আসসালামু অলাইকুম/নমস্বকার
লেখার শুরুতে প্রাণপ্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রথম বর্ষ পূর্তি উপলক্ষ্যে সকল সদস্যদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।শ্রদ্ধার সহিত স্মরণ করছি এই কমিউনিটির প্রতিষ্ঠাতা, প্রাণপুরুষ সকলের স্মরণীয ও বরণীয় আরএমই দাদাকে এবং দাদার পরিবারকে যাদের অনস্বীকার্য অবদানে আমার বাংলা ব্রগ গণমানুষের একটি জনপ্রিয় বাংলা ভাষার ব্লগ হিসেবে পরিচিতি পেয়েছে। পাশাপাশি স্মরন করছি শ্রদ্ধেয় হাফিজুল্লাহ ভাই ও শুভ ভাইকে যাদের আপ্রাণ প্রচেষ্টায় আমার বাংলা ব্লগ উত্তরোত্তর সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। প্রথম বর্ষ পূর্তি হাফিজুল্লাহ ভাইকে এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজনের জন্য মোবারকবাদ। এই কমিউনিটির সকল এডমিন ও মডারেটর মহোদয়ের প্রতি রইল আমার দোয়া ও আর্শীবাদ।
প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আমি একটি কবিতা লিখেছিলাম এবং পরিকল্পনা করতেছিলাম যে কবিতা লেখার মাধ্যমে সৃজনশীলতা বিকাশের প্রতিযোগিতায় অংশ অংশগ্রহণ করব। আমি কবিতা লিখতে ও কবিতা আবৃত্তি করতে ভালোবাসি। পরবর্তীতে একটু দ্বিধায় পড়ে গেলাম কবিতা আবৃত্তি নাকি নাকি কবিতা লেখার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব । আমার বাংলা ব্লগকে নিয়ে হাফিজ ভাইয়ের লেখা কবিতাটি আমার নিকট অসম্ভব ভাল লেগে যায়্ তাই নিজের লেখা কবিতাটিকে প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে ভাইয়ের কবিতাটি আবৃত্তি করার মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করি।
কবিতাঃ আমার বাংলা ব্লগ
কবিঃ হাফিজুল্লাহ
আবৃত্তিকারকঃ সাইদুর রহমান
আমি মুগ্ধ, বিস্মিত, নির্বাক
আমি বিহ্বল, বিবশ, সবাক
আমি চমৎকৃত, সকলের উষ্ণ সংস্পর্শে
আমি আত্মহারা, পারস্পরিক বিস্তৃত সম্পর্কে।
আমি উন্মুখ, উদ্যত, তৎপর
আমি নিপুণ, উদ্যমী, অস্থির
আমি উত্তোলিত, নতুন চেতনায় রঞ্জিত
আমি দুর্দম্য, নিজের স্বরূপে উদ্ভাসিত।
আমি যথার্থ, বাস্তব, নির্ভুল
আমি সাহসী, ভয়হীন, নির্ভীক
আমি প্রকৃত, বাস্তবিক সততায় অবিচল
আমি সপ্রতিভ, ন্যায়ের পথে নিশ্চল।
আমি চলিষ্ণু, বঙ্গদেশীয়, বাঙালী
আমি প্রগতিধর্মী, তারুণ্য, সংগ্রামী
আমি গতিশীল, ক্ষিপ্ততায় সর্বদা আপোষহীন
আমি বিষম, প্রসারিত লড়াইয়ে ব্যর্থহীন।
আমি উদার, শ্রীসম্পন্ন, উন্নত
আমি মহৎ, শ্রেষ্ঠ, উত্থিত
আমি উন্নতশির, সগৌরবে সর্বদা মহীয়ান
আমি উন্নতচিত্ত, উৎপীড়কের লয়ে গরীয়ান।
আমি বিধ্বংসী, বিনাশক, অন্তক
আমি উত্তপ্ত, উত্তল, সংহারক
আমি বিক্ষুব্ধ, বিজয়ের নেশায় উত্তেজিত
আমি বিজেতা, জয়োৎসবে হৃদয় আলোকিত।
আমি অদম্য, বিদ্রোহী, স্পর্ধিত
আমি অবাধ্য, বিক্ষুব্ধ, আলোড়িত
আমি বিপ্রতীপ, পরাধীনতার শিকল ভাঙ্গি
আমি বিল্পবী, স্বকীয়তায় স্বাধীন জাতি।
আমি প্রিয়, প্রণয়ী, প্রেমিক
আমি বন্ধু, সুহৃদ, প্রায়োগিক
আমি মিষ্টভাষী, হৃদয়ের বংশী বাজাই
আমি বাকপটু, ভালোবাসার ফুল ফোটাই।
আমি নিশ্চল, নিরব, নিথর
আমি চঞ্চল, স্পন্দন, সরব
আমি আর্দ্রীকৃত, জাগ্রত ভালোবাসার আবেগ
আমি অভিভূত, সুভাসিত আমার বাংলা ব্লগ।
