Diy "বিশেষ ক্রিসমাস সপ্তাহ"|| রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি ||১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ||
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার, ডিসেম্বর ২৯/২০২১
আচ্ছালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভাল আছেন। আমিও অনেক ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা ফুল তৈরির পদ্ধতি উপস্থাপন করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক.....
ফুল তৈরির প্রয়োজনীয় উপকরণ |
---|
ক্রমিক নম্বর | উপকরণের নাম |
---|---|
১ | A4 কাগজ |
২ | স্কেল |
৩ | পেন্সিল/ কলম |
৪ | গাম |
৫ | কাইচি |
ফুল তৈরির ধাপ সমূহ |
---|
🌷ধাপ - ০১🌷
প্রথমেই আমি ওয়ালমেট তৈরির জন্য সকল উপকরণ গুলো একত্রিত করে নিলাম।
🌷ধাপ - ০২🌷
তারপরে আমি ওয়ালমেট তৈরি করার জন্য রঙিন কাগজ কে সুন্দর ভাবে স্কেলের সাহায্যে দাগ কেটে নিলাম যেন কোন কাগজ ছোট-বড় না হয়।
🌷ধাপ - ০৩🌷
এরপরে আমি কাইচি দিয়ে পুরো কাগজটা সুন্দর করে কেটে নিলাম।
🌷ধাপ - ০৪🌷
তারপরে আমি কাটা কাগজগুলো দিয়ে সুন্দর করে কাঠি তৈরি করার কাজ শুরু করে দিলাম যা আপনাদেরকে অনেকগুলো ধাপ এর মাধ্যমে দেখিয়েছি। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা পুরো ধাপগুলো ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে আমি কাগজ দিয়ে সুন্দর কাঠি তৈরি করলাম।
🌷ধাপ - ০৫🌷
এরপরে শুরু করে দিলাম আরো একটি কাজ সেটি হচ্ছে ওয়ালমেট তৈরির জন্য আমাদের অনেকগুলো ফুলের প্রয়োজন হবে তাই আমরা সেই ফুলগুলো তৈরি করার জন্য কিছু কাগজে স্কেলের সাহায্য নিয়ে দাগ কেটে নিলাম।
🌷ধাপ - ০৬🌷
তারপরে সে গুলোকে সুন্দর করে কেটে নিলাম।
🌷ধাপ - ০৭🌷
সবগুলো কাগজ কাটা হয়ে গেলে সেগুলো কে একত্রে রাখলাম।
🌷ধাপ - ০৮🌷
এবার আমি যে কাজটি করেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ ওয়ালমেট তৈরি করার জন্য। কেননা ওয়ালমেট এর সৌন্দর্য নির্ভর করে ফুলগুলোর সৌন্দর্যের উপর। এই খানে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি কিভাবে আমি ফুলগুলো তৈরি করার জন্য কাগজ ভাঁজ করেছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি অনেকগুলো ধাপ আপনাদের মাঝে দিয়ে দিয়েছি। যদি আপনারা সঠিকভাবে আমার ধাপগুলো অবলম্বন করে চলতে পারেন তাহলে আপনারা ও আমার মত সুন্দর ফুল তৈরি করতে পারবেন।
🌷ধাপ - ০৯🌷
এই ধাপে ফুল তৈরি করার জন্য কাটা কাগজ গুলোকে পর্যায়ক্রমে খুলতে শুরু করলাম এবং সর্বশেষে ফুলটি কেমন হয়েছে সেটাও আপনাদেরকে আমি দেখিয়েছি।
🌷ধাপ - ১০🌷
এরপরে আমি আমার ওয়ালমেট তৈরি করার জন্য যতগুলো ফুল প্রয়োজন সবগুলো একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি।
🌷ধাপ - ১১🌷
