বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি 🥀🌹📸🔭 প্রতিযোগিতা-৪০|| আমার বাংলা ব্লগ কমিউনিটি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুগণ,👋

✳️আসসালামুয়ালাইকুম /আদাব,✴️


সকলে কেমন আছেন, আশা করি সকলে সুস্থ ও স্বাভাবিক ভাবেই জীবন-যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আজকে আমি @moshiur69 আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি প্রতিযোগিতা-৪০ শেয়ার করতে চলেছি। আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে।

[তো চলুন শুরু করা যাক আজকের পোস্টটি]

[বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি প্রতিযোগিতা-৪০🥀🌹📸🔭]


GridArt_20230722_223855694~2.jpg


শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল Admin ও Moderator-গণকে, আমাদের মাঝে এতো সুন্দর একটি বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি প্রতিযোগিতা-৪০ এর আয়োজন করার জন্য। আমি @moshiur69 আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত। আজকের এই প্রতিযোগিতাটির মাধ্যমে আমি আমার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এই প্রতিযোগিতাটির মাধ্যমে আপনারা আমাদের গ্রামের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, আমাদের গ্রামের সবকিছু এই পোস্টটির মধ্যে তুলে ধরার চেষ্টা করবো। আশা করছি আমার পোস্টটি আপনাদের প্রতিযোগিতাটির জন্য গ্রহণযোগ্য হবে।

আমাদের দেশ বাংলাদেশ, আমরা সকলেই জানি বাংলাদেশ ছয় ঋতুর দেশ- গ্রীষ্ম,বর্ষা,শরৎ, হেমন্ত,শীত, বসন্ত এই ছয়টি ঋতু নিয়ে আমাদের বাংলাদেশ। প্রতি দুই মাস পরপর ঋতু পরিবর্তন হয়ে থাকে। প্রতিটি ঋতুর রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য। এগুলো আমরা সকলেই জানি, কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন মাসে কোন ঋতু আসে। কোন মাসে কোন ঋতু আসে সেটি ছকের মাধ্যমে নিচে দেখানো হলো:-

ঋতুর নামইংরেজি মাসের নামবাংলা মাসের নাম
গ্রীষ্মমধ্য এপ্রিল - মধ্য জুনবৈশাখ, জৈষ্ঠ্য
বর্ষামধ্য জুন - মধ্য আগস্টআষাঢ়, শ্রাবণ
শরৎমধ্য আগস্ট - মধ্য অক্টোবরভাদ্র, আশ্বিন
হেমন্তমধ্য অক্টোবর - মধ্য ডিসেম্বরকার্তিক, অগ্রহায়ণ
শীতমধ্য ডিসেম্বর - মধ্য ফেব্রুয়ারিপৌষ, মাঘ
বসন্তমধ্য ফেব্রুয়ারি - মধ্য এপ্রিলফাল্গুন, চৈত্র

এখন হচ্ছে বর্ষাকাল প্রতিবছর এই সময়ে আমাদের গ্রাম সহ আশেপাশের সকল গ্রামের নদ-নদী, খাল-বিলে, পুকুর-ঘাট বৃষ্টির ফলে ডুবে যায়, কিন্তু এবছর ততোটা বৃষ্টি না হওয়ায় খাল-বিল ভরাট হয় নাই। যেহেতু বর্ষাকাল চলছে এবং আপনারা বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি প্রতিযোগিতাটি আয়োজন করেছেন সেহেতু আমাদের বর্ষাকালীন পোস্ট করার কথা ছিল। কিন্তু প্রথমত এই বৃষ্টির মধ্যে যদি ঘর থেকে বের হয়ে ছবি উঠাতে যায় তাহলে বৃষ্টির কারণে আমার ফোনটি আর ফোন থাকবে না, এবং দ্বিতীয়ত প্রতিযোগিতাটি যদি আরো কয়েকটি দিন আগে দেওয়া হতো তাহলে হয়তো কিছু ছবি সংগ্রহ করতে সক্ষম হতাম, কিন্তু আজ কয়েকদিন ধরে আমাদের গ্রামের এইদিকে এখন আর বৃষ্টি হচ্ছে না শুধু মেঘ ☁️ হয়ে কয়েক ফোঁটা বৃষ্টি হয়ে বন্ধ হয়ে যাচ্ছে এতে মাটিও ভিজছে না। যার কারণে আমরা বর্ষাকালীন বৃষ্টির ছবি সংগ্রহ করতে সক্ষম হয় নাই। তাই যতোটুকু সম্ভব ততটুকু আপনাদের মাঝে উপস্থাপন করলাম।


