লেভেল ৩ হতে আমার অর্জন - By @mosaidur, ১০% বেনিফিশিয়ারী লাজুক শেয়ালকে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আপনারা সবাই কেমন আছেন, আশা করি মহান আল্লাহর অশেষ কৃপায় সবাই ভাল আছেন। আমিও বাবা-মার দোয়ায় এবং আল্লাহর বিশেষ রহমতে ভালো আছি।
আমার কাছে লেভেল ৩ যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারন একটি লেখাকে চমৎকারভাবে সাজানোর কি কি জানা প্রয়োজন তা এই ধাপে শিক্ষা দেওয়া হয়েছে পাশাপাশি অথর রিওয়ার্ড, কিউরেশন এবং অথর রিওয়ার্ড কিভাবে বন্টন হয় সংক্রান্ত মৌলিক বিষয়াবলী আলোচনা করা হয়েছে। এ কথা ঠিক বুঝতে পারছি লেভেল-৩ শুধু পাশ করলে হবে না এ বিষয়ে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে। ব্লগিং জগতে সফলতার সাথে টিকে থাকার জন্য মার্কডাউন সম্পর্কিত সম্যক ধারণা প্রয়োজন ।
বিষয়টি বিবেচনায় নিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটির মহিমান্বিত প্রতিষ্ঠাতা RME দাদা এই কমিটির সদস্যদের দক্ষ, সৃজনশীল ও যুগোপযোগী ব্লগার হিসেবে গড়ে তোলার জন্য ABB School প্রতিষ্ঠা করেছেন। তারই ফলশ্রুতিতেএই স্কুল মডারেটরগণ এবং বিভিন্ন পর্যায়ে নিয়োজিত জনশক্তি তাদের কর্ম প্রচেষ্টার মাধ্যমে কমিউনিটির নবাগত সদস্যদের নিরলসভাবে ক্রমাগত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন । তাই শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাচ্ছি ও স্মরণ করছি ABB School এর সাথে জড়িত সকল মোডারেটর ও শুভাকাঙ্ক্ষীগণকে।

ABB School এর ক্লাশ এবং প্রফেসর @hafizullah ভাইয়ের লেবেল- ৩ এর লেকচার শীট এবং বিভিন্ন পোস্ট অধ্যয়ন ও গবেষণা করে যা শিখেছি, বুঝেছি এবং হৃদয়াঙ্গম করেছি তা এই লেবেল- ৩ লিখিত পরীক্ষায় তুলে ধরার চেষ্টা করলাম । সবার প্রতি শুভ কামনা রহিল।

লেভেল -৩ ক্লাশে তিনটি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে।
০১. মার্কডাউন (Mark down)
০২. কনটেন্ট (Content)
০৩. কিউরেশন (Curation)

০১. মার্কডাউন (Mark down)

একটি লেখাকে পাঠকের নিকট সবচেয়ে পাঠযোগ্য, গ্রহণযোগ্য এবং গুরুত্ববহ , দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তোলার জন্য যেসকল পন্থা অবলম্বন কিংবা কোর্ডিং করে লেখা হয় তা মূলত Mark down এর মাধ্যমে করা হয়। লেখাকে Mark down করা হলে তা অন্য সাধারণ লেখার মধ্যে পার্থক্য তৈরী করে। কোন লেখা Mark down এর মাধ্যমে উপস্থাপন করা হলে তার প্রতি পাঠকের আলাদা নজর পড়ে। লেখাটি অনেক Eye catching হয়। ফলে পাঠক উক্ত লেখাটি পড়তে আগ্রহী হয়। এখানে লেখাকে প্রয়োজনে ছোট বড় কিংবা ইটালিক করা হয়। বিভিন্ন টেবিল প্রদান ও লিংক দিয়ে লেখাটি চমৎকারভাবে সাজানো হয়। এর সবগুলো মার্কআপ ল্যাংগুয়েজ এর অন্তর্ভুক্ত ।

০২. কনটেন্ট (Content)

