কবিতা আবৃত্তি কবি আল মাহমুদ এর - "প্রত্যাবর্তনের লজ্জা"

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার বাংলা ব্লগের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আজকে আমার পোস্টের শুরুতে সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। চারদিকে প্রচন্ড গরমে জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে শিশুদের অবস্থা খুবই ভয়াবহ। প্রচন্ড গরমে তারা ঘামে ভিজে বিভিন্ন ধরনের রোগ জ্বর ঠান্ডা কাশি পাতলা পায়খানায় আক্রমিত হচ্ছে। হাসপাতালগুলোকে প্রচন্ড ভিড়। এই গরমে প্রচুর ঠান্ডা পানি পান করতে হবে। তাদের নিকট একটি কবিতা আবৃত্তি শেয়ার করব।

আজকে আমি খুবই আল মাহমুদের প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি আবৃত্তি করব। মাহমুদ বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনবদ্য নাম। তিনি একজন অলরাউন্ডার কবি। বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই ছিল তার পদচারণা। তিনি প্রেমের কবিতা সবুজ ও প্রকৃতির কবিতা গল্প উপন্যাস গজল গান ইত্যাদি লিখেছেন। প্রত্যাবর্তনের লজ্জা আমার অন্যতম একটি প্রিয় কবিতা।

কবি আল মাহমুদ খুব সাধারণ জীবন যাপন করা একজন মানুষ। জীবনের তীব্র প্রতিযোগিতায় তিনি নিজেকে গা ভাসিয়ে দেননি। তা এ কবিতার মাধ্যমে তার জীবনের দর্শন অনেকটা ফুটে উঠেছে। ভাবা যায় শেষ রাতের সাত মাইল হেটে এসে স্টেশনে এসে ট্রেন মিস করা। কবি লিখতে ও পড়তে ভালোবাসেন। তিনি মানুষকে নিয়ে ভাবতে পছন্দ করতেন। মাহবুব এই কোভিদ জন্ম বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিতাস নদী কোভিদ জীবনের অনেকটা অংশে জড়িয়ে আছে।

Capture.JPG

কবিতাঃ প্রত্যাবর্তনের লজ্জা

রচয়িতাঃ আল মাহমুদ

শেষ ট্রেন ধরবো বলে এক রকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি
নীলবর্ণ আলোর সংকেত। হতাশার মতোন হঠাৎ
দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে।
যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ
জানালায় উবুড় হয়ে আমাকে দেখছে। হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে।

আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে গোছাতেই
তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি।
আম্মা বলছিলেন, আজ রাত না হয় বই নিয়েই বসে থাক
কত রাত তো অমনি থাকিস।
আমার ঘুম পেলো। এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি
নিহত হয়ে থাকলাম।

অথচ জাহানারা কোনদিন ট্রেন ফেল করে না। ফরহাদ
আধ ঘণ্টা আগেই স্টেশনে পৌঁছে যায়। লাইলী
মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। নাহার
কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না।
আর আমি এঁদের ভাই
সাত মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে
এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি।

কুয়াশার শাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো।
শিশিরে আমার পাজামা ভিজে যাবে। চোখের পাতায়
শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতোন হঠাৎ
লাল সূর্য উঠে আসবে। পরাজিতের মতো আমার মুখের উপর রোদ
নামলে, সামনে দেখবো পরিচিত নদী। ছড়ানো ছিটানো
ঘরবাড়ি, গ্রাম। জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর
দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা।
কলার ছোট বাগান।

দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা
একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন,
ফাবি আইয়ে আলা ই-রাব্বিকুমা তুকাজ্বিবান ...।
বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন।
ভালোই হলো তোর ফিরে আসা। তুই না থাকলে
ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। হাত মুখ
ধুয়ে আয়। নাস্তা পাঠাই।
আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে
ঘষে ঘষে
তুলে ফেলবো।

IMG20220424173149.jpg

কবিতাটির আবৃত্তি এতক্ষণ শোনার জন্য পাঠক বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি আল মাহমুদ কবির খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে আবৃত্তি করেছেন। কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এর আগে আমি কবিতাটি শোনেনি ।আপনার আবৃত্তি শুনে বেশ ভালো লেগেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া কবিতাটির আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

আল মাহমুদের এ কবিতাটি অন্যতম একটি জনপ্রিয় কবিতা।

 3 years ago 

জ্বী ভাইয়া আসলে এই গরমে সকলের অবস্থা খুবই শোচনীয় ও বাচ্চাদের জন্য আরেকটু বেশি কষ্টকর।

যাইহোক আপনার কবিতা আবৃত্তি আমি আগেও শুনেছি এই কবিতা আবৃতি ও বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কোয়ালিটি পূর্ণ মন্তব্য করার জন্য ।

 3 years ago 

মনে হচ্ছে কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আপনি খুবই ভালোবাসেন। কবি আল মাহমুদের কবিতা আমার খুব একটা পড়া হয়নি। তবে আপনার কন্ঠে আবৃত্তি টি শুনতে বেশ ভালো লাগলো। চেষ্টা চালিয়ে যান, আশা করি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি শুনতে পাবো আপনার কাছ থেকে। ধন্যবাদ

 3 years ago 

কবি আল মাহমুদের কবিতা আমার খুব একটা পড়া হয়নি। ২/৩ টা পড়েছি হয়তো। তবে আপনার কবিতা আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো। খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন আপনি। আপনার কবিতা আবৃত্তি আগেও শুনেছিলাম মনে হচ্ছে। আশা করি সামনের দিকে আরো সুন্দর সুন্দর কবিতা আবৃতি আমাদের মাঝে শেয়ার করবেন। আপনার জন্য শুভকামনা রইল।

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 103568.60
ETH 3312.61
SBD 5.99