আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা
আসসালামুআলাইকুম
প্রীতি ও শুভেচ্ছা
- আশা করি সবাই ভাল আছেন ।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ।আজ আমি আপনাদের মাঝে একটি পেইন্টিং নিয়ে হাজির হয়েছি। আমার পেইন্টিং টি হচ্ছে অ্যাক্রলিক পেইন্টিং। আজ আমি যে পেইন্টিংটি করেছি এটি হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। আমি সব সময় মোম রং দিয়ে বিভিন্ন দৃশ্য এঁকে আপনাদের মাঝে শেয়ার করি। আজ আমি আপনাদের মাঝে অ্যাক্রলিক পেইন্টিং নিয়ে উপস্থিত হয়েছি। যেহেতু আমি খুব দক্ষ না এমন চিত্রাংকন করতে তাহলে ভুল ত্রুটি হতেই পারে আর আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন মূল চিত্রাংকন দেখে নেয়া যাক
- অ্যাক্রলিক্রক রং
- সাদা কাগজ
- রং তুলি
- কটনবাড
- প্রথমে আমি লাল রং নিয়ে তুলিতে লাগিয়ে সাদা কাগজের উপরে লম্বা করে রং লাগিয়ে নিলাম।
- এবার লাল রঙের নিচে হলুদ রং দিয়ে রং করে নিলাম।
- এবার মাঝখানে একটু খালি রেখে নিচের অংশে সবুজ ও হলুদ রং করে নিলাম।
- এবার কালো রং দিয়ে রাস্তা তৈরি করে নিলাম ।হালকা লাল রং দিয়ে উপরের রং করে নিলাম এবং সবুজ রং দিয়ে উপরে গাছ এঁকে নিলাম।
- এবার কয়েকটি ঘর আঁকলাম এবং গাছের নিচে অংশ এঁকে নিলাম।
- এবার রাস্তার নিচের অংশ হলুদ রং করে নিলাম।
- সম্পূর্ণ দৃশ্যটি আঁকা শেষ করে ছবি তুলে নিলাম।
🌺 আশা করি আমার আজকের আর্ট টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺 |
🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺 |
গ্রামের দৃশ্যগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে। চমৎকার পেইন্টিং করেছেন আপনি। এ ধরনের কালারফুল পেইন্টিং গুলো দেখতে সুন্দর লাগে। পেইন্টিং এর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
যেকোনো চিত্রাংকনের মাঝে গ্রামের দৃশ্য সবচেয়ে বেশি সুন্দর ভাবে ফুটে ওঠে। আমি মাঝে মাঝে মোম রং অথবা পেন্সিল রঙ দিয়ে অংকনের চেষ্টা করতাম। তাই আজ একটি গ্রামের দৃশ্য আমি এক্রলিক রং দিয়ে করার চেষ্টা করেছি এবং পেইন্টিংটির প্রতিটি ধাপ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি।
আপনার আর্টের মধ্যে তো রংয়ের ছড়াছড়ি দেখছি। যেটা যে কোন মানুষকে আকর্ষণ করতে বাধ্য। নিচের ঘরটা যেটা তৈরি করেছেন, সেটা হালকা একটু বেঁকে গেলেও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর আপনার উপস্থাপনা চমৎকার ছিল।
জি ভাইয়া আমার আর্ট এর মধ্যে ছড়াছড়ি কারণ এই আয়াতের মধ্যে বিভিন্ন রং করতে হয়েছে। আমার এই আর টি আপনাকে আকর্ষিত করেছে তা জেনে আমার কাছে অনেক ভালো লাগছে। নিচের ঘরটা একটু বাঁকানো অন্যদিকে ফিরানো তাই।
অ্যাক্রলিক পেইন্টিং গ্রামের দৃশ্য বাহ্ দারুন হয়েছে। চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। গ্রামের দৃশ্য গুলো ভীষণ ভালো লাগে। আপনার উপস্থাপনা ভালো ছিলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।
অ্যাক্রোলিক পেন্টিং করতে আমার কাছে ভালো লাগে আমি এর আগে আরেকটি পেন্টিং করেছি এরকম। গ্রামের দৃশ্য আমার কাছেও অনেক ভালো লাগে। আপনার শুভ কামনার জন্য অসংখ্য ধন্যবাদ।
নিচের ঘরগুলো বাঁকা হয়ে গিয়েছে, ঘূর্ণিঝড় মনে হয়😆।মজা করলাম।খুব সুন্দর হয়েছে। রং কম্বিনেশন টা খুব সুন্দর হয়েছে। অ্যাক্রলিক রং দিয়ে আমি এখন কোন কাজ করিনি।আমার বেশ ভয় লাগে,মনে হয় ল্যাপটে যাবে।আপনি খুব সুন্দর করে পেইন্টিং করেছেন।ধন্যবাদ
দিয়ে গ্রামের দৃশ্য আঁকা এটি আমার প্রথম অংকন তাই হয়তো ঘরকে একটু বেঁকে গিয়েছে। তবে চেষ্টা করব পরবর্তীতে আরো সুন্দরভাবে তৈরি করার। আমিও প্রথমে ভয় পেতাম না জানি কেমন হবে কিন্তু এখন মনে হচ্ছে অবশ্যই পারবো।