কনটেন্ট (Content) এর শব্দগত অর্থ হল আধেয়। কোন কিছুর সারমর্ম বা মুলকথা। কনটেন্ট বিষয়টি মূলত এমন একটি বিষয় যা সহজ কথা যায়না বলা সহজে এটার মতো। যেকোনো কিছু লেখা মানে কনটেন্ট নয় । কনটেন্ট যেকোনো বিষয়ের উপর হতে পারে। একটি নির্দিষ্ট বিষয়ের উপর যখন পর্যাপ্ত জ্ঞান, অভিজ্ঞতা এবং গবেষণার আলোকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত নিয়ে লেখা হয় তখন এটিকে আমরা কনটেন্ট (Content) বলতে পারি। একটা হতে হবে সৃজনশীল, কপিরাইট মুক্ত এবং পাঠকের নিকট সুপাঠ্য।

কনটেন্ট (Content) বিভিন্ন ধরনের হতে পারে-

মোটাদাগে একে তিন ভাগে ভাগ করা যায়।
০১. অডিও কনটেন্ট
০২. ভিডিও কনটেন্ট
০৩. টেক্সট কনটেন্ট

এটা মূলত রচয়িতার উপর নির্ভর করে যে তিনি তার কনটেন্ট অডিও, ভিডিও না টেক্সট আকারে প্রকাশ করবেন। যেমন রেসিপি একটি সৃজনশীল শিল্প। আপনি অডিও ,ভিডিও , টেক্সট ফটোগ্রাফির আলোকে তা উপস্থাপন করতে পারেন।

০৩. কিউরেশন (Curation)

অথর কোন একটি লেখা পোস্ট করলে তা থেকে এবিবি স্কুল এবং অন্যান্য ব্লগারদের ভোটের মাধ্যমে রিওয়ার্ড পেতে শুরু করেন। লেখকদের লেখা পোস্ট করার মাধ্যমে লেখক যেমন রিওয়ার্ড পান তেমনি এই লেখায় ভোট দিয়ে ব্লগাররাও যে রিওয়ার্ড পান তা কিউরেশন নামে পরিচিত ।

প্রফেসর @rex-sumon ভাইয়ের লেভেল 'তিন' ফাইনাল পরীক্ষা এর প্রশ্নপত্রের আলোকে ক্লাশ লেকচার ও লেকচার শীট হতে উত্তর প্রদান করা হলো-

০১. প্রশ্নঃ মার্কডাউন (Mark down) কি?

উত্তরঃ মার্কডাউন (Mark down হল টেক্সট ফরম্যাটে কতগুলো নিয়ম-কানুন যার মাধ্যমে কোনো একটি লেখা কিংবা পোস্টকে গতানুগতিক ধারায় প্রকাশ না করে পাঠক, শ্রোতা এবং দর্শকের নিকট দৃষ্টিগ্রাহ্য, আকর্ষণীয় এবং পাঠোপযোগী, তথ্যবহুল করে উপস্থাপন করা হয়। এটা এক ধরনের মার্কআপ ল্যাংগুয়েজ । ব্লগিং-এ লেখাকে ব্যতিক্রমভাবে উপস্থাপনের জন্য এটা একটা টেক্সট ফরমেট যা চোখের আরাম দেয় এবং লেখাকে সুপাঠ্য করে। মার্কডাউন মূলত সাধারণ পাঠ্যকে HTML-এ রূপান্তর করতে ব্যবহৃত হয় নন-প্রোগ্রামিং ধরনের এবং প্রযুক্তিগত লেখকদের জন্য এইচটিএমএল টেক্সট এডিটরদের উপর নির্ভর না করেই পাঠ্য লেখার জন্য এটি একটি দুর্দান্ত টুলস।

০২. প্রশ্ন:- মার্কডাউন (Mark down) কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

উত্তর-মার্কডাউনে লেখা টেক্সট হল কোড বা টুলবার স্পর্শ না করেই সমৃদ্ধ ফরম্যাট নথি লেখার সবচেয়ে সহজ উপায়। মার্কডাউনে লেখা টেক্সট কোন একটি পোস্ট কে বৈচিত্র্যময় করে তোলে। গ্রামবাংলায় একটি কথা আছে দেখতে সুন্দর যারে খাইতে ভালো লাগে তারে । আমরা সবাই সুন্দরের পূজারী। যেহেতু মার্কডাউন (Mark down) কোডের ব্যবহার একটি পোস্টকে অন্য দশটি লেখার সাথে পার্থক্য গড়ে দেয়, দৃষ্টিনন্দনীয় ভাবে উপস্থাপন করে এবং অধিক সংখ্যক পাঠকের দৃষ্টিগোচর হয় তাই লেখায় মার্কডাউন (Mark down) ব্যবহার গুরত্বপূর্ণ । প্লাগারিজম হতে দায়মুক্ত থেকে কোন লেখা কিংবা উক্তিকে কোর্টের মাধ্যমে উপস্থাপনের জন্য মার্কডাউন (Mark down) জরুরী ।

