পরিশ্রমের কারনে মানুষ কখনো ক্লান্ত হয়না, ক্লান্ত হয় Negative চিন্তাভাবনার কারণে

in আমার বাংলা ব্লগ2 years ago
কঠোর পরিশ্রমে মানুষ কখনো ক্লান্ত হয় না, মানুষের নেগেটিভ চিন্তাভাবনাই মানুষকে ক্লান্ত করে , শরীরের মধ্যে অবসাদ আনে। ফলে মানুষ কাজ করার আগ্রহ হারিয়ে ফেলে। বিষয়টি বৈজ্ঞিানিক গবেষণায় প্রমানিত। মাত্র ৫ মিনিট সময় নিয়ে লেখাটি পড়ুন। হয়তো আপনার জীবনকে তা বদলে দেবে। হয়তো আপনার জীবনে গতি সঞ্চার করবে। চরম হতাশা থাকলেও সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। এই কথাগুলো আপনি আগে শুনেছেন। তাই পুনরায় পড়ে নিজেকে একটু ঝালিয়ে নিন। দা যেমন ধার দিলে আরো ধারালো হয়। তাই লেখাগুলো পড়ে পুনরায় নিজেকে চাঙ্গা করে নিন।

উপদেশ-০১.PNG

১. জীবনে কখনো রাগান্বিত হবেন না, আপনি ঠিক শুনছেন, হ্যা কোনক্রমেই উত্তেজিত হবেন না , সর্বদা চুপ থাকুন। উত্তেজিত অবস্থায় কোন কথাই বলবেন না। রাগান্বিত অবস্থার একটি আত্মঘাতী কাজ আপনার সারা জীবনের কান্না।

২. রাগান্তিত অবস্থায় আপনার প্রতিটি কাজ, প্রতিটি শব্দের উচ্চারণ, আপনার জন্য ক্ষতি ব্যতীত তো কিছুই বয়ে আনবে না। ঘুর্নিঝড় যেমন সবকিছু তছনছ করে দেয়, তেমনি রাগান্বিত অবস্থার প্রতিটা কাজ হয় খুবই সাংঘাতিক যা রাগ কমলে বুঝা যায়।

৩. মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালামের বাণী আমরা সবাই জানি, তা হলো- “ একবার একটি লোক উনার নিকট আসলো এবং বললো নবীজী আমায় উপদেশ দিন, প্রতিউত্তরে নবীজী তাকে বললেন তুমি রাগ করোনা, লোকটি বারবরা নবীর নিকট উপদেশ চাইলেন, নবীজী তাকে বারবার বললেন তুমি রাগ করোনা, তুমি রাগ করোনা।

০৪. কোন একটি কাজ হতে হবে, কিন্তু অলসতার কারণে তা করতে পারছেন না; যেমন ঘুম থেকে ওঠা, নামাজ পড়া, পড়া শুরু করা ইত্যাদি। তা এখনি ‍শুরু করে ফেলুন, নিজের মধ্যে অলসতা ধরে রাখবেননা। সিদ্ধান্ত নিন আপনি ৩-সেকেন্ডে তা শুরু করবেন। Count-dowwn শুরু করে দিন ১— ,২—- ৩ বলার সাথে সাথে যে অবস্থায় আছেন, সে অবস্থান ত্যাগ করে যে কাজটি করতে চাই সে কাজটি শুরু করে দিন। মনের মধ্যে কঠিনভাবে বিশ্বাস কররন। দেখবেন আপনার অলসতা চলে যাবে। বিশ্বাস না হয় আপনি নিজেই পরীক্ষা করে দেখুন। মানুষ এমন এক আজব প্রাণী যা সে কঠিন ভাবে বিশ্বাস করে তাই সে করতে পারে। মানুষ তার বিশ্বাসের চেয়েও বড় কিছু।

