অস্তমিত বিকেলের ডিজিটাল অংকন

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

০৩ জুলাই২০২২, রবিবার

আসসালামু অলাইকুম/নমস্কার

লেখার শুরুতে আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুদের সালাম ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পেইন্টিং আপনাদের নিকট শেয়ার করছি। ইদানিং চাকরির পাশাপাশি নিজেকে পেইন্টিংয়ের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করছি। কারণ আমি জানি চেষ্টার দ্বারা সবকিছুই সম্ভব। অযথা সময় নষ্ট করে লাভ কি। সময় এর দাম অনেক বেশি তা আমাদের সকলের জানা আছে। এবং আমি নিজেও সময়ের যথার্থ মূল্যায়ন করার চেষ্টা করি।

আজকে একটি বিষয়ে আমার এক কঠিন অভিজ্ঞতা হয়েছে। শুধু সময় সচেতন হলে হবে না । একটি সুদূরপ্রসারি চিন্তাভাবনা থাকতে হবে। এবং কর্মপরিকল্পনায় খুব তীক্ষ্ণতার পরিচয় দিতে হবে। নতুবা যার যার অবস্থান থেকে অনেকক ঝুঁকির মধ্যে পড়তে হয়।

আমার মতে পেইন্টিং কোনো সহজ কাজ নয়। এই কয়েকদিনে উপলব্ধি থেকে এসেছে। লেখালেখির জন্য যেমন সৃজনশীলতার প্রয়োজন হয় তেমনি পেইন্টিং করার সময় অনেক ধৈর্য্য এবং অভিনিবেশের দরকার। এটা আমার কাছে অনেক অ্যামেচার লাগে। আসলে ভালবেসে কোন কাজ করলে তাতে কষ্ট হয়না পরিশ্রমকে পরিশ্রম মনে হয় না। যতক্ষণ না কাজটা সম্পন্ন হয় ততক্ষণ তা শেষ করার নেশা লেগে থাকে।

আজ অনেক সহজ একটি পেইন্টিং করেছি তাতে আমি অস্তমিত বিকেলটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কাজটা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ ছিল না। এই প্রিন্টিং এর মধ্যে ছিল অস্তমিত সূর্য, সবুজ বৃক্ষ, বৃক্ষের নিচে বসার একটি বেঞ্চ।

৮Capture.JPG

অঙ্কণের বিষয়

আজকের পেইন্টিং করেছি অস্তমিত বিকালেরে দৃশ্য ও একটি সবুজ বট বৃক্ষ নিয়ে।

ডিজিটাল এই পেইন্টিং এর জন্য প্রয়োজনীয় উপকরণ

০১। লেপটপ
০২। এমএস পেইন্ট সফটওয়্যার

প্রয়োজনীয় ধাপ সমূহ
ধাপ-০১

প্রথম ধাপে কম্পিউটারটি চালু করে microsoft-এর পেইন্ট সফটওয়্যার টি ওপেন করি এবং অংকন করার জন্য একটি পেইজ ওপেন করি।

1.JPG

ধাপ-০২

তারপর রেখা টেনে একটি সেইপ নেই।

১Capture.JPG

ধাপ-০৩

সূর্য আকাঁর জন্য একটি বৃ্ত্ত আকি টুলস ব্যবহার করে।

২ Capture.JPG

ধাপ-০৪

এই ধাপে এসে সূর্যটিকে কালারিং করি।

৩Capture.JPG

ধাপ-০৫

এ ধাপে এসে একটি বৃক্ষ প্রাথমিক পর্যায়ে থাকে সূর্যটিকে বৃক্ষের পাশে নিয়ে আসি ।

৪Capture.JPG

৫Capture.JPG

ধাপ-০৬

পেছনদিকটা কালারিং করি বৃক্ষের সেইপে আরেকটু পূর্ণতা দেই।

৬Capture.JPG

৭Capture.JPG

ধাপ-০৭

সম্পূর্ণ পেইন্টিংটি প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসি।

৮Capture.JPG

চূড়ান্ত ধাপ

সর্বশেষ ধাপে এসে নিজের নাম লিখে অংকনের কাজটি শেষ করি

৮Capture.JPG

নিজের প্রাথমিক ডিজিটাল অংকন। আর কখনো আঁকা হয়নি। তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার দেখার অনুরোধ রইলো। ভালো অংকন করার জন্য কোন কোন মনযোগ দিতে হবে তা জানালে কৃতার্থ থাকিব।