তারপরে আমি সেই ফুলগুলো সৌন্দর্য আরো বেশি পরিমাণে বৃদ্ধি করার জন্য একটা কলমের শিস দিয়ে ফুলগুলোকে কিছুটা ভাজ করে দিয়েছি। এইভাবে যদি কাগজগুলো ভাঁজ করা যায় তাহলে ফুলের সৌন্দর্য তা অনেকাংশে বৃদ্ধি পেয়ে যায়।
🌷ধাপ - ১২🌷
সবগুলো ফুল ভাঁজ করা হয়ে গেলে সে গুলোকে আমি একত্রিত করে রাখলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ করেছি সবগুলো ফুল।
🌷ধাপ - ১৩🌷
তারপরে আমি গাম দিয়ে সেই ফুলগুলোকে একত্রিত করতে শুরু করলাম।
🌷ধাপ - ১৪🌷
🌷ধাপ - ১৫🌷
সবগুলো গাম দিয়ে একত্রিত করার পর ফুলটি এমন রূপ লাভ করল।
🌷ধাপ - ১৬🌷
ওয়ালমেট তৈরি করার জন্যে আমার আরও অনেকগুলো ফুলের প্রয়োজন। তাই আমি একই পদ্ধতি অবলম্বন করে আরো অনেকগুলো ফুল তৈরি করে নিলাম। এখানে আমি আপনাদেরকে সবগুলো ফুল তৈরি করার পরে দেখিয়েছি।
🌷ধাপ - ১৭🌷
প্রথমের দিকে কাগজ দিয়ে আমি যে কাঠিগুলো তৈরি করেছিলাম সেগুলো ব্যবহার করে সুন্দর একটা আকৃতি তৈরী করে নিলাম।
🌷ধাপ - ১৮🌷
ফুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি আরো কিছু কাগজ কেটে নিলাম।
🌷ধাপ - ১৯🌷
🌷ধাপ - ২০🌷
এই কাগজগুলো ব্যবহার করে পরবর্তীতে আমি এমন একটা জিনিস তৈরী করে নিলাম। কিভাবে তৈরি করেছে তাও আপনাদেরকে ছবির মাধ্যমে দেখিয়েছি।
🌷ধাপ - ২১🌷
তারপরে এই জিনিসটা আমি গাম দিয়ে ফুলের ঠিক মাঝখানে লাগিয়ে দিলাম।
🌷ধাপ - ২২🌷
সবগুলো লাগিয়ে দেয়ার পর ফুলগুলো দেখতে এমন সুন্দর হয়ে গেল। আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ফুলের সৌন্দর্যটা আগেই ভালো ছিল, নাকি এটি দেবার পরে সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে।
🌷ধাপ - ২৩🌷
তারপরে আমি গাম দিয়ে ফুলগুলোকে কাঠির সাথে সংযুক্ত করা শুরু করলাম।
🌷ধাপ - ২৪🌷
যখনই কাঠি গুলোর সাথে প্রত্যেকটি ফুল লাগানো হয়ে গেল তখন সেটি এমন একটি রূপ লাভ করল। আর তখনই শেষ হয়ে গেল আমাদের সেই কাঙ্খিত ওয়ালমেট তৈরি করার কাজটি।
আজকের মতো এখানেই শেষ করছি।এটি এই ইভেন্টের জন্য আমার পঞ্চম অংশগ্রহণ।
বাহ ভাই আপনার তৈরি করা কাগজের ওয়ালমেট টি দেখতে এক কথায় অসাধারণ লাগছে । আপনি অনেক সুন্দর করে এটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং রংবেরংগের রঙ্গিন কাগজ ব্যবহার করায় এটি দেখতে আরও বেশি ভালো লাগছে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অশেষ ধন্যবাদ এমন সুন্দর একটা মতামত প্রকাশ করার জন্য
টুইটার শেয়ার লিংক
রঙিন কাগজের মাধ্যমে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। বিশেষ করে খুবই দক্ষতার সাথে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে আপনার ওয়ালমেট তৈরির প্রক্রিয়া অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা ভাই।
এমন সুন্দর ভাবে মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