লেভেল ৪ হতে আমার অর্জন - By @mosaidur

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
অর্থনৈতিক সংক্রান্ত বিভিন্ন লেনদেন কিভাবে পরিচালনা করতে হয় তা লেভেল-০৪ শিক্ষা দেওয়া হয়। আমরা যেহেতু টাকা উপার্জনের জন্য পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য আমার বাংলা ব্লগে কাজ করছি তাই লেভেল ০৪ সম্পর্কে আমাদের প্রয়োজনীয় ধারণা থাকা অত্যাবশ্যক। একজন ইউজার কিভাবে নিজের Steemit ওয়ালেট হতে অন্য কারো Steemit ওয়ালেটে Steem/Sbd/TRX টান্সফার করবে, ইন্টার্নাল মার্কেটে কিভাবে Steem /Sbd বিনিময় (Exchange) করবে , এক্সটার্নাল মার্কেট Poloniex এর মাধ্যমে কিভাবে Steem,TRX কে USDT তে রুপান্তর করবে তা লেভেল-০৪ এর মূল আলোচ্য বিষয়। এ কথা ঠিক বুঝতে পারছি লেভেল-০৪ শুধু পাশ করলে হবে না এ বিষয়ে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে। ব্লগিং জগতে সফলতার সাথে টিকে থাকার জন্য লেভেল-০৪ সম্পর্কিত সম্যক ধারণা থাকা প্রয়োজন পাশাপাশি লেভেল-০৪ এর লেকচার শীট সংগ্রহে থাকা প্রয়োজন ।

ABB School এর ক্লাশ এবং প্রফেসর @moh.arif ভাইয়ের লেবেল- ৪ এর লেকচার শীট এবং বিভিন্ন পোস্ট অধ্যয়ন ও গবেষণা করে যা শিখেছি, বুঝেছি এবং হৃদয়াঙ্গম করেছি তা এই লেবেল- ৪ লিখিত পরীক্ষায় তুলে ধরার চেষ্টা করলাম । সবার প্রতি শুভ কামনা রহিল।

মূল আলোচনায় যাওয়ার আগে যে বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজনঃ

Poloniex কি ?

Poloniex হল একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। ইহা মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সুপরিচিত ক্রিপ্টোকারেন্সি বিনিময় সাইট। Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem স্থানান্তর করা যায়। এখানে বিটকয়েন (BTC), Ethereum (ETH), TRON (TRX) -এর মতো ডিজিটাল কারেন্সি ক্রয়-বিক্রয় করা যায়।

স্টিমিট যে কারণে Poloniex site ব্যবহার করছে-

  • অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর ঝামেলা নেই।
  • Steem এবং TRX কে USDT তে Exchange করতে কোন ফি লাগেনা।
  • সামগ্রিকভাবে Poloniex ব্যবহারের অপেক্ষাকৃত কিছুটা সহজ।
  • ইতিবাচক দৃষ্টিকোণ থেকে, Poloniex-এ ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং পেয়ারের সর্বাধিক প্রাচুর্য রয়েছে, যা ক্রিপ্টো ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ ।
  • অনেক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ মার্কেট রয়েছে যেখানে ১০ ডলার এর নিচে আমি ট্রেড করা যায়না। কিন্তু Poloniex-এ অনেক কম পরিমান ও ট্রেড করা যায়।
  • এছাড়া Poloniex এর মালিকানায় স্টিমিট এর প্রতিষ্ঠাতা জাস্টিন স্যারের শেয়ার রয়েছে।

স্টিমিট ব্যক্তি হতে ব্যক্তির মধ্যে Steem/Sbd/TRX স্থানান্তর সমর্থন করে কি?

  • স্টিমিট ব্যক্তি হতে ব্যক্তির মধ্যে Steem/Sbd/TRX স্থানান্তর সমর্থন করে আবার করেনা। বিষয়টি ব্যখ্যা করছি ব্যক্তি হতে ব্যক্তির মধ্যে উপহারসরুপ, দান করার ক্ষেত্রে Steem/Sbd/TRX স্থানান্তর সমর্থন করে।
  • অনেকে Steem/Sbd/TRX বেচা-কেনা করে। এক্ষেত্রে ব্যক্তি হতে ব্যক্তির মধ্যে Steem/Sbd/TRX ক্রয়-বিক্রয় করলে স্টিমিট তা সমর্থন করেনা।
  • বিনা কারনে একজনের ওয়ালেট হতে আরেকজনের ওয়ালেটে Steem/Sbd/TRX স্থানান্তর করলে স্টিমিট উভয় একাউন্টস ই একজনের বলে ধরে নেয়া হয়। ব্যপারটি নেতিবাচক। সর্বোপরি স্টিমিট ব্যবহারকারীগণ যেন এ ধরনের p2p Transfer এড়িয়ে External (বাহ্যিক) বিনিময় সাইট Poloniex এর মাধ্যমে Steem,Trx কে USDT তে বিনিময় করতে পারে এর জন্য মূলত লেভেল - ০৪ তে পাঠদান করা হয়।

