ছবি তুললাম। কারণ এই ধরনের পাতার উপর অঙ্কন করা জিনিসকে আকাশের দিকে ধরে ছবি তুললে সেগুলো দেখতে অনেক সুন্দর লাগে।
আপনারাও চাইলে আমার মত করে কাঁঠালের পাতার উপর এই ধরনের চিত্র অঙ্কন করতে পারেন। এর জন্য প্রথমে আপনাদেরকে উপকরণ গুলো সংগ্রহ করে নিতে হবে এবং তারপরে আমার দেখানো ধাপগুলো অবলম্বন করলেই তৈরি হয়ে যাবে এমন সুন্দর একটি চিত্র। আর পাতার ওপর এই ধরনের জিনিস তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটু সর্তকতা অবলম্বন করতে হবে কেননা পাতা নরম হবার ফলে খুব সহজেই ব্লেডে কেটে যেতে পারে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
আপনার পাতার উপর করা এই অংকন গুলো আমার কাছে সবসময়ই খুবই ভালো লাগে ভাইয়া। সত্যি খুবই নিখুঁত হাতের কাজ দেখিয়েছেন আপনি। সব সময়ের মতো আপনার করা পাতার উপর এই অংকনটিও আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া।
আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
পাতার উপর ডেভিল এর ছবি অংকন করেছেন দেখতে অসাধারণ হয়েছে। ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো।
মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
আমার বাংলা ব্লগে সব ক্রিয়েটিভ মানুষের ভীড়। এরমধ্যে শুধু আপনাকে দেখি পাতার উপর বিভিন্ন পশু পাখির ছবি ডিজাইন করতে। এটা আপনার অসাধারণ একটি প্রতিটা। পাতার উপর ডেভিলের আকৃতি টা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
পাতার উপর ডেভিল এর ছবি অংকন দারুন হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনি খুব সুন্দর একটি দক্ষতা সম্পন্ন আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার। পাতার উপরে এত সুন্দর ভাবে আর্ট কাজ সম্পন্ন করা সকলের সাধ্যের ব্যাপার নয় তাই বলতে পারি আপনি সত্যিই বিশেষ দক্ষতার অধিকারী একজন দোয়া করব যেন আরও সুন্দর সুন্দর আর আমাদের মাঝে শেয়ার করতে পারেন।
আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
পাতার উপর ডেভিল অংকন খুব সুন্দর ভাবে করেছেন ।যেটা দেখতে অনেক সুন্দর লাগছে এই ধরনের কিছু করতে দক্ষতার প্রয়োজন হয় যা আপনার মধ্যে আছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ
ভাই আপনার এই কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগে। কারণ আমাদের কমিউনিটিতে পাতার ভেতরের ডিজাইন করে এরকম ক্রাফট কেউ কখনো সম্পন্ন করে না। পাতার ভেতরের ডেভিল অনেক সুন্দরভাবে সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে।
গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
পাতার উপর ডেভিলের ছবি অংকন অনেক সুন্দর হয়েছে ভাইয়া। এর আগেও আপনার পাতার উপরের চিত্র অংকন দেখেছি। আজকের অংকন চিত্রটিও অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর ভাবে আপনি আপনার অংকনের প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।
এত সুন্দর করে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
পাতার ওপরে এরকম Devil এর চিত্র সচরাচর দেখা যায় না ।আপনার এই দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার প্রশংসা না করে উপায় নেই। সামনে আরও ভাল কিছু আমাদের উপহার দিবেন দোয়া রইল
মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
পাতা কে কেটে খুব সুন্দর একটি ডেভিল বানিয়েছেন আপনি, যেটাকে বলে ক্ষুদে শিল্পী। খুদে শিল্পীর মতো এই কাজটি করেছেন। খুবই চমৎকার হয়েছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