ভ্যালেন্টাইন ডে উপলক্ষে গিফট কার্ড তৈরি||১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার , ফেব্রুয়ারি ১৪/২০২২

আচ্ছালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভাল আছেন। আমিও অনেক ভাল আছি। আজকে ১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস তাই আজকে আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে ভ্যালেন্টাইন ডে গিফট কার্ড তৈরির পদ্ধতি শেয়ার করতে চলেছি। চলুন শুরু করা যাক...

IMG20220214155407_01.jpg

সর্বশেষ মূল ছবি

ভ্যালেন্টাইন ডে গিফট কার্ড তৈরির প্রয়োজনীয় উপকরণ

IMG20220211200306_01.jpg

ক্রমিক নম্বরউপকরণের নাম
A4 কাগজ
কাইচি
পেন্সিল/ কলম
কলম
স্কেল
গাম

ভ্যালেন্টাইন ডে গিফট কার্ড তৈরির ধাপ সমূহ

🌷ধাপ - ০১🌷


IMG20220211200441_01.jpg

ভ্যালেন্টাইন ডে উপলক্ষে গিফট কার্ড তৈরি করার জন্য প্রথমে আমি একটি লাল রঙের রঙিন কাগজ নিয়ে নিয়েছি।

🌷ধাপ - ০২🌷


IMG20220211200825_01.jpg

তারপরে আমি কাগজটি কে এই ভাবে ভাজ করে নিয়েছি।

🌷ধাপ - ০৩🌷


IMG20220211200937.jpg

কাগজকে ভাঁজ করা শেষ হয়ে যাবার পরে আমি এটি আরও সুন্দর করার জন্য মাঝখান দিয়ে আরও একটি ভাজ করে দিয়েছি।

🌷ধাপ - ০৪🌷


IMG20220211202133_01.jpg

এরপরে আমি কাগজের গায়ে গাম লাগিয়ে নিয়েছি।

🌷ধাপ - ০৫🌷


IMG20220211202217_01.jpg

গাম লাগানো শেষ হয়ে যাবার পরে আমি দুই দিকের কাগজ একত্রিত করে দিয়েছি। তারপরে রঙিন কাগজটি এমন আকার ধারণ করল

🌷ধাপ - ০৬🌷


IMG20220211202340.jpg

একই পদ্ধতিতে আমি আরো একটি বানিয়ে নিয়েছি।

🌷ধাপ - ০৭🌷


IMG20220211202512_01.jpg

এরপরে আমি পুনরায় কাগজের গায়ে গাম লাগিয়ে দিয়েছি।

🌷ধাপ - ০৮🌷


IMG20220211202531.jpg

এই পর্যায়ে আমি আরো একটি লাল রঙের রঙিন কাগজ ভাঁজ করে নিয়েছি।

🌷ধাপ - ০৯🌷


IMG20220211202555_01.jpgIMG20220211202703_01.jpg

IMG20220211202818_01.jpg

এরপরে আমি পূর্বে তৈরি করা কাগজটি খুবই সুন্দর ভাবে এখানে লাগিয়ে দিয়েছি। উপরের ছবিতে প্রত্যেকটি ধাপ আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে লাগাতে হয়।

🌷ধাপ - ১০🌷


IMG20220211202932_01.jpg

সবগুলো কাগজ একত্রে লাগানো হয়ে গেলে সেটি এমন রূপ ধারণ করেছিল।

🌷ধাপ - ১১🌷


IMG20220211203241_01.jpg

এরপরে আমি গিফট কার্ড এর সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য একটি সাদা কাগজ নিয়ে নিয়েছি।

🌷ধাপ - ১২🌷


IMG20220211204055_01.jpg

এই পর্যায়ে আমি সাদা কাগজ টি খুব সুন্দর করে কেটে নিয়েছি।

🌷ধাপ - ১৩🌷


IMG20220211204211_01.jpg

সাদা কাগজ কাটা হয়ে গেলে সেটি এমন রূপ ধারণ করেছিল।

🌷ধাপ - ১৪🌷


IMG_20220214_081756.jpg

তারপরে আমি সাদা কাগজে খুবই সুন্দর ভাবে গাম লাগিয়ে দিয়েছি। গাম লাগানো শেষ হয়ে যাবার পরে আমি সেটি লাল রঙের কাগজ এর ভিতর খুব সুন্দর ভাবে লাগিয়ে দিয়েছি।

🌷ধাপ - ১৫🌷


IMG_20220214_081904.jpg

এরপরে আমি লাল রঙের কাগজ দিয়ে আরো সুন্দর একটি লাভ তৈরি করে নিয়েছি। কিভাবে লাভ তৈরি করতে হয় সেটি আমি আপনাদেরকে উপরের ছবিতে ধাপে ধাপে দেখেছি। লাভ তৈরি হয়ে যাবার পরে আমি সেটিতে সুন্দর করে গাম লাগিয়ে দিয়েছি।