কেন পোস্টে মার্কডাউন ব্যবহার গুরত্বপূর্ণ তা নিম্নে দেওয়া হলো

  • পাঠক-শ্রোতা মার্কডাউন (Mark down) সম্মৃদ্ধ লেখা পছন্দ করে।
  • লেখাকে চমৎকার ভাবে উপস্থাপনের জন্য।
  • দৃষ্টিনন্দনীয় উপস্থাপনের মাধ্যমে পাঠকের চোখেরআরাম দেয়।
  • লেখায় কোন বিষয়ের উপর আলাদাভাবে গুরুত্ব আরোপের জন্য।
  • লেখার সাইজ ছোট-বড় করার জন্য ।
  • ইটালিক করার জন্য ।
  • লেখাগুলো এলাইনমেন্ট করার জন্য।
  • লেখার মধ্যে কোন ইমেজ অ্যাড করতে চাইলে এবং ইমেজটি প্রয়োজনবোধে ডানে-বামে, মাঝখানে করার জন্য।
  • লেখাকে সেন্টার করতে
  • ২ টি প্যারাগ্রাফ এর মধ্যে ফাঁকা রাখার জন্য।
  • লেখার মধ্যে ইমেজ ইনসার্ট করার জন্য।।
  • লেখার সোর্স উল্লেখ করতে ।

৩.প্রশ্নঃ পোষ্টের মধ্যে মার্ক ডাউন কোডের প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায়?

উত্তরঃ পোষ্টের মধ্যে মার্ক ডাউন কোডের প্রতিফলন না ঘটিয়ে নিম্নোক্ত ০২ টি উপায়ে কোডগুলো দৃশ্যমান করে দেখানো যায়। যেমনঃ
১. লেখার শুরুতে চারটি স্পেস দিলে মার্কডাউন কোডের প্রতিফলন ঘটবে না।

<center> লেখাটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাদের ধন্যবাদ।</center>

২. লেখার শুরুতে ও লেখার শেষে অ্যাপস ট্রোপি (' ) ইনসার্ট করলে মার্কডাউন কোডের প্রতিফলন হবেনা।

<'center>এর ভিতরে লেখা থাকবে </center'>

৪.প্রশ্ন:- নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

২২২.jfif
সোর্স

মার্কডাউন কোডগুলো -
|User|Posts|Steem power|
| User | Posts | Steem Power|
| --- | --- | ---|
| User1 | 10 | 500|
| User2 | 20 | 9000|

প্রতিফলন

UserPostsSteem Power
User110500
User2209000

৫. প্রশ্ন- সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

উত্তর:- প্রথমে তৃতীয় বন্ধনীর মাধ্যমে যে বিষয়ের সোর্স হবে তার শিরোনাম উল্লেখ করবে এবং প্রথম বন্ধনীর ভিতরে লিংকটি কপি করি এখানে পেস্ট করতে হবে ।এখানে তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী মধ্যে কোনো ফাঁকা থাকবে না।
[সোর্স] (লিংক)
যেমন- সোর্স

৬.প্রশ্ন বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উত্তর-

#হেডার-১
##হেডার-২
###হেডার-৩
####হেডার-৪
#####হেডার-৫
######হেডার-৬

আউটপুট

হেডার-১

হেডার-২

হেডার-৩

হেডার-৪

হেডার-৫
হেডার-৬

৭. প্রশ্ন:- টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

উত্তরঃ

 <div class="text-justify"> 

লেখার শুরুতে এটি দিতে হবে এবং প্যারাগ্রাফ লেখার শেষে নিম্নোক্ত চিহ্নটি দিয়ে আটকে দিতে হবে ।

