একটি এলোভেরা গাছের রোপন ও পরিচর্যা//১০% প্রিয় লাজুক খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা

আসসালামুয়ালাইকুম

প্রীতি ও শুভেচ্ছা

আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি অ্যালোভেরা গাছের রোপণ ও যত্ন নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে।

  • যুগ যুগ ধরে অ্যালোভেরার গুণাবলী সম্পর্কে আমরা সবাই অবগত আছি। অ্যালোভেরা আমাদের শরীর, চুল, ত্বক সবকিছুর জন্য খুবই উপকারী একটি ঔষধি গুণাবলী সম্পন্ন গাছ। তাই এই অ্যালোভেরা প্রত্যেকের বাড়িতে থাকা উচিত। যেহেতু এটি খুব সহজেই চাষ করা যায় যেকোনো একটি টবের মাধ্যমে। তাই এলোভেরা গাছ রোপন করা সবারই প্রয়োজন। অ্যালোভেরার উপকারিতা রয়েছে অনেক। অ্যালোভেরা কোলেস্টরলের মাত্রা কমিয়ে দেয়। এটি ব্লাড প্রেসার কে নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। তাই অ্যালোভেরার শরবত খাওয়া আমাদের সবার জন্যই প্রয়োজন। পেটের বিভিন্ন সমস্যা দূর করে। এলোভেরা চুলের যত্নে ও ত্বকের যত্নে ও এলোভেরার ভূমিকা জুড়ি নেই। আজ আমি আমার টবে এলোভেরা গাছ রোপন এবং যত্ন সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন দেখে নেয়া যাক।

20220324_181227.jpg

  • প্রথমে আমি কিছু মাটি নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে ভালো করে ঝুরঝুরে করে তার মধ্যে শুকনো গোবর মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।

20220324_180035.jpg

20220324_180043.jpg

  • এবার সামান্য কিছু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমার মাটি প্রস্তুত করা শেষ।

20220324_180243.jpg

  • এবার আমি একটি ছোট এলোভেরার চারা নিলাম।তারপর টবে মাটি নিয়ে চারাটি রোপণ করলাম।

20220324_180412.jpg

20220324_180418.jpg

  • এবার ভালো ভাবে মাটি সমান করে নিলাম।

20220324_180521.jpg

20220324_180524.jpg

  • এবার গাছে দুদিন পর পর পানি দিলাম।আর প্রতিদিন পানি দেয়া যাবে না।

20220324_180959.jpg

20220324_180545.jpg

20220324_180626.jpg

20220324_180630.jpg

  • গাছ বড় হওয়ার পর ছবি তুলে নিলাম।

20220324_181126.jpg

20220324_181158.jpg

20220324_181221.jpg

আশা করি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য

Sort:  
 2 years ago 

এই পোস্ট টি সম্পন্ন করতে আপুর তো অনেক দিন লেগেছে। গাছ লাগানো থেকে শুরু করে পরিচর্যা করে ধীরে ধীরে বড় করা পর্যন্ত। ইউনিক পোস্ট ছিলো। শুভেচ্ছা রইলো।

 2 years ago 

অ্যালোভেরা আসলে আমাদের জন্য অনেক বেশি উপকারী। এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় আপনি গাছ রোপন করা শুরু থেকে বড় হওয়ার পদ্ধতি দেখিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

অ্যালোভেরা আমাদের শরীর, চুল, ত্বক সবকিছুর জন্য খুবই উপকারী একটি ঔষধি গুণাবলী সম্পন্ন গাছ

আপনি একদম ঠিক বলেছেন আপু অ্যালোভেরা গাছ আমাদের জন্য খুবই উপকারী। আমিও আমার বাড়িতে অনেকগুলো অ্যালোভেরা গাছ লাগিয়েছে। আপনি আমাদের মাঝে চমৎকারভাবে অ্যালোভেরা গাছ লাগানোর পদ্ধতি এবং এর পরিচর্যার পদ্ধতি শেয়ার করেছেন।

 2 years ago 

আসলেই আপু আপনি একেবারেই ঠিক বলেছেন প্রত্যেকের বাসায় একটা করে হলে ও এ্যালোবেরা গাছ থাকা প্রয়োজন।

যুগ যুগ ধরে অ্যালোভেরার গুণাবলী সম্পর্কে আমরা সবাই অবগত আছি। অ্যালোভেরা আমাদের শরীর, চুল, ত্বক সবকিছুর জন্য খুবই উপকারী একটি ঔষধি গুণাবলী সম্পন্ন গাছ। তাই এই অ্যালোভেরা প্রত্যেকের বাড়িতে থাকা উচিত। যেহেতু এটি খুব সহজেই চাষ করা যায় যেকোনো একটি টবের মাধ্যমে। তাই এলোভেরা গাছ রোপন করা সবারই প্রয়োজন। অ্যালোভেরার উপকারিতা রয়েছে অনেক।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60147.92
ETH 2613.63
USDT 1.00
SBD 2.55