অনুপ্রেরণামূলক লেখা-ঠান্ডা মস্তিষ্ক

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

১১ আগস্ট ২০২২, বৃহস্পতিবার
আসসালামু আলাইকুম/আদাব

লেখার শুরুতে আমার সালাম ও আদাব আসসালামু আলাইকুম। আজকে পবিত্র রাখি বন্ধন দিবস। বোনেরা তার ভাইকে রাখি পরিয়ে দেয়ার মাধ্যমে তাদের ভালোবাসা প্রকাশ করে। ভাই বড় ধন রক্তের বাঁধন একথা আমরা সকলে জানি। আমাদের প্রিয় শ্রদ্ধেয় ফ্যান্টম দাদার কারণে আমার বাংলা ব্লগে রাখি বন্ধন উৎসব আজকে অন্যতম একটি ঈদ উৎসবে পরিণত হয়েছে। তাই দাদাকে আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক ভালোবাসা শুভেচ্ছা। দাদা ও দাদার পরিবার দীর্ঘজীবী হোক সুস্থ থাকুক এই কামনা করি সব সময়।

1.jpg

প্রিয় পাঠক আপনারা যারা আমার লেখা পড়েন তাদের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি আমি প্রতি সপ্তাহে একটি অনুপ্রেরণা মূলক লেখা প্রকাশ করার চেষ্টা করি। এই লেখাগুলো একটু কষ্ট করে সময় নিয়ে আপনারা পড়ুন লেখাগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আমি ওই লেখাগুলো বারবার পরি এবং আমার জীবন এবং দৈনন্দিন কার্যকলাপকে সক্রিয় করার চেষ্টা করি। আমি জানি এই লেখাগুলোর সাথে আপনারা সবাই পরিচিত আছেন লেখাগুলো আপনার সবাই জানেন। কিন্তু একটা বিষয় কি জানেন একটি ইস্পাতের ন্যায় ধারালো একটি চাকু যদি আপনি কাজ না করেন তাতে ধার না দেন তাও মরীচিকা পড়ে নষ্ট হয়ে যায়। তাই আমি বলব আপনারা যেখানে এই ধরনের মনি রত্ন লেখাগুলো পান সেগুলো পাঠ করুন প্রয়োজনে নোট করুন। আজকে আমার লেখার যে মূল কেন্দ্রবিন্দু তাহলো ঠান্ডা মস্তিষ্ক। মেজাজ ঠান্ডা রাখুন তবে জগতকে শাসন করতে পারবেন।


মেজাজ ঠান্ডা রাখুন:

ঠান্ডা মস্তিষ্ক এবং উষ্ণ হৃদয় এ দুটো বিষয় আমাদের জীবনের সফলতার জন্য অনেক বেশি জরুরী। সবসময় মেজাজকে ঠান্ডা রাখতে হবে যার মধ্যে এই দুই বিষয়ের সম্মিলন হবে সে এক অনন্য মানুষে পরিণত হবে। মেজাজ ঠান্ডা রাখা এটা কিন্তু চারটি খানি কথা নয় এর জন্য অনেক সাধনার প্রয়োজন। মেজাজ গরম করে কোন কাজ করে ফেললে আল্টিমেটলি তাতে নিজের ক্ষতি হয় বেশি। আপনি যদি অতিরিক্ত রেগে যান তবে কিন্তু আপনার নিয়ন্ত্রণ শক্তি হারিয়ে যাবে। আপনি যদি কোন অফিসের বস হন আপনাকে অনেক বেশি ঠান্ডা মস্তিষ্কের অধিকারী হতে হবে।
এ বিষয়ে বিশ্ব মানবতার দূত নবী মুহাম্মদ এর একটি স্মরণীয় বাণী আছে তাহলো" একতা একটি লোক নবী মুহাম্মদের নিকট আসলো এবং বলল হুজুর আমাকে উপদেশ দিন তখন নবী মুহাম্মদ সাঃ বলেন তুমি রাগ করবেন না লোকটি বারবার একই প্রশ্ন করছিল এবং নবী মুহাম্মদ সাঃ বারবার তাকে জবাব দিচ্ছিলেন যে তুমি রাগ করবে না তুমি রাগ করবে না"।



উষ্ণ হৃদয় অর্জন করুন:

উষ্ণ হৃদয় এমন একটি গুণ যে গুণটি যদি আপনি অর্জন করতে পারেন তাহলে জগতে আপনার আর কিছু প্রয়োজন হবে না। উষ্ণ হৃদয় আপনাকে ক্লান্ত হতে দেবে না। উষ্ণ হৃদয় অর্জন করার জন্য প্রথমে আপনাকে নিজে নিজে সংকল্প করতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে উষ্ণ হৃদয় গুণটি থাকতে হবে। এর জন্য আপনাকে ধীরস্থির হতে হবে নিজের মিনিমাম ক্ষতি সহ্য করতে হবে কারণ। আপনি যদি আপনার মতের সাথে মিল না হয় কিংবা আপনার একটু ক্ষতি হয়ে গেলে আপনি হুটহাট রেখে যাবেন।

এ বিষয়ে বিশ্ব মানবতার দূত হযরত মুহাম্মদ সাঃ এর আরেকটি বাণী আপনাদের শেয়ার করব " আনাস (রা) বর্ণনা করেন আমি দশ বছর যাবত মোহাম্মদ সাঃ এর খেদমতে ছিলাম । আমার কোন কাজ সম্পর্কে তিনি কখনো উহ: পর্যন্ত উচ্চারণ করেননি । আমার কোন কাজ দেখে তিনি কখনো বলেননি এ কাজ করলে কেন ?কিংবা কোন কাজ না করলে এ কথা বলেননি,- এ কাজ করলেনা কেন?"