লেভেল -০৪ এর মূল আলোচ্য বিষয়ঃ

১. একজন ইউজার কিভাবে নিজের Steemit ওয়ালেট হতে অন্য কারো Steemit ওয়ালেটে Steem/Sbd/TRX টান্সফার করবো।
২. Internal Market ( স্টিমিট ওয়ালেট) এ SBD থেকে Steem এ Convert করবো।
৩. External Market (Poloniex এর মাধ্যমে) এ Steem এবং TRX Exchange করবো।

এবার প্রশ্ন পত্রের আলোকে উত্তর দেয়া যাক

প্রশ্নঃ ১- p2p কি?

উত্তরঃ এক ব্যক্তি হতে আরেক ব্যক্তির মধ্যে যোগাযোগ। এখানে যে বিষয়টি বুঝানো হচ্ছে তা হল স্টিমিট ওয়ালেটে একজনের ওয়ালেট হতে আরেকজনের ওয়ালেটে Steem/Sbd/TRX স্থানান্তর।

প্রশ্নঃ ২-P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ P2P এর মাধ্যমে আমার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড এবং এটার স্ক্রিনশট নীচে শেয়ার করা হলো-

ধাপ-০১

3.1.PNG

ধাপ-০২

22.2.PNG

ধাপ-০৩

22.3.PNG

ধাপ-০৪-

এসবিডি স্থানান্তর যে কনফার্ম করা হয়েছে তা History হতে দেখানো হল-
2.22222222222.PNG

প্রশ্নঃ ৩-P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ P2P এর মাধ্যমে আমার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড এবং এটার স্ক্রিনশট নীচে শেয়ার করা হলো-

ধাপ-০১

3.1.PNG

ধাপ-০২

3.2.PNG

ধাপ-০৩

3.3.PNG

ধাপ-০৪

last.PNG

প্রশ্নঃ ৪-P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ P2P এর মাধ্যমে আমার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড এবং এটার স্ক্রিনশট নীচে শেয়ার করা হলো-

ধাপ-০১

4.1.PNG

ধাপ-০২

4.2.PNG

ধাপ-০৩

4.3.PNG

ধাপ-০৪-

তারপর TRX address এর Private key দিয়ে TRX send ।
4.4.PNG

টিআরএক্স হিস্টরি থেকে নেয়া স্ক্রীণ শটর্টি নীচে দেয়া হলো-
trx.PNG

প্রশ্নঃ ৫-Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert এর স্ক্রিনশট শেয়ার নীচে শেয়ার করা হলো-

ধাপ-০১

5.1.PNG

ধাপ-০২

5.2.PNG

ধাপ-০৩

5.3.PNG

ধাপ-০৪

5.5555555555555555.PNG

ধাপ-০৫- কোন orders open থাকলে তা এখানে দেখা যাবে । এখানে থেকে orders গুলো cancel করা যায়।

5.4.PNG

ধাপ-০৬--

Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert এর স্ক্রিনশট
00000000000.PNG

প্রশ্নঃ ৬-Poloniex Exchange site এ একটি Account Create করুন।

উত্তরঃ
প্রথমে এখানে যেতে হবে।
ধাপ-০১-
6.1.PNG

ধাপ-০২- সঠিক ইমেইল আইডি দিতে হবে, তারপর শক্তিশালী একটি পাসওয়ার্ড দিতে হবে এবং তা কনফার্ম করতে হবে।
6.2.PNG

প্রশ্নঃ ৭-আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

উত্তরঃ

প্রথমে Ploniex লগইন করতে হবে । উপরে ডান দিকে কোণাঅয় ডিপোজিট অপশনে গিয়ে নীচের ঘরে স্টিম select করতে হবে। তারপর নীচে থাকা Show address এবং Show memo হতে অ্যাড্রেস এবং মেমো কপি করতে হবে। কপিকৃত এড্রেস এবং মেমো স্টিমিট ওয়ালেটে গিয়ে যথাক্রমে বসাতে হবে পরবর্তীতে নেক্সট অপশনে ক্লিক করতে হবে এবং সব ঠিক থাকলে Active key ইনপুট করলে poloniex স্থানান্তর হবে। ধারাবাহিকভাবে বিষয়টি স্ক্রিনশট এর মাধ্যমে শেয়ার করা হলো-

ধাপ-০১

7.1.PNG

ধাপ-০২

7.2.PNG

ধাপ-০৩

7.3.PNG

ধাপ-০৪

7.4.PNG

ধাপ-০৫

Poloniex এর activity page এ , deposit করা steem আসছে কি না তা দেখে নিতে হবে, আমারটি এসেছে তা স্ক্রিন শটের মাধ্যমে দেখানো হলো-
7.7.PNG