</div>

তাছাড়া একটি প্যারা হতে অন্য একটি প্যারা আলাদ করার জন্য

<br>

চিহ্ন ব্যবহার করতে হবে, নতুবা প্যারা দুটি একত্রিত হয়ে যাবে।

৮. প্রশ্নঃ কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

উত্তরঃ কনটেন্টের টপিকস নির্বাচনের জন্য আমি মনে করি একজন ব্লগার যে বিষয়টির উপর তার সবচেয়ে বেশি যথাযথ জ্ঞান , প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে সে বিষয়ের উপর তার টপিক নির্বাচন করা উচিত। কারণ কনটেন্ট রাইটিং একটি সৃজনশীল কাজ। তার জন্য যথেস্ট ধীশক্তির প্রয়োজন। কোন টপিকস এর উপর ভালো ধারণা না থাকলে সে বিষয়ের উপর লিখতে গেলে লেখার মান ভাল হবে না বলে তার পাঠকের নিকট গ্রাহ্য হবে না এতে হীতে বিপরীত হবে। ফলশ্রুতিতে লেখার প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হবে। তবে কোন বিষয়ে ভালো জ্ঞান না থাকলেও ওই বিষয়ের উপর পর্যাপ্ত পড়াশোনা করে রিসার্চ করে পর্যাপ্ত জ্ঞানার্জন সাপেক্ষে টপিক লেখার কাজে হাত দেওয়া উচিত।

৯. প্রশ্নঃকোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

উত্তরঃ কোন বিষয়ের উপর যথেষ্ট জ্ঞান না থাকলে ঐ বিষয়ের এর উপর ব্লগ লিখতে গেলে লেখার মান ভালো হবে না। ফলে তা পাঠকের নিকট গ্রহণযোগ্য হবে না । মার্কেটে তার কাটতি হবেনা। কারণ মনে যা আসলো তাই লিখে দিলেই হবে না। এ ধরনের লেখা পাঠক গিলবে না। বরং এটা ব্লগারের জন্য বুমেরাং হয়ে যাবে । ভালো লেখার জন্য জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা, সৃজনশীলতা, তীক্ষ্ণ মেধার সম্মিলন থাকা প্রয়োজন।

১০. প্রশ্নঃ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

উত্তরঃ
Capture.PNG

$3.5 কিউরেশন রিওয়ার্ড, অর্থাৎ $3.5 এসপি , আমি পুরোটাই এসপিতে পাব, লেখক হিসেবে আমি কোন লিকুইড ডলার পাবনা ।

১১. প্রশ্নঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তরঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশলগুলো নিম্নে দেওয়া হলো-

০১. পোস্ট করার প্রথম পাঁচ মিনিট পর ০৬ দিন ১২ঘন্টা পর্যন্ত ভোটদান , তবে শেষ ১২ঘন্টায় কোন ভোট দেয়া যাবেনা।
০২. ভাল ভাল পোষ্ট গুলোতে দ্রুত ভোট দেওয়া।
০৩. যে সকল পোস্টে বড় ভোট পড়ে সেসকল পোস্টে যত দ্রুত সম্ভব ভোট প্রদান।
০৪. সবচেয়ে ট্রেন্ডিং পোস্টগুলোতে ০৫ মিনিট আগে ভোট দিলেও সমস্যা নেই। যেমনঃ আরএমই দাদার পোস্ট। এ সকল পোস্টে ভোট দিলে যেটুকু রিওয়ার্ড হারায় তার চেয়ে বেশি রিওয়ার্ড পাওয়া যায়। এর জন্য Angagement বাড়াতে এবং ট্রেন্ডিং পোস্টগুলোর জন্য অপেক্ষা করতে হবে।

১২. প্রশ্নঃনিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?

উত্তরঃ

আমার মতে @Heroism -এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে। কারণ , হিরোইজম -এ ডেলিগেশন করলে এসবিডি'র পাশাপাশি এসপি পাওয়া যায়। নিজে কিউরেশন করলে কেবল এসপি পাওয়া যায় । তাই হিরোইজম কে ডেলিগেশন করার মাধ্যমে বেশি এসপি ও এসবিডি পাওয়া যায় এবং নিজের করা পোস্ট এর মান যদি ভাল হয়, তবে হিরোইজম আপভোট দিবে,ফলে এখান থেকেও এসবিডি এবং এসপি পাওয়া যায়। সর্বোপরি হিরোইজম -এ ডেলিগেশন করা থাকলে হিরোইজম থেকে সাপ্তাহিক যে রিওয়ার্ড পাওয়া যায় সেটাও আর্নিং হিসেবে গণ্য হবে। তাই সবদিক বিবেচনায় নিজে কিউরেশন করার চেয়ে হিরোইজম এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে।