মেজাজ ঠান্ডা রাখার রক্ষাকবচ:

যে মেজাজ ঠান্ডা রাখতে পারেনা যার স্বভাবে ভদ্রতা নম্রতা নেয় যে কথায় কথায় উত্তেজিত হয়ে যায় সে সকল ভালো গুণাবলী হতে বঞ্চিত। এ ধরনের মানুষকে সাধারণ আমজনতা সাপের মত ভয় করে সিংহকে দেখলে যেমন দূরে সরে যায় তেমন কি তাদেরকে দেখলেও দূরে সরে যায়। এই রূপ লোক যারা সচ্ছলতা এবং অভাবের অবস্থায় ব্যয় করে এবং নিজেদের দমন করে রাখে লোকদের ক্ষমা করে দেয় তাদের সাথে চেঁচামেচি করে না সৃষ্টিকর্তা এই ধরনের লোকদের অনেক ভালোবাসে।।


পৃথিবীতে আমরা কতদিন বাঁচবো সময় যত গড়িয়ে যাচ্ছে ততই আমাদের হায়াত কমে আসছে ।মহান সৃষ্টিকর্তা আমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন আমরা যদি আগুনের মত ক্রোধান্বিত থাকি তাহলে তা আমাদের সোহাগের সাথে যায় না। হে আমার সহকর্মীরা বিদ্রোহী ও লালসায়ী হয়ো না আল্লাহ আমাদের শুকনো মাটি হতে সৃষ্টি করেছেন এ কথাটি মনে রেখো। প্রতিদিন মনে এই ধরনের প্রার্থনা করো তাহলে তোমার মেজাজ ঠান্ডা রাখতে পারবে।

সকল অবস্থায় উত্তেজনা পরিহার করে চলবে। কি সংসারে কি পরিবারে কি বন্ধু-বান্ধবের সাথে উত্তেজনা পরিহার করে চলতে হবে। মনে রাখতে হবে কারো আক্রমণাত্মক বা কোন অস্বস্তিকর পরিস্থিতিতে উত্তেজিত হয়ে পড়া নিজেকে বিকিয়ে দেয়ার নামান্তর। একটি ভীষণ মনে রাখুন আপনি যদি সমাজকে পরিবর্তন করতে চান তাহলে নিজের বিপ্লবটা আগে নিজের মধ্য দিয়ে শুরু করতে হবে আগে নিজের চরিত্রে পরিবর্তন আনতে হবে এবং নিজের চিন্তা ধ্যান ধারণার পরিবর্তন আনতে হবে কখনো মাথা গরম করা চলবে না।


আজকে এ পর্যন্তই এই লেখাগুলো পড়ুন। আপনি দীপ্তিমান সূর্যের মতো হবেন আপনার মধ্যে হতে এমন এক অদৃশ্য ফুলের সুবাস বহে বেড়াবে যাতে মানুষ আকৃষ্ট হবে । সুন্দর ব্যবহার করুন মেজাজ ঠান্ডা রাখুন দুনিয়া ও পরকালে শান্তিতে থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ কামনা করছি।

Sort:  
 2 years ago 

হয়তো কোন একদিন আপনাকে বলেছিলাম আমরা বাঙালি জাতি, ভালো জিনিসের পানে তাকে দেখতে চায় না। আপনার এই পোষ্টের মধ্যে অনেক জনসচেতন মূলক ও শিক্ষনীয় দিক রয়েছে কিন্তু অনেকেই এড়িয়ে গেছে। তাই এটা দুঃখজনক মনে হলো আমার কাছে। তবে আপনারা লেখা বন্ধ করবেন না কখনো। আমার মত মানুষগুলো অবশ্যই আপনার পোস্ট পড়তে চাইবে।

 2 years ago 

জি ভাই অন্যের পড়ুক বা না পড়ুক তা আমি পরোয়া করি না ।আমি আমার নিজের জন্য লিখে যাই আর এখানে বিশ্বাস করি এর লেখাগুলোতে এমন কিছু লেখা আছে তা যেকোন মানুষকে জ্বালিয়ে দেবে। আপনার মত সে সমস্ত লোকদের উদ্দেশ্যে আমার এই লেখা যারা জীবনে পরিবর্তন আনতে চায় সমাজের বিপ্লব ঘটাতে চায়।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67011.69
ETH 2366.74
USDT 1.00
SBD 2.32