আপু আপনি খুব সুন্দর একটি গ্রামের দৃশ্য পেইন্টিং করেছেন। বেশ সুন্দর হয়েছে দৃশ্যটি। পেন্টিং টি দেখতে অনেক কালারফুল লাগছে। কে বলেছে আপনি দক্ষ না, খুবই সুন্দর হয়েছে আপু চালিয়ে যান আপনি আরো বেশি পারবেন। আপনাকে ধন্যবাদ আপু সুন্দর একটি পেন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সত্যিই আপু আমি অতটা দক্ষ না তবে আপনার এই অনুপ্রেরণায় মনে হচ্ছে আমি ভালো কিছু করতে পারবো। আমি চেষ্টা চালিয়ে যাব এবং মাঝে মাঝে শেয়ার করব। আপু আপনার এই সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সব সময় সাপোর্ট করবেন।
আমিও মাঝে মাঝে বিভিন্ন ধরনের আর্ট শেয়ার করে থাকি কিন্তু অ্যাক্রলিক্রক রং ব্যবহার করে খুব একটা আর্ট করি না। অ্যাক্রলিক্রক রং ব্যবহার করে শেয়ার করা আর্ট টি খুবই সুন্দর হয়েছে । গ্রামের সুন্দর একটা দৃশ্য আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।
আমি আগেই মোম রং বিয়ে করা চিত্র গুলো বেশি করতাম এখন ভাবলাম দিয়ে আঁকার চেষ্টা করি। তাই আমি একরাম দিয়ে গ্রামের একটি দৃশ্য আঁকার চেষ্টা করেছি আশা করি আমার এই দৃশ্যটি আপনাদের পছন্দ হয়েছে। ধন্যবাদ মতামতের জন্য।
এরকম একটি সুন্দর গ্রামে যদি থাকতে পারতাম তাহলে বেশ ভালো হতো। গ্রামীণ দৃশ্যগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। আপু আপনার পেইন্টিং সত্যি বলতে মনে হয় যেন রং তুলির ছোঁয়ায় সত্যিকারের গ্রাম ফুটে উঠেছে। সত্যি আপু আপনার পেইন্টিং অসাধারণ হয়েছে। আপনি অনেক দক্ষতার সাথে এই দারুন পেইন্টিং করেছেন।
আপু আপনার মত আমার কাছেও খুবই ভালো লাগে এ ধরনের চিত্র দেখতে তাই নিজে নিজে অংকন করার চেষ্টা করলাম। আমারও মাঝে মাঝে ইচ্ছে করে এরকম একটি গ্রামে যদি বাস করতে পারতাম। তাইতো আমি খুব সুন্দর একটি গ্রামের দৃশ্য অঙ্কন করার চেষ্টা করেছি।
আপু গ্রামের দৃশ্যের পেইন্টিংটা খুবই সুন্দর হয়েছে। রং তুলিতে খুব সুন্দর ভাবে কালার করেছেন। মনে হচ্ছে ছবি যেন কথা বলছে।গ্ৰামের দৃশ্যের পেইন্টিং এমনিতেই অনেক ভালো লাগে আমার। তারপর আবার আপনার চমৎকার পেইন্টিং দেখে খুবই ভালো লেগে গেল। ধন্যবাদ সুন্দর পেইন্টিংটি শেয়ার করার জন্য আপু।
রং তুলি দিয়ে আমার মনের মাধুরী মিশিয়ে আমি একটি গ্রামের দৃশ্য অঙ্কন করেছি। এই দৃশ্যটি আমার অনেক পছন্দ। দূর থেকে ছোট ছোট ঘর গাছপালা গুলো দেখা যাচ্ছে এমনই চিত্র অঙ্কন ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে আমার কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ।
অ্যাক্রলিক পেইন্টিং গুলো দেখতে আমার অনেক ভালো লাগে। এভাবে কখনো পেইন্টিং করা হয়নি। আপনার এত সুন্দর গ্রামের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিভিন্ন কালার দিয়ে গ্রামের দৃশ্য আঁকাতে দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অ্যাক্রোলিক পেইন্টিং গুলো আমার কাছে অনেক ভালো লাগে আমিও এর আগে কখনো করিনি। এই প্রথম করেছি তাই হয়তো পুরোপুরি পারফেক্ট হয়নি। বিভিন্ন রং দিয়ে গ্রামের সম্পূর্ণ দৃশ্যটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কতটুকু ভালো হয়েছে আমি জানিনা তবে আপনাদের মন্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে।
অনেকদিন এমন চমৎকার গ্রামের দৃশ্য দেখা হয় না। অ্যাক্রিলিক পেইন্ট কালার দিয়ে চমৎকার একটি গ্রামের দৃশ্য পেইন্টিং করেছেন। রংয়ের সংমিশ্রণ গুলো আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। এভাবেই ভাল কাজগুলো আমাদেরকে উপহার দিয়ে যান এবং সামনের দিকে এগিয়ে যান আপু। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।
অ্যাক্রলিক রং দিয়ে যে কোন দৃশ্য আঁকলে খুবই সুন্দর হয় কিন্তু আমি অতটা দক্ষ নই তাই অতটা পারফেক্ট হয়নি। তবে চেষ্টা করতে করতে নিশ্চয়ই ভালো ভালো দৃশ্য আপনাদেরকে উপহার দিতে পারব। ধন্যবাদ আপু মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।