🌷ধাপ - ১৬🌷


IMG20220211205253_01.jpg

তারপরে আমি আমার তৈরি করা লাভ টি গিফট কার্ড এর ভিতরে লাগিয়ে দিয়েছি।

🌷ধাপ - ১৭🌷


IMG20220211210355_01.jpg

এই পর্যায়ে আমি ভালোবাসা দিবসের কথাটি একটি রঙিন কাগজের খুব সুন্দর করে লিখে নিয়েছি।

🌷ধাপ - ১৮🌷


IMG_20220214_082113.jpg

এই ধাপটিতে আমি খুব সুন্দর ভাবে ভালোবাসা দিবস সম্পর্কে লেখা কথাগুলো একটি কাইচি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি।

🌷ধাপ - ১৯🌷


IMG_20220214_082208.jpg

তারপরে আমি আমার লেখাগুলো খুব সুন্দর ভাবে গাম দিয়ে গিফট কার্ড এর ভিতরে লাগিয়ে দিয়েছি। কিভাবে আমি সেগুলো লাগিয়েছি তা আপনাদেরকে আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছি।

ভালোবাসা দিবস উপলক্ষে অনেকেই অনেক কিছু তৈরি করছে তাই আমি চেষ্টা করলাম আপনাদের মাঝে একটি সুন্দর গিফট কার্ড তৈরি করে উপস্থাপন করার জন্য। আশা করি আমার তৈরি করা গিফট কার্ড টি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে খুব সহজে এইভাবে একটি গিফট কার্ড তৈরি করতে পারবেন।

🌷আমার নিজের সাথে ভ্যালেন্টাইন ডে গিফট কার্ড এর একটি ছবি 🌷


IMG_20220214_161133.jpg

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

Sort:  
 2 years ago 

এই কার্ডটি বেশ দারুণ হয়েছে ভাইয়া। আমার কাছে তো বেশি ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করেই ধাপে ধাপে উপস্থাপন করেছেন এটি। এটি যেমনভাবে তৈরি করেছেন তেমনি উপস্থাপনও করেছেন। খুব সুন্দর হয়েছে সত্যিই, ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর করে মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

চমৎকার রঙিন কাগজ দিয়ে ভ্যালেন্টাইন ডে কার্ড টি অসাধারণ হয়েছে । খুবই সুন্দর দেখতে হয়েছে ।খুবই সুন্দর ভাবে বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন । ধন্যবাদ ভাই এত সুন্দর ভ্যালেন্টাইন ডে কার্ড বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ! খুবই আকর্ষণীয় একটি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কার্ড তৈরি করেছেন দেখতে অসাধারণ লাগছে। আমার কাছে বেশ ভালো লেগেছে প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

আসলে ভালোবাসা দিবস উপলক্ষে আপনি সুন্দর একটি গিফ্ট কার্ড তৈরি করেছেন। ডিজাইন টি আমার অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। অনেক সময় নিয়ে করেছেন। বেশ ভালই লাগছে ♥️

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ভ্যালেন্টাইন ডে উপলক্ষে গিফট কার্ড তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয় এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন

 2 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

সময়োপযোগী একটি গিফট কার্ড তৈরি করেছেন ভাইয়া। সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। এছাড়াও আপনি ধাপ গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন যে কেউ চাইলে খুব সহজেই আপনার মত করে দেখে দেখে এমন গিফট কার্ড তৈরি করতে পারবে। যাইহোক ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল এভাবেই এগিয়ে যান সামনের দিকে কামনা করি।

 2 years ago 

এত সুন্দর করে মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

ভ্যালেন্টাইন ডে উপলক্ষে গিফট কার্ড তৈরি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনার গিফট কার্ড আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেকটা সময় নিয়ে ও ধৈর্য সহকারে এই সুন্দর গিফট কার্ডটি তৈরি করেছেন। গিফট কার্ড তৈরি করে আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আরে বাহ কি চমৎকার গিফট কার্ড 👌। আজকের এই বিশেষ দিনে মনের সবটুকু ভালোবাসা দিয়ে এই কাজটা করেছেন মনে হচ্ছে। আমার তো মন ছুয়ে গেল একদম। আর যে কোন প্রিয় মানুষটিকে দিলেও সে ভীষণ খুশি হবে।

 2 years ago 

এত সুন্দর করে মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি। এটি আমি আমার বউ এর জন্য বানিয়েছি। আর ভালোবাসা দিবসের দিন তাকে এটা উপহার দিয়েছি।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার গিফট কার্ড দেখে সত্যি আমি অবাক হয়েছি। আপনি অসাধারণ ভাবে গিফট কার্ডটি তৈরি করেছেন। আপনার টিউটোরিয়াল থেকে আমিও শিখতে পারলাম। আপনার পোস্ট আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.025
BTC 55214.91
ETH 2471.87
USDT 1.00
SBD 2.24