IMG20230721182956.jpg

IMG20230721182932.jpg

IMG20230721181146.jpg

IMG20230721185813.jpg


আপনারা উপরে যে চারটি ছবি দেখতে পাচ্ছেন এই ছবিগুলো আমাদের গ্রামের রাস্তা থেকে মাঠের দৃশ্য তোলা হয়েছে। এই চারটি ছবির মধ্যে সবথেকে উপরের প্রথম ছবিটি দেখতে অনেক বেশি আকর্ষণীয়। প্রথম ছবিটিতে আপনারা একটি মরে যাওয়া গাছের দুইটি ডালের মধ্য সূর্যকে সুন্দরভাবে উঁকি মারতে দেখতে পাবেন। এই ছবিটি আমার কাছে সব থেকে বেশি আকর্ষণীয় লাগাই ছবিটি আমি সবার প্রথমে দেই। এছাড়াও নিচের তিনটি ছবি দেখতেও অনেক বেশি সুন্দর এবং প্রতিটি ছবি অনেক যত্ন সহকারে আমি আমার মোবাইল বন্দি করা।
লোকেশন


IMG20230721172836~2.jpg

IMG20230721172823~2.jpg

IMG20230721172723.jpg


এখানে আপনারা তিনটি ছবি দেখতে পাচ্ছেন এই তিনটি ছবির মধ্যে প্রথম ছবিটা হল আমাদের গ্রামের মেঠো পথের ছবি। এই পথটি আমাদের গ্রামের মসজিদের দিকে যায়। এই ছবিটি আমি নামাজ পড়ে বের হওয়ার সময় সংগ্রহ করি। দ্বিতীয় ছবিটিতে আপনারা আমাদের মসজিদটিকে দেখতে পাচ্ছেন, এই ছবিটি মসজিদের পেছন থেকে তোলা হয়েছে। তৃতীয় ছবিটিতে আপনারা আমাদের মসজিদের ভেতরের আঙ্গিনা দেখতে পাবেন। এখানে আমরা নামাজ পড়ার কিছুক্ষণ পর যখন বের হয়ে যাব তখন ছবিটি তোলা হয়। আমাদের মসজিদটি বাইরে থেকে দেখতে যতটা সুন্দর ভেতর থেকে দেখতে তার থেকে আরো অনেক বেশি সুন্দর। আমাদের গ্রামে এরকম বড় মসজিদ তিনটা এবং ছোট মসজিদ তিনটা যেটাকে আমরা মকতব বলে থাকি।
লোকেশন


IMG20230721184506~2.jpg

IMG20230721184522~2.jpg

IMG20230721185026~2.jpg

IMG20230721184356.jpg


আপনারা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রথম ছবিটি হচ্ছে আমাদের গ্রামের ইস্কুলের মসজিদের ছবি। যখন আমরা আমাদের স্কুল পড়তাম তখন এই মসজিদটি নির্মাণ করা হয়। দ্বিতীয় ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ইস্কুলের গেটের ছবি এখানে আমাদের গ্রামের নাম এবং স্কুল কত সালে নির্মিত হয় সব কিছু এখানে লেখা আছে। তৃতীয় ছবিটিতে আপনারা আমাদের স্কুলের সামনে থেকে তোলা ছবিটি দেখতে পাচ্ছেন। চতুর্থ ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছি না রাস্তার উপর থেকে আমাদের স্কুলের পিছনের সাইডটি। আমাদের এই স্কুলটি নির্মিত হয় ১৯৭৩ সালে।
লোকেশন