Cc- সদয় অবগতির জন্য-
@alsarzilsiam
#abb-level03

আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। কলেজে অধ্যয়নকালে সমরেশ মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুনীল গঙ্গোপাধ্যায় এর সবগুলো উপন্যাস পড়া হয় । বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির অভ্যাস ছিল। আশাকরি লেগে থাকলে ভালো করতে পারব। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে । মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল পাওয়ার পয়েন্ট, ওয়েব ডেভলপমেন্ট বিষয়ে আমার স্বল্প ধারণা রয়েছে। আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । এটা আমার সারা জীবনের স্বপ্ন। আমার জন্য দোয়া করবেন। আমিও সকলের জন্য দোয়া করি। আসুন আমরা সবাই যেন পুরো বিশ্বটাকে একটা শান্তিময় স্বর্গে পরিণত করতে পারি।

লেখাটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাদের ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

প্রথমে যখন আমি এই পোস্টটি পড়ছিলাম সত্যি আমার কাছে অনেক ভালে লাগছিল। level-3 যতজন পোস্ট দিয়েছে তার মধ্যে যতগুলো ভালো পোস্ট হয়েছে তার মধ্যে আপনার পোস্টটি অন্যতম। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাই আমার পোস্টটি আপনি পড়েছেন। আসলে ভাইভার আগে আমি পোস্ট লিখেছি। এর পেছনে আমার শনিবার ছুটির সময় টা কাজ করতে হয়েছে। আমার মনে হয় এই ধাপে আমি অনেক কিছু নিজের ডেভলপমেন্ট করতে পেরেছি। আপনার প্রতি শুভকামনা রইল।

 2 years ago 

level3 থেকে মনে হচ্ছে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। আর আমাদের মাঝে খুবই সুন্দর করে শেয়ার করেছেন ভালো লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই আপনি পরবর্তী লেবেল গুলো খুব সুন্দরভাবে এভাবেই শেষ করতে পারেন।

লেভেল 3 এর সম্পূর্ণ বিষয়টাকে আপনি এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা পরে আমি মুগ্ধ হয়ে গেছি। প্রত্যেকটা বিষয় এত সুন্দর ও সুস্পষ্ট ভাবে ব্যাখ্যা করেছেন তা বলার বাইরে। শুভকামনা রইলো আপনার প্রতি

 2 years ago 

খুবই সুন্দর ছিল আপনার উপস্থাপনা এবং প্রতিটি বিষয়ে খুব সুন্দর সচ্ছল ও সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন। চালিয়ে যান ভাই এভাবে অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

লেভেল 3 হতে আপনি অনেক কিছু শিখিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। এবিবি স্কুল কে অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনাকে সব কিছু শেখানোর জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এভাবেই আপনি সামনের দিকে এগিয়ে যান।

 2 years ago 

লেভেল ৩ হতে আপনি খুব ভালো ধারণা অর্জন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবিবি স্কুলের ক্লাস গুলো করে নিজেকে জ্ঞান অর্জিত করার জন্য। ভাল থাকুন সুস্থ থাকুন এবং আপনার গ্রেজুয়েশন সফলভাবে শেষ হোক এই কামনা করি।

 2 years ago 

ব্লগিং এর কাজ শিখতে গেলে আপনাকে মার্ক ডাউন সম্পর্কে অবশ্যই ভালো জ্ঞান থাকতে হবে আর লেভেল থ্রিতে মার্ক ডাউন সম্পর্কে অনেক ধারণা দেয়া হয় আপনি মার্কেট সম্পর্কে যে ধারণা পেয়েছেন সেটি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে আপনি লেভেল ৩ এর যথেষ্ঠ পরিমান ভালো ধারণা নিয়ে আছেন এবং ব্যাপার গুলো বুঝতে পেরেছেন। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আপনার আগামী দিনগুলো আরো সহজতর হোক।

 2 years ago 

level3 থেকে অনেক কিছু শিখতে পেরেছ নিশ্চয়ই। বিশেষ করে level3 থেকে মার্ক ডাউন সম্পর্কে অনেক কিছু জানা যায়। মার্কা ডাউন সম্পর্কে জানতে পারলে পোষ্টের সৌন্দর্য এবং আকর্ষণীয় তা বৃদ্ধি করা যায়। এভাবে সবগুলো ক্লাস করে এগিয়ে আসুন। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 57668.08
ETH 2381.55
USDT 1.00
SBD 2.42