ইউনিক ফাইটিং স্কিল-এর ফটোগ্রাফি 📸🔭|| ১৭/০৭/২০২৩.

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুগণ,👋

✳️আসসালামুয়ালাইকুম /আদাব,✴️


সকলে কেমন আছেন, আশা করি সকলে সুস্থ ও স্বাভাবিক ভাবেই জীবন-যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি @moshiur69 আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কিছু ফাইটিং স্কিল-এর ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি। আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে।

[তো চলুন শুরু করা যাক আজকের পোস্টটি]

[ফাইটিং স্কিল-এর ফটোগ্রাফি 📸🔭]


IMG20230715180743.jpg

*আজকে আমি @moshiur69 আপনাদের মাঝে ইউনিক কিছু ফাইটিং স্কিল-এর ফটোগ্রাফি উপস্থাপন করেছি। ছবিগুলো মূলত গতকাল বিকেলে আমাদের গ্রামের স্কুলের ছাদ থেকে সংগ্রহ করা হয়েছে। আমাদের স্কুলটি ৪তলা বিশিষ্ট স্কুল, ছবিগুলো ৪তলা স্কুলের উপর থেকে মেন ছাদ থেকে সংগ্রহ করা হয়েছে। ছবিগুলো তুলতে আমি আমার ফোনটি দেয়ালের একপাশে সুন্দর করে এটাস্ট করি, এরপর ক্যামেরা টিতে ১০সেকেন্ডের টাইমার সিলেক্ট করে ছবি তোলা শুরু করি। ছবিগুলো তোলার জন্য ক্যামেরার সামনে আমরা দুইজন সুন্দরভাবে এক একটি স্টেপ ভেবে ক্যামেরার সামনে উপস্থাপন করি। ছবিটিতে আমার সামনে জিনাকে দেখতে পাচ্ছেন তিনিও আমাদের এই এস্টিমেট প্লাটফর্মে কাজ করেন, এবং আমার বাংলা ব্লগে আমরা একসাথে ক্লাস করছি তিনি হলেন @biplob89. ছবিগুলো সংগ্রহ করতে আমরা কয়েকটি মুভির স্টেপ ফলো করেছি। আপনারা সকলেই দেখে থাকেন প্রতিটি মুভির ক্ষেত্রেই এমন অনেক দৃশ্য বা স্টেপ আপনারা দেখতে পেয়ে থাকেন আমরাও সেখান থেকেই কিছু স্টেপ ফলো করে ছবিগুলো সংগ্রহ করি। আশা করছি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে।*

IMG20230715181143.jpg

IMG20230715180729.jpg

IMG20230715181129.jpg

IMG20230715180715.jpg

IMG20230715180701.jpg

IMG20230715180758.jpg

IMG20230715181048.jpg

IMG20230715180631.jpg

IMG20230715180527.jpg

IMG20230715180454.jpg

ছবিগুলো মূলত আমার মোবাইল ফোন থেকে সংগ্রহ করা হয়েছে। নিচে আমার মোবাইল সম্পর্কে কিছু তথ্য দেওয়া হল:-

মোবাইল সম্পর্কিত কিছু তথ্য:-
মোবাইল ফোন নাম:- Realme C25s
মোবাইল ফোন মডেল:- RMX3195
মোবাইল ফোন ক্যামেরা:- Font-8MP
মোবাইল ফোন ক্যামেরা:- Rear-48MP+2MP+2MP

*আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি মন্তব্য করে জানাবেন।*

☘️আমার পরিচয়☘️


IMG_20220710_124316.jpg

আমি মোঃ মশিউর রহমান স্টিমেট আইডির নাম @moshiur69। বাংলাদেশের মেহেরপুর জেলার গাংনী থানার প্রকৃতির রূপে সাজানো জুগীরগোফা গ্রামে আমার বসবাস। নতুন নতুন কিছু শিখতে জানতে অনেক ভালো লাগে। নিজের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে লিখতে ভালোবাসি। প্রকৃতিকে খুব ভালোবাসি তাই সময় পেলে নতুন কিছু জানা ও উপভোগ করার জন্য ভ্রমণ করি এবং ছবি আঁকি।

লাজুক খ্যাঁক" (Shy Fox)-এর জন্য ১০% বরাদ্দ।
এবিবি স্কুলের (abb-school) জন্য ৫% বরাদ্দ।


সবাই শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

♨️ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকলকে।♨️

✳️✴️🔰♻️✴️✳️


20230710_115932.png


[আল্লাহ হাফেজ]

Sort:  
 last year 

Tweet link:-Source

 last year 

অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। দেখে খুবি ভালো লেগেছে আমার।

 last year 

ধন্যবাদ ভাইয়া,

 last year 

ইউনিক ফাইটিং স্কিল-এর ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভিন্ন রকম একটি পোস্ট উপহার দিয়েছেন। ইউনিক ফাইটিং এর দৃশ্য গুলো অনেক সুন্দর করে ক্যামেরা বন্দি করেছেন। ভালো লাগলো ভাইয়া। এধরনের পোস্ট আরো আশাকরি দেখতে পারবো ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি অবশ্যই এধরনের পোস্ট আরো শেয়ার করার চেষ্টা করবো।

 last year 

জুগীরগোফার মানুষ তোমরা। আশা করি এমন ইউনিট ইউনিক জিনিস খুব সহজেই তুলে ধরতে পারবে সকলের সামনে। আইডিয়াটা বেশি দারুন ছিল। পোস্ট দেখতে বেশ ভালো লাগলো আমার।

 last year 

জী অবশ্যই, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58097.21
ETH 2581.79
USDT 1.00
SBD 2.41