ধাপ-০৬ -

Poloniex Wallet পেইজে গিয়ে Balance অপশনে জমাকৃত স্টিম দেখা যাবে
7.8.PNG

ধাপ-০৭

স্টিমিট ওয়ালেটে HISTORYTRON- account transaction history তে লেনদেনটি দেখা যাবে।

7.9.PNG

প্রশ্নঃ ৮-আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

উত্তরঃ

প্রথমে Ploniex লগইন করতে হবে । উপরে ডান দিকে কোণাঅয় ডিপোজিট অপশনে গিয়ে নীচের ঘরে Trx select করতে হবে। তারপর নীচে থাকা Trc20 সংক্রান্ত লিংকটি কপি করে স্টিমিট ওয়ালেটে গিয়ে টু অপশনে বসাতে হবে পরবর্তীতে নেক্সট অপশনে ক্লিক করতে হবে এবং তারপর Confirm transfer অপশনে নীচে ওকে জায়গাটিতে ক্লিক করতে হবে। ধারাবাহিকভাবে পুরো বিষয়টি স্ক্রিনশট এর মাধ্যমে শেয়ার করা হলো-

ধাপ-০১

8.1.PNG

ধাপ-০২

8.2.PNG

ধাপ-০৩

8.3.PNG

ধাপ-০৪

8.4.PNG

ধাপ-০৫

8.5.PNG

প্রশ্নঃ৯- Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ

ধাপ-০১ Poloniex Exchange site ডুকে Trade সিলেক্ট করে Spot ক্লিক

9.t.1.PNG

ধাপ-2

১. চিত্রানুযায়ী ‍ Steem/USDT নিশ্চিত করতে হবে।

lllllllllll.PNG

২. Sell অপশনটি নির্বাচন করতে হবে।
৩. Sell তে ক্লিক করার পর দুই নম্বর মার্ক করা নীচের লাল ঘরে ক্লিক করলে যে USDT তা তিন নম্বরের প্রাইসের ঘরে লিখতে হবে।
৪. অ্যামাউন্ট এর ঘরে স্টিমের পরিমাণ দেখতে হবে, তবে কমপক্ষে ৩ স্টিমের এর কম দেয়া যাবে না।
৫. Sell STEEM লেখায় ক্লিক করার পর প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হবে।

Poloniex Exchange site এ আমার Steemit Account হতে প্রেরিত Steem USDT তে Exchange করার প্রকৃয়াটি স্ক্রিনশটে শেয়ার করা হলো।

১১১.PNG

সদয় অবগতির জন্য-
@NusuraNur
@alsarzilsiam

আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির অভ্যাস ছিল। আশাকরি লেগে থাকলে ভালো করতে পারব। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে ।আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । এটা আমার সারা জীবনের স্বপ্ন। আমার জন্য দোয়া করবেন। আমিও সকলের জন্য দোয়া করি। আসুন আমরা সবাই যেন পুরো বিশ্বটাকে একটা শান্তিময় স্বর্গে পরিণত করতে পারি।

লেখাটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাদের ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি level-4 থেকে অনেক কিছু শিখেছি। তা দেখে অনেক ভালো লাগলো। লেভেল 4 এর বিষয় গুলো অনেক গুরুত্বপূর্ণ তাই আমাদের এই বিষয়গুলো জেনে থাকা অনেক প্রয়োজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে পরীক্ষা দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ বোন, আপনি অনেক প্রশংসা করেছেন। দোয়া করবেন।

 3 years ago 

আপনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি অনেক সুন্দর করে লেবেল ফোর এর প্রতিটি বিষয়ে জ্ঞান অর্জন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনার লেবেল ফোর এর পরীক্ষা যথেষ্ট সুন্দর হয়েছে। আপনার জন্য শুভ কামনা করি যেন সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারেন।

 3 years ago 

অনেক সুন্দর উপস্থাপনা।
লেভেল 4 এর বিষয়গুলো স্পষ্ট ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। পরবর্তী লেভলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

আপনি লেভেল ৪ এর বিষয় গুলো খুব সুন্দর ভাবেই বুঝেছেন। আশা করি এই লেভেল শিগ্রই পার করে যাবেন। পরের লেভেল গুলোর জন্য শুভেচ্ছা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাই, দোয়া করবেন।

লেভেল ৪ হতে আপনি অনেক কিছু শিক্ষা নিতে পেরেছেন ভাই। আমিও এই ক্লাস করার মাধ্যমে ভেরিফাই হয়েছে। আশা করছি আপনিও খুবই তাড়াতাড়ি ভেরিফাই হয়ে যাবেন।
আপনার জন্য শুভকামনা রইল ভাই। 💞💞

 3 years ago 

আমার লেখাটি আপনি নোটিশ করেছেন এর জন্য ধন্যবাদ ভাই, দোয়া করবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62684.33
ETH 2456.60
USDT 1.00
SBD 2.66