হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই আনন্দচিত্তে আজকের পোস্টটি করতে বসেছি। আমরা যারা আমার বাংলা ব্লগে কাজ করি তাদের সবার জন্য দ্বিতীয় বছর উদযাপনের দিনটি অনেক আনন্দের। এত সুন্দর একটি দিন সেলিব্রেশন করার উদ্দেশ্যে আমাদের সকলের প্রিয় ফাউন্ডার @rme দাদা চমৎকার একটি ডাইপ্রজেক্টের প্রতিযোগিতার আয়োজন করেছে। এই কমিউনিটিতে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিযোগিতা দেয়া হয়। আর প্রতিযোগিতার মাধ্যমে আমরা সকলে নিজেদেরকে যাচাই করার সুযোগ পাইএবং নিজেদের প্রাপ্য পুরস্কার টুকু জিতে নেই। আর পুরস্কার হচ্ছে একটি কাজের স্বীকৃতি। তাই পুরস্কার পেতে সবার কাছেই ভালো লাগে। তবে পুরস্কার না পেলেও এই কমিউনিটিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার কাছে ভালো লাগে।কারণ এতে করে আমার দুর্বলতা এবং কোন কাজ কতটুকু ভালো হয়েছে সেটাও বুঝতে পারি। এই প্রতিযোগিতায় আজ আমি অংশগ্রহণ করতে যাচ্ছি সুন্দর একটি ডাই প্রজেক্ট এর মাধ্যমে। আমার আজকের প্রজেক্ট এর বিষয়বস্তু হচ্ছে সূর্যের হাসি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি রঙিন কাগজ দিয়ে একটি সূর্য তৈরি করেছি এই সূর্যের মাঝখানে আমার বাংলা ব্লগ ,ডিস্কোর্ড ও স্টিমিট লিখে দিয়েছি। অর্থাৎ সূর্য যেমন আমাদের কে চারপাশ আলোকিত করে ঠিক তেমনি আমার বাংলা ব্লগ ও আমাদের কাজের মাধ্যমে আমাদেরকে আলোকিত করছে। এমন চিন্তা ধারা থেকেই আমার আজকে এই পোস্ট। তাহলে চলুন আমার ডাই প্রজেক্টটি দেখে নেয়া যাক।





- প্রথমে আমি একটি রঙিন কাগজ নিয়ে সেটি নিয়ে আঠা লাগিয়ে পাইপ বানিয়ে নিয়েছি।


- এভাবে অনেক গুলো পাইপ বানিয়ে নিয়েছি।

- এবার একটি নীল রঙিন কাগজ গোল করে কেটে নিলাম।


- এবার একটি সাদা কাগজের মাঝখানে গোল কাগজটি আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

- এবার গোলের উপর আমার বাংলা ব্লগ,স্টিমিট, ডিসকর্ড লিখে নিলাম।


- এবার গোল কাগজটির পাশে পাইপের মতো কাগজগুলো আঠা দিয়ে লাগিয়ে নিলাম।



- এভাবে সূর্যের মত একটি ছোট একটি বড় পাইপ চারপাশে লাগিয়ে নিলাম।


- এবার একটি লাল কাগজ নিয়ে কোনাকুনি ভাবে তিন ভাঁজ করে নিলাম।



- এবার কাঁচি ✂️ দিয়ে কেটে ফুল বানিয়ে নিলাম।


- এবার ফুলগুলো গোলের চারপাশে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

- একইভাবে পাইপ গুলোর উপরে ফুলগুলো আঠা দিয়ে লাগিয়ে নিলাম।


- এবার সম্পূর্ণ ফুলটির ছবি তুলে নিলাম।




🌺 আশা করি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺 |
🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺 |
ওয়াও আপু আপনি আজ আমাদের মাঝে অনেক দক্ষতার সহিত আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ইউনিক ডাই প্রজেক্ট ধাপে ধাপে তৈরি করে শেয়ার করেছেন। সত্যিই অনেক ইউনিক ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য শুভকামনা রইল আপনার জন্য আপু।
আসলেই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগে।কয়েকদিন পরপরই যে কোন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমি ধাপে ধাপে প্রতিটি পর্যায় দেখানোর চেষ্টা করেছি।
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি ইউনিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার ডাই প্রজেক্টটি এককথায় চমৎকার হয়েছে। এই ধরনের কাজের মাধ্যমে সৃজনশীলতার প্রকাশ ঘটে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
আপনাকে ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কারণে আমাকে অভিনন্দন জানানোর জন্য। আসলেই এই ধরনের কাজের মাধ্যমে আমাদের সৃজনশীলতার প্রকাশ ঘটে তাই আমার কাছে খুবই ভালো লাগে।
আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে। মাঝখানের অংশে আমার বাংলা ব্লগ, স্টিমিট, ডিসকোর্ড লেখাগুলো লেখার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ফুলগুলো খুব সুন্দর ভাবে দিয়েছেন, যার কারণে খুব সুন্দর ভাবে এটি ফুটে উঠেছে। এরকম কাজ গুলোর মাধ্যমে সত্যি নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে। প্রতিযোগিতার মাধ্যমে সবাই নিজেদের সৃজনশীলতা প্রকাশ করতে পারে।
আসলে আমি যে ফুলটি বানিয়েছি এটি একটি সূর্যের মতো তৈরি করেছি। আর মাঝখানে আমার বাংলা ব্লগ, স্টিমিট, ডিসকোর্ড লিখেছি যেন সূর্য আলোকিত করে রেখেছে আমাদের এই কমিউনিটিতে।
অনেক সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার কাছে তো ওয়ালমেট অনেক সুন্দর লেগেছে। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
ডাইপ্রজেক্ট সবারই পছন্দের বিষয়। কিন্তু আমি হয়তো অতটা দক্ষতার সাথে সম্পন্ন করতে পারিনি আমার কাজ যতটুকু সম্ভব চেষ্টা করেছি।কারন আমি একটু ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হচ্ছে।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ডাই পোস্ট আপনি তৈরি করেছেন। আপনারে ডাই পোস্টে দেখে মনে হচ্ছে সূর্যের মতোই কিরণ দিচ্ছে। রঙিন কাগজ দিয়ে সুন্দর সুন্দর তৈরি করে পাইপ গুলোর উপরে লাগিয়ে দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার একটি ডাই পোস্ট তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে পোস্ট তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার তৈরি করা ফুলটি সূর্যের মতোই কিরণ দিচ্ছে। আর এর মাঝখানে আমি আমাদের কমিউনিটি সম্পর্কে লিখেছি।
ভালো লাগার মত একটি ডাই প্রজেক্ট নিয়ে আজ আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপু। আপনার এত সুন্দর একটি কারু কাজ দেখে আমি মুগ্ধ হয়েছি। খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন ধাপে ধাপে। কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।