DIY-(এসো নিজে করি)রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা 💁‍♀️💁‍♀️

আসসালামু আলাইকুম 🙋‍♀️🙋‍♀️

প্রীতি ও শুভেচ্ছা 🌹🌹

  • আশা করি সবাই ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি করতে আমার খুব ভালো লাগে।তাই আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি নিয়ে।

  • এখন আমি আমার তৈরী করা ওয়ালমেট টি ধাপে ধাপে বর্ণনা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

  • তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক

20220208_155543.jpg

প্রয়োজনীয় উপকরন সমুহঃ

  • রঙ্গিন কাগজ
  • কাগজের ব্যাগ
  • জরি সুতা
  • আঠা
  • কাঁচি ✂

20220204_204726.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমেই আমি একটি কাগজের ব্যাগ নিয়ে সমান করে কেটে তার উপর সাদা কাগজ আঠা দিয়ে লাগিয়ে একটি বোর্ড বানিয়ে নিলাম।

20220204_210924.jpg

20220204_211234.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর একটি নীল কাগজ চিকন করে কেটে আঠা লাগিয়ে সাদা বোর্ডের দুই পাশে লাগিয়ে দিলাম।

20220204_212053.jpg

20220204_212216.jpg

20220204_212324.jpg

20220204_212514.jpg

20220204_212940.jpg

তৃতীয় ধাপঃ

  • এবার আমি আরেকটি নীল কাগজ নিয়ে কাঁচি দিয়ে পাতার মতো সাইজ করে কেটে নিলাম।

20220208_140615.jpg

20220208_140806.jpg

চতুর্থ ধাপঃ

  • এভাবেই আরেকটু ছোট সাইজের মোট চারটি পাতা কেটে নিলাম।

20220208_141007.jpg

20220208_145821.jpg

পঞ্চম ধাপঃ

  • তারপর আমি একটি হলুদ কাগজ নিয়ে চিকন করে কেটে এটি পাইপের মত তৈরী করে আঠা লাগিয়ে দিলাম। একইভাবে পাঁচটি পাইপ তৈরী করে নিলাম।

20220208_141127.jpg

20220208_141233.jpg

20220208_150339.jpg

ষষ্ঠ ধাপঃ

  • তারপর কেটে রাখা পাতার সাইজ গুলোর মাঝখানে পাইপগুলো বসিয়ে আঠা লাগিয়ে নিলাম। এরপর পাপড়িগুলো হাত দিয়ে একটু বাঁকা করে একটি ফুলের আকৃতি তৈরী করে নিলাম। একইভাবে পাঁচটি ফুল তৈরি করে নিলাম।

20220208_141518.jpg

20220208_141537.jpg

20220208_142045.jpg

20220208_151022.jpg

সপ্তম ধাপঃ

  • তারপর আমি একটি সবুজ কাগজ নিয়ে চিকন করে চিকন পাতা তৈরি করে নিলাম। এভাবে অনেকগুলো পাতা তৈরি করলাম।

20220208_152515.jpg

20220208_152611.jpg

20220208_152849.jpg

অষ্টম ধাপঃ

  • এবার আমি পাতাগুলোর নিচের এক অংশে আঠা লাগিয়ে ফুলের মাঝখানে লাগিয়ে দিলাম।

20220208_153442.jpg

20220208_153951.jpg

নবম ধাপঃ

  • তারপর আমি জরি সুতা গুলো নিয়ে ছোট ছোট করে কেটে গুড়া করে নিলাম।

20220208_154819.jpg

20220208_154306.jpg

দশম ধাপঃ

  • তারপর ওয়ালমেট এর দুই পাশে যে নীল কাগজটি লাগিয়েছি তার ওপর আঠা দিয়ে গুঁড়ো করা জরি কাগজ গুলো ছিটিয়ে লাগিয়ে নিলাম।

20220208_155559.jpg

20220208_155545.jpg

20220208_155543.jpg

চূড়ান্ত ধাপঃ

  • তারপর আমি ওয়ালমেট আটকানোর জন্য একটি মোটা সুতা নিলাম। সুতাটি ৩ প্যাচ দিয়ে ওয়ালমেট এর পেছনে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। এরপর ছোট একটি সাদা কাগজ আঠা দিয়ে জুতোর উপরে লাগিয়ে নিলাম যাতে সুতোর মাথা দেখা না যায়।