[Source](https://pixabay.com/illustrations/fantasy-moon-girl-night-riverbank-5316369/)

fantasy-5316369_960_720 (1).jpg

০৫. স্বপ্ন দেখুন। স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কঠিন ভাবে লেগে পড়ুন। মরণ কামড় দিন।মাটিকামড়িয়ে পড়ার টেবিলে পড়ে থাকুন। নিজেকে সূর্যের মতো পোড়ান এবং তারপর পরিবারকে আলোকিত করুন। মনে রাখবেন কয়লার খনিতেই সোনা পাওয়া যায়। বিশ্বাস করুন আপনি পারবেন। নিজেকে পুড়িয়ে কয়লা বানান। পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাক। আপনার স্বপ্ন বাস্তবায়ন এর পথ হতে আমি বিন্দুমাত্র পিছপা হবেন না। ক্ষণিকের জন্য পৃথিবীর সব কিছু ভুলে যান, হ্য ঠিক শুনেছেনর সবকিছু ভুলে যান। এখন শুধু একটি কাজ নিজের স্বপ্ন বাস্তবায়ন। অন্যরা যেট পারছে, আপনি নিজে কেন তা পারবেননা। নিজেকে প্রশ্ন করুন? কোথায় আপনার দুর্বলতা,? সে কি করছে? আর আপনি কি করছেন না। নিজের মতো করে পরিকল্পনা করুন। পরিকল্পনা মাফিক কাজ করতে গিয়ে বিন্দুমাত্র ছাড় দিবেন না। নিজের উপর স্টীম রোলার চালু করুন। মনে রাখবেন রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। যদি তা করতে পারেন তবে আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে হবে হবে। না স্বপ্নটা কি আপনি জানেন আর দেরি নয়। কঠোর পরিশ্রম করে কেউ বিফল হয়েছে এ কথা শুনেনি কখনো। নেমে পড়ুন স্বপ্ন বাস্তবায়নের কাজে।

আজকে এতোটুকুই।
Sort:  

একদম সঠিক বলেছেন ভাই। সাফল্যের আশায় পরিশ্রম করলে মানুষ কখনো ক্লান্ত হয় না। ক্লান্ত হওয়ার আগেই আবার নিজেকে জাগিয়ে তোলে কাঙ্ক্ষিত সেই সুখ বা সাফল্য পাওয়ার লক্ষ্যে । কিন্তু নীতিবাচক কথা মানুষের মানসিকতাকে দুর্বল করে তোলে কাজের প্রতি অহীনা তৈরি করে। ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সাথে আমি একমত মানুষ আসলে পরিশ্রমে কখনোই ক্লান্ত হয় না যদি সে মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকে। যদি মানুষের নেগেটিভ কোন চিন্তা না থাকে তাহলে অবশ্যই মানুষ পরিশ্রম করলে আরো শান্তি পায়। আপনার লেখাটা খুবই ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল।

 2 years ago 

নেতিবাচক চিন্তা মানসিক অস্থিরতা তৈরি করে ফলে ঘুমে ব্যাঘাত সৃস্টি হয়।

 2 years ago 

আপনার এই কথা টি আমার খুবই ভালো লেগেছে।পরীশ্রমের জন্য মানুষ ক্লান্ত হয় না খারাপ চিন্তা দ্বারা হয়।এটী সত্যি।আমি একমত। আপনার এই উপদেশ মূলক পোস্ট টি অসাধারন। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

নেতিবাচক চিন্তাই আমাদের মন-মেজাজের বিকৃতি ঘটায়।

 2 years ago 

বেশ ভালো লাগলো কথা গুলো।সত্যিই,অন্যরা পারলে আমরা কেনো পারবোনা।প্রতিটি কথাই সত্যি ছিলো,জীবনকে এভাবেই পরিচালিত করা উচিত।

 2 years ago 

হ্যা বোন, মানুষ তার কল্পনার চেয়েও বড় কিছু।

 2 years ago 

একদম অসাধারণ লিখছেন ভাই। পরিশ্রম মানুষকে খাঁটি সোনা হতে সাহায্য করে। কারণ মানুষ বলতেই বলে পরিশ্রম সৌভাগ্যের প্রসুতি। আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা ভাই।

 2 years ago 

হ্যা ভাই, পরিশ্রম সৈাভাগ্যের প্রসূতি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56542.34
ETH 2391.51
USDT 1.00
SBD 2.30