লেভেল (০২) হতে আমার অর্জন || ১২/০৭/২০২৩.#level02-exam #abb-school

in আমার বাংলা ব্লগlast year (edited)

হ্যালো বন্ধুগণ 👋

আসসালামুয়ালাইকুম /আদাব,

সকলে কেমন আছেন, আশা করি সকলে সুস্থ ও স্বাভাবিক ভাবেই জীবন-যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজকে আমি @moshiur69 আমার বাংলা ব্লগ কমিউনিটিতে লেভেল-০২ হতে আমার অর্জন লিখিত পরীক্ষাটি শেয়ার করতে চলেছি। আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে।

[তো চলুন শুরু করা যাক আজকের পোস্টটি]

[✴️লেভেল-০২ হতে আমার অর্জন ✳️]

IMG20230712164422.jpg

আজকে আমি @moshiur69 আপনাদের সাথে ১২টি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। নিম্নে বিষয়গুলো উল্লেখ করা হলো:-

১/ Posting key এর কাজ কি ?
২/ Active key এর কাজ কি ?
৩/ Owner key এর কাজ কি ?
৪/ Memo key এর কাজ কি ?
৫/ Master password এর কাজ কি ?
৬/ Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?
৭/ পাওয়ার আপ কেন জরুরী?
৮/ পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?
৯/ সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?
১০/ মেমো ফিল্ড এর কাজ কি?
১১/ ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?
১২/ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

১/ Posting key এর কাজ কি ?
উত্তর⇨Posting Key দিয়ে সোশ্যাল একটিভিটির সকল কাজ এই পোস্টিং কি এর মাধ্যমে করা হয়ে থাকে। তাই এই কি খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না হলেও এটি সংরক্ষণ করে রাখা ভালো। এই পোস্টিং কি যে কোন জায়গায় বিনা দ্বিধায় ব্যবহার করতে পারবেন।
এই পোস্টিং কি এর মাধ্যমে আপনারা পোস্ট করতে পারবেন কমেন্ট করতে পারবেন, পোস্ট এডিট করতে পারবেন, কমেন্ট এডিট করতে পারবেন, কাউকে আপ ভোট দিতে পারবেন, ডাউন ভোট দিতে পারবেন, কোন পোস্ট রিস্টিম করতে পারবেন, কাউকে ফলো করতে পারবেন, আনফলো করতে পারবেন।

২/ Active key এর কাজ কি ?
উত্তর⇨অ্যাক্টিভ কি এর মাধ্যমে পাওয়ার আপ,পাওয়ার ডাউন, ট্রান্সফারের কাজ, SBD to STEEM এ কনভার্ট উইটনেসকে ভোট দেওয়া। প্রোফাইলের তথ্য পরিবর্তন, ক্রয় বিক্রয় অর্ডার দেওয়া। এ সকল কাজ একটিভ কি এর মাধ্যমে করা হয়ে থাকে। কোন সুরক্ষিত ট্রাস্টেড ওয়েবসাইট ছাড়া কোন জায়গাতে এই অ্যাক্টিভ কে ব্যবহার না করাই আমাদের জন্য উত্তম। এই একটিভ কি যদি কেউ পেয়ে যায় তাহলে আপনার ওয়ালেট থেকে SBD, Steem, Steem power নিমিষের মধ্যে ট্রান্সফার করে নিতে পারে। এক কথায় সকল প্রকার আর্থিক লেনদেনের সময় এই এক্টিভিটি ব্যবহার করা হয়। তাই একটিভ কি খুব সেনসিটিভ একটা বিষয়। এই একটিভ কি আমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ।

৩/ Owner key এর কাজ কি ?
উত্তর⇨Owner এই শব্দটি আমরা সচরাচর শুনে থাকি, আবার এটার মানেও হয়তো সবাই জানি। ওনার শব্দের অর্থ মালিক এবার খুব সহজেই বুঝতে পারছেন এটির অর্থ কি। ওনার কি হলো মালিক সংক্রান্ত কি। আপনার আইডি হ্যাক হয়ে গেলে ওনার কি এর মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন। তাই ওনার কি খুব সেনসিটিভ একটি বিষয়। ওনার কি এর মাধ্যমে পোস্টিং ও একটিভ কি পরিবর্তন করতে পারবেন, অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন, ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে পারবেন।

