দারুণ স্বাদের পটেটো রোল রেসিপি //১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা 🧕🧕
আসসালামু আলাইকুম 🙋♀️🙋♀️
প্রীতি ও শুভেচ্ছা 💐💐
আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে খেতে পছন্দ করি। তাই একেক সময় একেক রকমের মজাদার পিঠা বানাই।
তাইতো আজ আপনাদের মাঝে আমি যে রেসিপি টা নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে স্পেশাল পটেটো রোল রেসিপি।রোল আমাদের পরিবারের সবারই খুব পছন্দ। সেটা যে কোন রোল ই হোক না কেন।টেষ্টি রোল বানিয়ে ফেলুন সবাই ঝটপট আমার মত করে।
আমার মনে হয় সবারই কম-বেশি রোল পছন্দ । তাহলে চলুন আজ আমার পটেটো রোল তৈরীর পদ্ধতি গুলো ধাপে ধাপে দেখা যাক।
প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
- আলু
- ময়দা
- পেঁয়াজ কুচি
- কাঁচা মরিচ কুচি
- শুকনো মরিচ
- জিরার গুঁড়ো
- লবণ
- সয়া সস
- তেল
প্রথম ধাপ |
---|
- প্রথমে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আলু নরম করে নিলাম।
দ্বিতীয় ধাপ |
---|
- এবার ময়দার মধ্যে পরিমাণ মত পানি ও অল্প একটু তেল দিয়ে খামির বানিয়ে নিলাম।
তৃতীয় ধাপ |
---|
- এবার আলুর মধ্যে সবগুলো মসলা মাখিয়ে নিলাম।
চতুর্থ ধাপ |
---|
- এবার রুটি বানিয়ে লম্বা করে কেটে মাঝখানে আলু রোল করে বসিয়ে নিলাম।
পঞ্চম ধাপ |
---|
- তারপর আলু দিয়ে রোল করে বানিয়ে নিলাম।
চূড়ান্ত ধাপ |
---|
- এবার একটি কড়াইয়ে পরিমাণ মত তেল দিয়ে তার মধ্যে গুলো ভেজে নিলাম। রোল এখন খাওয়ার উপযোগী।
- পটেটো রোলগুলো পরিবেশন করে ছবি তুলে নিলাম।
আশা করি আমার আজকের রেসিপি টি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে পোস্ট টি দেখার জন্য |
---|
আপনারা পারেনও বটে, কোথায় থেকে যেন ইউনিক রেসিপিগুলো নিয়ে আসেন। আপনাদের এ ধরনের রেসিপি খাওয়া তো দূরের কথা নাম ও শুনিনি। আলু দিয়ে খুব সুন্দর করে রোল বানিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলেছেন এবং জিনিসটি বেশ চমৎকার এবং সুস্বাদু মনে হচ্ছে। বাসায় একদিন ট্রাই করতে হবে ধন্যবাদ আপনাকে।
মন্তব্য পড়ে বেশ ভালো লেগেছে ভাইয়া।ধন্যবাদ
আপু সকাল সকাল আপনার পটেটো রোল রেসিপি দেখে অনেক ভালো লাগলো ৷দেখে তো মনে হয় অনেক সুস্বাদু হয়েছে ৷আর আপনি খুব মনযোগ দিয়ে রেসিপি টা করেছেন তা দেখে বোঝা যাচ্ছে ৷খুব সুন্দর করে ধাপ গুলো লিখেছেন ৷ধন্যবাদ আপু সকাল সকাল এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য
আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য
আপু এই গুলো অত্যাচার হচ্ছে , সকাল সকাল পছন্দের খাবার রেখে চলে গেলেন বললেন না যে আপনারা ইফতারিতে নিয়ে খাইয়েন।খুবই মজার রেসিপি শেয়ার করছেন আপু , ধাপ গুলো খুবই সুন্দর করে আমাদের দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে
আমি তো খাবার পাঠিয়ে দিলাম ইফতারে খেয়ে নেবেন। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য
আপু মনি সবার কথা বলতে পারবো না কিন্তু রোল আমার খুবই পছন্দ, রোল কাওয়ার কত গল্প রয়েছে আপু তবে আপনার মত কখনো বাসায় রোল তৈরি করে খাওয়া হয়নি, আপনার পটেটো রোল গুলো দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছি, সত্যি অনেক লোভনীয় করে পটেটো রোল তৈরি করেছেন আপু মনি, শুভকামনা রইলো আপনার জন্য
আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য
পটেটো রোল রেসিপি খুবই লোভনীয় হয়েছে আপু। আপনি অনেক লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন। এই রেসিপি দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। তেলে ভাজা পটেটো রোল আমার কাছে খেতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে এই রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আপু আপনার জন্য শুভকামনা রইল।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য
আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে দারুন স্বাদের পটেটো রোল রেসিপি শেয়ার করেছেন। এই পটেটো রোল রেসিপি আমার কাছে অনেক বেশি সুস্বাধু লাগে আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে এই রেসিপিটি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি পটেটো রোল রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য
খুবই অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন আপনি। আমি তো আর লোভ সামলাতে পারছিনা আপনার রেসিপি দেখে। পটেটো রোল খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার পটেটো রোল রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপু আপনি খুবই চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন যে রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে খেতে। পটেটো রোল খেতে আমি ভীষণ পছন্দ করি। আপনার পটেটো রোল দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য
চিকেন রোল খেয়েছি ভেজিটেবল রোল খেয়েছি কিন্তু এভাবে করে কখনো পটেটো রোল তৈরি করে খাওয়া হয়নি। দারুন একটি আইডিয়া দিয়েছেন আপু।পটেটো আমার অনেক বেশি ভাল লাগে এভাবে করে রোল করে খেলে তো কোন কথাই নেই। চপ বানানো হয়েছে কিন্তু এটা কখনো বানানো হয়নি আমি অবশ্যই আপনার রেসিপি দেখে ট্রাই করবো ইনশাআল্লাহ।
দারুন স্বাদের পটেটো রোল রেসিপিটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে।আমি আগে কখনো বাড়িতে বানানো পটেটো রোল রেসিপি দেখি নি ।আজকে প্রথম দেখে আমারও বানাতে ইচ্ছে হচ্ছে ।আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে এই রেসিপিটা উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।