কিছু ফুলের ফটোগ্রাফি
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা
আসসালামুয়ালাইকুম
প্রীতি ও শুভেচ্ছা
আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ।আজ আমি আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য এসেছি। ফটোগ্রাফি করতে আমার কাছে খুবই ভালো লাগে। যেখানেই সুন্দর কিছু দেখি সেখানেই আমি ফটোগ্রাফি করে ফেলি। আর ফুলের সৌন্দর্য তো সবসময়ই অমলিন।
ফুল শুধু মানুষের মাঝে তার সৌন্দর্য বিলিয়ে দিতে পারে।আর সেই সৌন্দর্যকে ধারণ করার জন্য আমরা ফটোগ্রাফি করে থাকি। কোথাও গেলে যদি আমরা সুন্দর কোন ফুল দেখি বা প্রকৃতির কোন সুন্দর রূপ দেখি সেটি বারবার দেখার জন্য ফটোগ্রাফি করাটাই মূল লক্ষ্য। যাতে করে পরবর্তীতে সেই জিনিসটি আবার দেখতে পারি ফটোগ্রাফির মাধ্যমে। তাইতো আজ আমি আপনাদের মাঝে কিছু ফুলের ফটোগ্রাফি দেখাতে হাজির হয়ে গেছি। তাহলে চলুন ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
কসমস ফুল
- এই ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর। এই ফুলের পাপড়ি গুলো খুবই পাতলা এবং নরম। এই ফুলের পাপড়ির রং গোলাপি কালার এবং ভিতরের অংশ হলুদ কালার। আমার কাছে অনেক ভালো লাগে কসমস ফুল। তাইতো কসমস ফুলের ফটোগ্রাফি করে ফেললাম কারণ এর সৌন্দর্য আমি আমার মোবাইলে রাখতে চেয়েছি।
পিটুনিয়া ফুল
- পিটুনিয়া ফুল দেখতে কিছুটা কলমি ফুলের মত লাগে। এর পাপড়ি গুলো মাইকের মতো দেখতে। উপরের অংশ হালকা গোলাপি নিচের অংশ হালকা সাদা রঙের দেখতে খুবই সুন্দর লাগে। এই ফুলের পাতা হয় খুবই ঘন এবং অনেকগুলো পাতায় একসাথে দেখতে অনেক সুন্দর দেখায় ।চারপাশে সবুজ পাতাগুলো মাঝখানে ফুলের রং দেখতে খুবই আকর্ষণীয় লাগে।
গোলাপ ফুল
- ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। আর এই সৌন্দর্যের মধ্যে সেরা হচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুল যে কোন দিবসে মানুষ একে অপরকে উপহার দেয় । তাইতো গোলাপ ফুলকে বলা হয় ভালোবাসার প্রতিক।গোলাপ ফুলের পাপড়ি এতটাই সৌন্দর্যে দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। এই গোলাপ ফুলটি খুব বেশি তাজা নয় তবুও আমার কাছে ভালো লেগেছিল তাই ছবি তুলে ফেলেছি।
গাঁদা ফুল
- গাঁদা ফুল সকলের কাছেই পরিচিত একটি ফুল। এই ফুল খুব সহজেই উৎপাদন করা যায়। ছোটবেলায় আমি আমার বাগানে অনেক ধরনের গাঁদা ফুল গাছ রোপন করতাম। গাঁদা ফুল একসাথে অনেকগুলো দেখতে অনেক সুন্দর লাগে।গাঁদা ফুলের বিভিন্ন জাত রয়েছে একেক জাতের ফুল একেক রঙের হয়। কোনটি হালকা কালার কোনটি গাঢ় কালার। একটি ফুলের দোকানে এই ফুলগুলো দেখে আমি ছবি তুলে নিয়েছি।
স্পাইডার ফ্লাওয়ার
- এই ফুল গুলোর নাম স্পাইডার ফ্লাওয়ার। এই ফুলের নাম স্পাইডার ফ্লাওয়ার দেওয়া হয়েছে কেন আমি জানিনা।তবে দেখতে মনে হয় কিছুটা মাকড়সা জালের মত। ছোট ছোট পাপী যুক্ত সেজন্যই হতে পারে। মোটামুটি ফুলগুলো ভালই লাগছিল ।একটি বাগানে ফুল গুলো দেখে ছবি তুলে দিলাম
নাম না জানা ফুল
- এই ফুল দিয়ে আসলে একটি কাপড়ের ফুল। অনেক সময় আমরা আমাদের ফুলদানিতে এ ধরনের ফুল গুলো রেখে ছবি তুলি। এই ফুলগুলো একটি ফুলের দোকানে দেখেছিলাম ।যারা ঘরে ফুল সাজাতে চায় তারা এই ফুলগুলো নিয়ে কিনে নেয়।
চন্দ্রমল্লিকা ফুল
- চন্দ্রমল্লিকা ফুল দেখতে আসলেই অনেক অসাধারণ। আসলে যে কোন ফুলে আমার কাছে অনেক সুন্দর লাগে। চন্দ্রমল্লিকার ফুলের ছোট ছোট অসংখ্য পাপড়ি যুক্ত। এই ফুলগুলো হচ্ছে গাঢ় হলুদ রঙের যা দূর থেকে খুব সহজেই চেনা যায়। ভেতরে অসংখ্য ছোট ছোট পাপড়ি। যে কোন স্টেজ সাজাতে এই ফুলগুলো খুবই অসাধারণ ভূমিকা রাখে।
🌺 আশা করি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺 |
---|
🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺 |
---|