পরিশেষে

Sort:  
 2 years ago 

বিকেলবেলা অপরূপ সৌন্দর্যময় দৃশ্যের ডিজিটাল অংকন করলে।ন সত্যি আপনার ডিজিটাল অংকন দেখতে আমার খুবই ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

আপনার ডিজিটাল আর্টগুলো দিন দিন সুন্দর হচ্ছে ভাই। আপনার চেষ্টা দেখে আমি সত্যি অনেক আনন্দিত। আপনি এভাবেই চালিয়ে যান, সাফল্য ধরা দিবেই। ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

চেষ্টা করছি ইনশাল্লাহ দেখি কতটুকু সফল হওয়া যায়।

 2 years ago 

সূর্য অস্ত যাওয়ার সময় দিতে খুবই ভালো লাগে । হলদে ও লালচে ভাব শুরু হয়। আপনি খুব সুন্দর অস্তমিত বিকেলেরঅস্তমিত বিকেলের ডিজিটাল আর্ট করে ফেলেছেন। দেখতে সুন্দর লাগছে দৃশ্যটি । ধন্যবাদ এটি শেয়ার করার জন্য শুভকামনা জানাই

 2 years ago 

আপনার প্রতি ও শুভকামনা রইল

 2 years ago 

সূর্য অস্ত যাওয়ার খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আস্তে আস্তে আপনি খুব সুন্দর ডিজিটাল আর্ট করতে পারছেন। চালিয়ে যান ভাইয়া আস্তে আস্তে আপনি আরো সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করতে পারবেন।আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

হ্যাঁ আশা আছে কাজটি চালিয়ে যাব।

 2 years ago 

গোধূলি বিকেলের খুবই সুন্দর একটি দৃশ্য প্রস্তুত করেছেন খুবই ভালো লাগলো দেখে বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটেছে সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

দোয়া করবেন ভাই আপনার জন্য ও শুভেচ্ছা রইল

 2 years ago 

কোন কাজ করতে করতে কিন্তু সুন্দর হয় ভাই। আপনিও ডিজিটাল আর্ট শুরু করেছেন অনেক সুন্দর হয়েছে আপনার আজকের ডিজিটাল আর্ট টি। তবে আমি আশা করি যে আপনি যখন আরো বেশি করবেন তাহলে পরবর্তী গুলো আরো দেখতে সুন্দর হবে।

 2 years ago 

জি ভাই ইনশাআল্লাহ সংকল্প আছে কাজ করার মাধ্যমে একজন সফল হব।

 2 years ago 

অস্তমিত বিকেলের খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। সূর্য অস্ত যাওয়ার সময় গোধূলি বিকেল দেখতে খুবই ভালো লাগে। আর্টগুলো বরাবরই খুব সুন্দর হয়। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

যে আপু দোয়া করবেন যেন ভাল অংকন করতে পারি।

 2 years ago 

অস্তমিত বিকেলের ডিজিটাল অংকন খুবই দারুণ হয়েছে। ডিজিটাল আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। যদিও আমি আকতে পারি না তবে আপনাদের অংকন গুলো দেখে অনেক ভালো লাগে। খুব সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আপনি বর্ণনা করেছেন আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা।

 2 years ago 

আমিও ভালো রাখতে পারি না তুমি চেষ্টা করছি ভালো অংকন করতে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61110.96
ETH 2649.39
USDT 1.00
SBD 2.58