বর্তমান সময়ের সমাজ ব্যবস্থায় এমন অবস্থানে দাঁড়িয়েছে যে একজন বিসিএস ক্যাডার হচ্ছে সকল দিক থেকে সেরা। সেরা অবশ্য আমিও বলি কিন্তু এই সেরাটি হতে গিয়ে মানুষ কত সময় লস করে। এই ছোট্ট জীবনকে বন্দী করে ফেলে পড়াশোনার পেছনে। তারপরেও মানা যেত যদি সবাই চাকরি পেতো কিন্তু এত পড়াশোনা করার পরেও যখন সেসব দিয়ে এসে চাকরিটা পাওয়া হয় না তখন ওই জীবনে ব্যর্থতা ছাড়া আর কিছুই নেই। তাই আমিও বলবো সবাইকে চাকরির খুঁজলেও তার পাশাপাশি উদ্যোক্তা হওয়াটাই বেশি জরুরী।
ঠিক বলেছেন আপু, আমার ও একই অবস্থা।