আপনার মত আমিও যখনই সুন্দর কোন কিছু দেখি তখনই ফটোগ্রাফি করে নেই। আর ফুলের ফটোগ্রাফি আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। কসমস ফুলের ফটোগ্রাফি টা দারুন লেগেছে। স্পাইডার ফ্লাওয়ার এর নাম আজকে প্রথম শুনলাম। ফুলগুলো দেখতেও খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আসলে ঠিক তাই আমরা যেখানেই সুন্দর কিছু দেখি সেখানেই ফটোগ্রাফি করে ফেলি। আর ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আসলে স্পাইডার ফ্লাওয়ার নাম আমিও জানতাম না গুগল থেকে জানতে পারলাম হাহাহা।
আমিও চেষ্টা করি আমার চোখে যা ভালো লাগে তাই ফটোগ্রাফী করার। ফুল সৌন্দর্যের প্রতীক এবং অপার সৌন্দর্যের আধার।
আপনার ফুলের ছবিগুলো অসাধারণ ছিল আর গোলাপ আমার সবসময়ই ভীষণ ভালো লাগে।
আসলে ভাইয়া সুন্দর কিছু দেখলে সেটা ফটোগ্রাফি করে নিজের মোবাইলে রাখতে পারলে অনেক বেশি ভালো লাগে। ফুল হলো সৌন্দর্যের প্রতীক। ফুলের ছবি না তুললে তো হবেই না। তাইতো আজ আমি ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।
বাহ্ আপনি তো বেশ ভালো ফটোগ্রাফি করেন আপু।ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার লাগছে।গোলাপ,পিটুনিয়া,নাম না জানা ফুলের ফটোগ্রাফি জাস্ট অসাধারণ।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি করতে আমার কাছে খুবই ভালো লাগে। এর মধ্যে ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে যে ফুলগুলো ছিল সবগুলোই আমার পছন্দের ফুল। আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
বাহ্!আপনার সবগুলো ফটোগ্রাফিই খুব অসাধারণ লাগছে। ফুল গুলো দেখতে খুবই সুন্দর । আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমার ফটোগ্রাফি করা ফুলগুলো আপনার পছন্দ হয়েছে জেনে অনেক ভালো লাগছে ।আসলে ফুলের ফটোগ্রাফি সবাই পছন্দ করে। কারণ ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবেনা।
বাহ আপনি তো বেশ ভালো ফটোগ্রাফি করেন দেখছি।আপনার শেয়ার করা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে, তবে বিশেষ করে কসমস ফুল এবং স্পাইডার ফ্লাওয়ার এর ফটোগ্রাফি আমার কাছে একটু বেশি ভালো বলে মনে হল।
আমার কাছে ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে। তাই আমি যেখানেই যাই সেখানেই ফটোগ্রাফি করার চেষ্টা করি। কসমস ফুল আসলে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আসলে যারা ফটোগ্রাফার এবং যারা আমার বাংলা ব্লগ কমিউনিটিরল ইউজার তারা ভালো কোন কিছু দেখলে ছবি না তুলে থাকতে পারে না। যাইহোক আপু আপনি এত ফুলের ফটোগ্রাফি করলেন, যা সুন্দর ছিল। দুঃখের বিষয় হল আমি এখানে গাধা আর গোলাপ ছাড়া আর কোন ফুল ই চিনি না।
এটা একদম ঠিক বলেছেন আপু যারা ফটোগ্রাফার এবং যারা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করে তারা সবাই কিন্তু বেশ ভালো ভালো ফটোগ্রাফি করার চেষ্টা করে ।তাই আমিও ফটোগ্রাফি করার চেষ্টা করি। আপু আসলেই আমিও অনেক ফুল চিনি না।
আপু আপনার ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লেগেছে। প্রতিটা ফুল দেখতে খুবই সুন্দর। এমন সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায় না। সবগুলো ফুল দেখতে সত্যি অনেক সুন্দর। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপু আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে তাই আমার কাছেও ভালো লাগছে। একদম ঠিক বলেছেন সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফিক না করে থাকা যায় না। মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
আপনি ঠিক বলছেন আপু ফুল মানুষকে সৌন্দর্য বিলিয়ে দেন আর সেই সৌন্দর্য মানুষ দেখার জন্য ফটোগ্রাফি করে রাখেন। আপনিও খুব সুন্দর ফটোগ্রাফি নিয়েছেন বারবার দেখার জন্য। আমার কাছে তো স্পাইডার ফ্লাওয়ার এবং চন্দ্রমল্লিকা ফুল ভীষণ ভালো লেগেছে আপু।
আসলেই ফুল এমন একটি জিনিস যা শুধু সৌন্দর্য বিলিয়ে দেয় মানুষের মাঝে। আর তাইতো ফুলের সৌন্দর্যকে ধরে রাখার জন্যই আমি ফটোগ্রাফি করে নিলাম। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।