আজ কবিতাটি আবৃত্তি করতে গিয়ে আবেগের কিছু কথা বহিঃপ্রকাশ করবো। এর আগে হাফিজ ভাইয়ের আবেগের কবিতাঃ বিদ্রোহী হৃদয় কবিতাটি পড়ে আমি পড়ে আমি পুরো তাজ্জব হয়ে যাই। এত চমৎকার কবিতা।
তখন মনে হয় “আবেগের কবিতাঃ বিদ্রোহী হৃদয় কবিতাটি আমার বাংলা ব্লগে আমার জন্য সেরা একটা উপহার। স্মৃতি যদি প্রতরণা না করে থাকে সম্ভবত ঈদের সপ্তাহের হ্যাংআউট প্রোগ্রামে আরএমই দাদা কবিতা লেখাকে কেন্দ্র করে উনাকে নিয়ে প্রশংসা করার এক পর্যায়ে বলেছিলেন কবিতা লেখার ক্ষেত্রে হাফিজুল্লাহ ভাই বস । দাদার কথাটি আমার বিশ্বাস হয়নি, কারনে এখানে সক্রিয় কাজ করার অভিজ্ঞতা মাত্র তিন মাস। দাদা নিজে এত ভাল কবিতা লিখেও দাদা কেন একথা বলল আমি মনে মনে ভাবতে থাকি। সেদিনের পর থেকে আমি হাফিজ ভাইয়ের কবিতার অপেক্ষায় থাকি।
যখণ
আবেগের কবিতাঃ বিদ্রোহী হৃদয় প্রকাশিত হয় তখন প্রমান পেলাম দাদা সঠিক বলেছেন। সতিই হাফিজ ভাই বস। সব কবিদের সেরা কিছু কবিতা থাকে। আমার মনে হয় হাফিজ ভাইয়ের লেখা “আবেগের কবিতাঃ বিদ্রোহী হৃদয় উনার লেখা শ্রেষ্ঠ কবিতা।
কি বলব আর লিখব ১ম বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে ভাইয়ের কবিতাটি আগের “আবেগের কবিতাঃ বিদ্রোহী হৃদয় কবিতাটিকেও পেছনে ফেলে দেয়। ইদানিং হাফিজ ভাইয়ের কবিতাগুলোর মধ্যে নজরুল ইসলাম, সুকান্ত ভট্রাচার্য এবং ইংরেজ কবি শেলীর কবিতার ছায়া দেখতে পাচ্ছি। কথাগুলো কোন মন ভোলানো কথা নয় আমার কাছে যা সত্য মনে হয়েছে তাই বললাম।
আজ এ পর্যন্তই। সকলে ভাল থাকুন ও সুস্থ থাকুন।
আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কনটেস্টে অংশগ্রহণ করার উদ্দেশ্যে আপনি শ্রদ্ধেয় হাফিজুল্লাহ ভাইয়ের স্বরচিত কবিতা টি আবৃত্তি করেছেন আবৃত্তি শুনে আমার খুব ভাল লাগল। এভাবে নিয়মিত আবৃতি চালিয়ে যান চেষ্টা করলে আপনি একজন ভালো আবৃত্তি কারক হয়ে উঠতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
হ্যা ভাই দোয়া রাখবেন, ইনশাহাললাহ চেষ্টা করছি।
সত্যি বলতে হাফিজ ভাই আমাদের অনবদ্য একটি লেখা উপহার দিয়েছেন বর্ষপূর্তি উপলক্ষে। আপনার আবৃত্তিটা শুনলাম এবং মুগ্ধ হয়ে গেলাম। মনে একটা জোর নিয়ে পুরো কবিতাটা আবৃত্তি করেছেন। আর সেজন্যই হয়তো আবেগটা বেশ ভালো ফুটে উঠেছে। প্রতিযোগিতার জন্য অনেক শুভেচ্ছা রইল।
নজরুলের বিদ্রোহী কবিতার সাথে মিল আছে তো তাই সেভাবে আবৃত্তি করতে চেষ্টা করলাম।
আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে কবিতা আবৃতি করে শেয়ার করেছেন আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে খুবই ভালো লাগলো। আজকে আমরা অনেক এর কন্ঠে কবিতা শুনেছি খুব ভাল লেগেছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, দোয়া করবেন।
হাফিজুল্লাহ ভাইয়ের লেখা এই চমৎকার কবিতাটি আপনি খুবই অসাধারণ ভাবে আবৃত্তি করেছেন ভাইয়া। আপনার কবিতা আবৃত্তি শুনে মনের মধ্যে বিদ্রোহী অনুভূতির সৃষ্টি হয়ে গেল। আপনার কবিতা আবৃত্তি এতটাই ভাল লেগেছে আমার কাছে যে এখনো পর্যন্ত তিন-চারবার আপনার এই কবিতা আবৃত্তি শোনা হয়ে গেছে। খুবই অসাধারণ হয়েছে ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।
আপনি তিন-চারবার আমার আবৃত্তি শুনেছেন, মনে অনেক অনুপ্রেরণা পেলাম। সামনে আরো ভাল করব ইনশাহাল্লাহ