IMG20230722175228~2.jpg

IMG20230722174702~2.jpg

IMG20230722174846~2.jpg


এখানে আপনারা তিনটি ছবি দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রথম ছবিটি আমাদের গ্রামের মাদ্রাসার ছবি এটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এটি দোতলা বিশিষ্ট একটি মাদ্রাসা। দ্বিতীয় এবং তৃতীয় ছবিটি মাদ্রাসার ছাদ থেকে গ্রামীন পরিবেশের চাষের জমি দেখতে পাচ্ছেন।
লোকেশন


IMG20230721183845~2.jpg

এই ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের মুন্দাইল খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির একটি আলোচনা সভার ঘর। এখানে আমাদের গ্রামের খাল-বিল সম্পৃক্ত সকল ধরনের তথ্য নিয়ে আলাপ আলোচনা করা হয়।
লোকেশন

IMG20230721182838.jpg

এই ছবিটিতে আপনারা আমাদের গ্রামের সুন্দর একটি রাস্তার ছবি দেখতে পাচ্ছেন। এই জায়গাটি আমাদের গ্রাম এবং আমাদের পার্শ্ববর্তী গ্রামের মাঝখানে অবস্থিত। এই জায়গাটি অনেক সুন্দর এখানে প্রায়ই সময় বিকেলের টাইমে আমরা সময় পার করতে বেড়াতে যায়।
লোকেশন

IMG20230721182618.jpg

এই ছবিটিতে আপনারা একটি ধান ক্ষেতের ছবি দেখতে পাচ্ছেন। আমাদের গ্রামের অনেকটা জায়গায় এখন প্রায় ধান লাগানো সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু অনেক অনেক জায়গায় এখন চারা দেয়া হয়েছে যেগুলো আর কিছুদিন পর থেকে ধান লাগানো শুরু করে দেয়া হবে।
লোকেশন

IMG20230721184308~2.jpg

এই ছবিটিতে আপনারা দেখতে পারছেন আমাদের গ্রামের ইউনিয়ন পরিষদ। এটি আমাদের ষোলটাকা ইউনিয়ন পরিষদ কিন্তু এটি ষোলটাকাতে না হয়ে আমাদের গ্রামে নির্মাণ করা হয়। এখানে আমরা আমাদের যাবতীয় সকল ধরনের অনলাইনের কাগজ পাতির কাজ করে থাকি এবং আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ এখানে করা হয়ে থাকে।
লোকেশন


IMG20230722184527~2.jpg

IMG20230722184739~2.jpg

IMG20230722184750.jpg


আপনারা যে তিনটি ছবি দেখতে পাচ্ছেন এই ছবিগুলো আমাদের গ্রামের পিকনিক স্পট র্পাকের ছবি। এই র্পাকটি বঙ্গ এগ্রো কমপ্লেক্স নামে পরিচিত। এই জায়গাটি প্রথমে মৎস্য চাষের জন্য করা হয়েছিল বিগত কয়েক শত বছর ধরে এখানে মৎস্য চাষ করা হয়। কিন্তু এখন কয়েক বছর ধরে এখানে কয়েক ধরনের ফুলের উৎপাদন করা হয়। এখানে প্রায় প্রতিবছর অনেক লোকের আগমন ঘটে।
লোকেশন


IMG20230722184957.jpg


হিংস্রতা বর্জন করুন
ভদ্রতা বজায় রাখুন
পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সহায়তা করুন


ছবিগুলো মূলত আমার মোবাইল ফোন থেকে সংগ্রহ করা হয়েছে। নিচে আমার মোবাইল ফোন সম্পর্কে কিছু তথ্য দেওয়া হলো:-

মোবাইল ফোন সম্পর্কে কিছু তথ্য:-

শ্রেণীফটোগ্রাফি
মোবাইল ফোন নামRealme C25s
মোবাইল ফোন মডেলRMX3195
মোবাইল ফোন ক্যামেরা 📷Font-8MP
মোবাইল ফোন ক্যামেরা 📷Rear-48MP+2MP+2MP
বিষয়বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি প্রতিযোগিতা-৪০
ফটোগ্রাফার@moshiur69
ইডিটেডLightroom
লোকেশনজুগীরগোফা

আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি মন্তব্য করে জানাবেন।

☘️আমার পরিচয়☘️


আমি মোঃ মশিউর রহমান স্টিমেট আইডির নাম @moshiur69। বাংলাদেশের মেহেরপুর জেলার গাংনী থানার প্রকৃতির রূপে সাজানো জুগীরগোফা গ্রামে আমার বসবাস। নতুন নতুন কিছু শিখতে জানতে অনেক ভালো লাগে। নিজের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে লিখতে ভালোবাসি। প্রকৃতিকে খুব ভালোবাসি তাই সময় পেলে নতুন কিছু জানা ও উপভোগ করার জন্য ভ্রমণ করি এবং আমি ছবি আঁকতেও অনেক ভালোবাসি।

লাজুক খ্যাঁক" (Shy Fox)-এর জন্য ১০% বরাদ্দ।
এবিবি স্কুলের (abb-school) জন্য ৫% বরাদ্দ।


সবাই শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

♨️ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকলকে।♨️

✳️✴️🔰♻️✴️✳️


20230710_115932.png


[আল্লাহ হাফেজ]

Sort:  
 last year 

Tweet link:-Source

 last year 

খুবি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি দেখে বর্ষার দিন গুলো কথা খুবি মনে পরে গেলো।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

বর্ষাকালীন মুহূর্তগুলো কি দারুন আকাশের সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য সবমিলিয়ে নতুন একটা পরিবেশের সৃষ্টি। নদীতে পানি থই থই করে সেই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে খুবই ভালো লাগে। এবারের বর্ষাকালীন সময়ের ফটোগ্রাফি প্রতিযোগিতা টি দারুন ছিল। আপনার খারাপ ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে।

 last year 

ভাইয়া আপনার করা মন্তব্যের শেষের লাইনটি কি লিখছেন একটু দেখবেন প্লিজ।

 last year 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ফটোগ্রাফি দেখতে এবং করতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে তো মুগ্ধ হয়ে গেলাম ভাই। গ্রামীণ পরিবেশের ফটোগ্রাফি গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আকাশের সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। প্রাকৃতিক দৃশ্যের ফটোগুলো আমার কাছে এমনিতে খুবই ভালো লাগে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্যে ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্য আসলে অন্যরকম। যদিও এখন বর্ষাকাল কিন্তু বৃষ্টির ছিটে ফোঁটা ও নেই। আপনি খুব সুন্দর ভাবে প্রাকৃতিক সৌন্দর্যের ছবি তুলেছেন ।দেখেই বুঝা যাচ্ছে বৃষ্টি হওয়ার কারণে গাছপালা সবুজ হয়ে আছে। তবে বৃষ্টির দু একটা ছবি থাকলে আরো ভালো লাগতো।

 last year 

ধন্যবাদ আপু,

 last year 

ওয়াও দেখে তো মুগ্ধ হয়ে গেছি ভাইয়া আপনি চমৎকারভাবে বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করলেন। এবং সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন প্রতিটি ফটোগ্রাফি দেখেছি অনেক ভালো লেগেছে। অসাধারণ ফটোগ্রাফির মাধ্যমে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মন্তব্যটি করার জন্য।

 last year 

নতুন হিসাবে দারুন ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আর এক সাথে আপনাদের গ্রামের অনেক গুলো ফটোগ্রাফি শেয়ার করেছন। এক পোষ্টের মাধ্যমে আপনার গ্রামে চিত্র ফুটে উঠেছে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

ধন্যবাদ ভাইয়া,

 last year 

অসাধারন লাগতেছে ফটোগ্রাফি গুলো। আর ফটোগ্রাফি বর্ননা চমৎকার ভাবে তুলে ধরেছেন। নীল আকাশের ফটোগ্রাফি আমি ভীষণ পছন্দ করি। ফটোগ্রাফি দেখতে ও ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসি। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ ভাইয়া,

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56769.47
ETH 2402.64
USDT 1.00
SBD 2.30