৪/ Memo key এর কাজ কি ?
উত্তর⇨কোন ব্যাক্তিকে গোপনীয় কিছু মেসেজ পাঠাতে, কিংবা কোন গোপনীয় মেসেজ দেখতে এবং কোন সংকেত পরিবর্তন করে কাউকে পাঠাতে মেমো কি ব্যবহার হয়ে থাকে। কিছু উদাহরণ:
°এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে,
°কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখতে।

৫/ Master password এর কাজ কি ?
উত্তর⇨Master Password হলো সকল Key এর মাথা অর্থাৎ প্রধান।‌ প্রতিটি কি কোন না কোন নির্দিষ্ট কাজের জন্য ঘিরে থাকে। যেমন:- একটিভ কি আর্থীক লেনদেনের জন্য, ওনার কি মালিকানাধীন বা আইডি রিকভার করার জন্য। কিন্তু Master Password দিয়ে আপনি এগুলোর সবকিছুই করতে পারবেন। যেহেতু সবগুলো কাজের জন্য নির্দিষ্ট কি দেওয়া আছে তাই আমরা এই Master Password টি ব্যবহার করবো না। কারণ প্রথমেই বলেছি সকল কি এর মাথা হলো Master Password তাই এটার গুরুত্ব কতখানি তা নিশ্চয়ই বুঝতে পারছেন।

৬/ Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি ?
উত্তর⇨ Master Password নিরাপদে সংরক্ষণ করার জন্য আমি প্রথমেই password টি কোন ডাইরিতে বা এমন কোন সুরক্ষিত জায়গায় লিখে রাখবো। এর পরে আমি আমার Google Drive এ 2 Step Verification অন করে PDF টি Google Drive এ সংরক্ষণ করা করবো।

৭/ পাওয়ার আপ কেন জরুরী ?
উত্তর⇨পাওয়ার আপ মানে নিজের ক্ষমতাকে বৃদ্ধি করা। পাওয়ার আপ করলে আপনার ক্ষমতা বৃদ্ধি পায়। পাওয়ার আপ করার আরেকটি উপকারীতা হচ্ছে যদি কখনো আপনার আইডি হ্যাক হয়ে যায় এবং তখন যদি আপনার আইডিতে অধিক পরিমাণে স্টিম থেকে থাকে তাহলে সেটা ওই হ্যাকার সাথে সাথে আপনার আইডি থেকে তুলে নিতে পারবে। কিন্তু যদি আপনার ওই স্টিমটি পাওয়ার আপ করা থাকে তাহলে সেক্ষেত্রে ওই পাওয়ার আপটি চুরি করতে হলে প্রথমে তাকে পাওয়ার ডাউন করতে হবে। এর এটি করতে গেলে তাকে ২৮ দিন সময় দিতে হবে আর এটার ফলে আপনি আপনার একাউন্টটির পাসওয়ার্ড রিকভার করার সময় পেয়ে যাবেন। এবার অ্যাকাউন্টের রিকভার হয়ে গেলে আপনি আপনার স্কিনগুলো আবার ফেরত পেয়ে যাবেন। তাই পাওয়ার আপ করা অত্যন্ত জরুরি। এবং এটা ছাড়াও আপনি পাওয়ার অফ করার ফলে আপনি যদি কাউকে কোন আপডেট দেন সে ক্ষেত্রে আপনি সেখান থেকে কিছুটা রিওয়ার্ড পেতে পারেন। আবার নিজের কোন প্রিয়জনকে ও আপনি আপ ভোট দিয়ে সহযোগিতা করতে পারেন। সেজন্যই পাওয়ার অফ করা খুবই গুরুত্বপূর্ণ।