20220208_155751.jpg

20220208_155832.jpg

20220208_160129.jpg

তারপর আমি আমার তৈরি করা ওয়ালমেট টি দেয়ালে টানিয়ে নিলাম।

20220208_164842.jpg

বন্ধুরা আজকে আমার রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট টি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। কেমন হয়েছে আশা করি মন্তব্য করবেন ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

  • ওয়াও খুব দারুণ একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি আপু। আমার কাছে খুবই চমৎকার লেগেছে আপনার ওয়ালমেট তা দেখে। খুব যত্ন করে অনেক সময় ব্যয় করে আপনি এটি তৈরি করেছেন তা আপনার পোস্ট দেখলেই বুঝা যাচ্ছে। আমি মুগ্ধ হয়েছি আপনার কাজের অভিজ্ঞতা দেখে। শুভকামনা রইল আপনার জন্য
 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। ফুল গুলো খুবই চমৎকার হয়েছে। সাইডের ডিজাইনটি আমার কাছে ভালো লেগেছে। বর্ডার যদি আপনি চার সাইডে দিতেন তাহলে মনে হয় আরও বেশি আকর্ষণীয় হত। যাইহোক শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago (edited)

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার চমৎকার মতামত ব্যক্ত করার জন্য। আপু আমরা বেশির ভাগই বর্ডার চারপাশে দি। তাই আমি এটা একটু ব্যতিক্রম করার চেষ্টা করলাম।

 3 years ago 

কাগজ দিয়ে ওয়ালমেট তৈরিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার ওয়ালমেট এর কালার কম্বিনেশন টা দারুন ছিল। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন ও বর্ণনা করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সাপোর্ট মূলক মতামতের জন্য

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট সত্যি সুন্দর হয়েছে। এই রকম শিল্প কর্ম সত্যি দেখতে অসাধারণ লাগে। শুভকামনা রইল আপু

 3 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ মতামতের জন্য

 3 years ago 

আপনার রঙিন কাগজের ওয়ালমেট টি সত্যিই চোখ ধাঁধানো ছিল। খুবই সুন্দর ছিল যে আমি শুধু অনেকক্ষণ চেয়েছে দেখেছি। আর পরবর্তীতে আপনার রঙিন কাগজের ওয়ালমেট তৈরির ধাপ গুলো দেখলাম। খুবই ভালো লেগেছে আর এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপনার সাপোর্ট মূলক মতামতের জন্য

 3 years ago 

আপনি খুব সুন্দর করে চমৎকারভাবে রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন । দেখতে বেশ ভালো লাগছে। আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে ধাপসমূহ উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ আমার পোস্ট টি দেখে মতামত প্রদান করার জন্য

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি ফুলের ওয়ালমেটটি খুব সুন্দর ভাবে তৈরি করেছেন।তার মধ্যে কাগজের কালারটাও ভীষণ সুন্দর লাগছে।ফুলটি অনেকটা ধুতুরা ফুলের মতো দেখতে লাগছে। এবং আপনি রঙিন কাগজের ওয়ালমেটটি তৈরির প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করে দেখিয়েছেন।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ওয়ালমেট তৈরি করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্ট টি দেখার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। বিশেষ করে ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে যেন একদম বাস্তব ফুল। নীল রং এর কাগজ ব্যবহার করার কারণে আরো বেশি সুন্দর লাগছে। খুব ধৈর্য্য নিয়ে এই কাজটি করেছেন। আপনাকে ধন্যবাদ এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল 💕💜

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপনার চমৎকার মতামত প্রদান করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা আপনার ওয়ালমেট টি বেশ চমৎকার হয়েছে ।আমার কাছে দেখতে দারুন লাগছে। কাগজের কালারটি খুব সুন্দর হয়েছে যার জন্য আপনার ওয়ালমেট টি অনেক বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57673.98
ETH 2343.83
USDT 1.00
SBD 2.37