কবিতা আবৃত্তি-কবিতা- সম্মানিত মডারেটর আইরিন ইসলাম এর- " ভালোবাসার প্রশ্ন ?"
২২ জুলাই ২০২২, শুক্রবার
আসসালামু অলাইকু/নমস্কার
কবিতাঃ ভালোবাসার প্রশ্ন ?
লেখা- আইরিন ইসলাম
তুমি কি বুঝ আমার অনুভূতি?
কতটা ঘৃণা হলে তোমাকে ছাড়ার কথা ভাবতে পারি।
তুমি কি অনুভব করতে পারো,
আমার বাকরুদ্ধ হয়ে থাকার কারণ?
তুমি কি তোমার দুই নয়নে দেখতে পাও,
আমার মনের কষ্টের পাহাড়?
তুমি কি কখনো অনুভব করতে পারো,
আমি কিসের জন্য অভিমান করি?
তুমি কি কখনো তোমার ভাবনা দিয়ে চিন্তা করেছো,
কিসে আমার ভালোলাগা?
তুমি কি কখনো এই ভাবে আমাকে নিয়ে ভেবেছো,
কিসে আমার অনেক বেশি খারাপ লাগা?
তুমি কেন বুঝতে চাওনা,
আমার মনের জমানো কষ্ট গুলো?
তুমি কি বুঝতে পারো,
কতটা না পাওয়া থেকে আমার চোখের অশ্রু ঝরে?
আর এত এত না পাওয়া থেকে,
এখন আর কোনো কিছু পাওয়ার ইচ্ছা জন্ম নেই না মনে।
তুমি কি বুঝতে পারো,
আমি কতটা ভালোবাসি তোমায়?
কতটা ভালোবাসলে
আমি আজ তুমিহীন।
তুমি কখনো আমাকে বুঝবে না,
তুমি কখনো আমাকে বুঝতেও চাওনা।
আর এই না বুঝা ও ভুল বুঝা থেকেই
তোমার আর আমার এত দূরুত্বের সৃষ্টি।
এই দূরুত্বে যদি ভালোথাকে ভালোবাসা
থাকতে চাই এই দূরুত্বে সারাজীবন।
তুমি দূরে থাকো,
আর আমি দূর থেকেই ভালোবেসে যাবো তোমায়।
আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির কাজটি অবহ্যাত রাখতে পেরেছিলাম। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে । আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । আমি প্রতিদিন ভুল থেকে শিক্ষা নিতে চাই। প্রতিদিন একটু একটু করে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের পানে এগিয়ে যেতে চাই। আমার সমস্ত কর্ম তৎপরতা আমার স্বপ্নকে ঘিরে। এটা আমার আজন্ম সাধনা। আমার জন্য দোয়া করবেন।
অনেক চমৎকারভাবে আইরিন আপুর কবিতাটি আবৃত্তি করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগলো আপনার এই আবৃতি। ভালো থাকবেন সর্বদায়।
জি ভাই দোয়া করবেন।
অবশ্যই ভাই দোয়া ও ভালোবাসা সবটাই রবে ধন্যবাদ আপনাকে।
সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার আবৃত্তি বরাবরই আমার কাছে অনেক ভাল বেশি ভালো লাগে ।চেষ্টা করে যান এভাবে প্রতিনিয়ত আবৃত্তি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আসলে আমি কবিতা আবৃত্তি করি নিজের ভালবাসা ও ভালোলাগা থেকে।