৮/ পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন ?
উত্তর⇨প্রথমে নিজের প্রোফাইলে ঢুকতে হবে এরপর ডান পাশে ওয়ালেট নামের একটি অপশন পাবেন সেখানে ক্লিক করবেন। এবার আপনার সামনের নতুন একটি পেজ খুলে যাবে, এবার ওয়ালেটের ডান পাশের উপরের দিকে লগইন অপশন পাবেন সেখানে আপনি আপনার অ্যাক্টিভ কি দিয়ে লগইন করে নিবেন। লগইন সম্পন্ন হলেই আপনি প্রথমেই আপনার ওয়ালেটে কত স্টিম আছে সেটা দেখতে পাবেন। এবার পাওয়ার আপ করতে আপনাকে Steem উপর ক্লিক করলে আপনার সামনে আরো ৫টি অপশন দেখতে পাবেন। আপনি ৩নং অপশনটিতে পাওয়ার আপ লেখা দেখতে পাবেন। এবার পাওয়ার আপে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে। এইখানে আপনি দুইটি ঘর দেখতে পাবেন একটিতে আপনার স্টিমেট ইউজার নাম দেওয়া থাকবে এবং নিচের খালি ঘরটিতে আপনি আপনার ইচ্ছেমতো কতটুকু স্টিম পাওয়া রাগ করতে চান সেটি দিবেন। এবার আপনি ওকেতে ক্লিক করলে আপনার পাওয়ার অফ প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে।

৯/ সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?
উত্তর⇨সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার ৩ দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।

১০/ মেমো ফিল্ড এর কাজ কি ?
উত্তর⇨কোন এনক্রিপ্ট করা মেসেজ শিখতে, কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখতে ও কোন সংকেত পরিবর্তন করতে আমরা যেই স্থানে প্রবেশ করি সেই জাইগাটিকেই মেমো ফিল্ড বলে।

১১/ ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে ?
উত্তর⇨ডেলিগেশন ক্যানসেল করার ৫ দিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে।

১২/ ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে ?
উত্তর⇨ধরুন আমি @Heroism কে ২০০ এস.পি ডেলিগেশন করেছি। কিছুদিন পর যদি আরো ১০০ এস.পি ডেলিগেশন করতে চাই সেক্ষেত্রে আপনাকে অ্যামাউন্ট এর জায়গায় ২০০ লেখা আছে ওই ২০০ লেখাটাকে কেটে মুছে ফেলে ওইখানে ৩০০ লিখে কনফার্ম করলে ডেলিগেশন সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে ওইখানে ৩০০ এস.পি লিখতে হবে।


আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি মন্তব্য করে জানাবেন।

☘️আমার পরিচয়☘️


আমি মোঃ মশিউর রহমান স্টিমেট আইডির নাম @moshiur69। বাংলাদেশের মেহেরপুর জেলার গাংনী থানার প্রকৃতির রূপে সাজানো জুগীরগোফা গ্রামে আমার বসবাস। নতুন নতুন কিছু শিখতে জানতে অনেক ভালো লাগে। নিজের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে লিখতে ভালোবাসি। প্রকৃতিকে খুব ভালোবাসি তাই সময় পেলে নতুন কিছু জানা ও উপভোগ করার জন্য ভ্রমণ করি এবং ছবি আঁকি।

লাজুক খ্যাঁক" (Shy Fox)-এর জন্য ১০% বরাদ্দ।
এবিবি স্কুলের (abb-school) জন্য ৫% বরাদ্দ।

সবাই শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকলকে।

✳️✴️🔰♻️✴️✳️


20230710_115932.png


[আল্লাহ হাফেজ]

Sort:  
 last year 

ভাই দেখে বোঝা যাচ্ছে আপনি আমার বাংলা ব্লগের এবিপি স্কুলের একজন নিয়মিত ছাত্র। আপনি এবিবি স্কুলের নিয়মকানুন মেনে সামনের দিকে অগ্রসর হতে থাকুন।আপনার জন্য শুভকামনা রইল। এবং নিয়মিত আমাদের সাথে আমার বাংলা ব্লগে কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 66599.39
ETH 3336.69
USDT 1.00
SBD 2.70