রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি//১০% প্রিয় লাজুক খ্যাককে
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা🧕🧕
আসসালামু আলাইকুম 🙋♀️🙋♀️
প্রীতি ও শুভেচ্ছা 🌺🌺
আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করতে খুব পছন্দ করি। নিজের হাতে ঘরে ব্যবহৃত যেকোনো জিনিস রঙিন কাগজ দিয়ে বানাতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাইতো যখন তখন রঙিন কাগজ নিয়ে বসে যাই মনের মত কিছু তৈরি করতে। আজ বানিয়েছি রঙিন কাগজ দিয়ে একটি নকশা।তাই আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করলাম।
এইধরনের নকশা বানিয়ে ঘরে সাজালে ঘরের সৌন্দর্য বেড়ে যায়। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে স্টেজে ও সাজানো যাবে। এই ধরনের নকশাগুলো বানাতে খুব বেশি সময় ও লাগে না। অল্প সময়ে তৈরি করা যায়।
এখন আমি রঙিন কাগজ দিয়ে বানানো কাগজের নকশাটি বানানো পদ্ধতি ধাপে ধাপে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। তাহলে চলুন শুরু করা যাক
💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘 |
---|
- রঙিন কাগজ
- কাঁচি
- কলম
💘 ১ম ধাপ💘 |
---|
- প্রথমে একটি রঙিন কাগজ নিয়ে বর্গাকৃতির ভাজ করে কেটে নিলাম।
💘 ২য় ধাপ💘 |
---|
- এবার তিন কোণ করে দুই দিক থেকে ভাঁজ করে নিলাম।
💘 ৩য় ধাপ💘 |
---|
- এবার আরেক ভাজ করে নিলাম।
💘 ৪র্থ ধাপ💘 |
---|
- এবার নিজের মত করে একটি ফুল একে নিলাম।
💘 ৫ম ধাপ💘 |
---|
- এবার ফুলটি কেটে নিলাম।
💘 ৬ষ্ঠ ধাপ💘 |
---|
- এবার কাটার পর ভাঁজ করে ছবি তুলে নিলাম।
💘 শেষ ধাপ💘 |
---|
- এবার সম্পূর্ণ নকশাটির ছবি তুলে নিলাম।
🌺 আশা করি আমার আজকের নকশা টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺 |
---|
🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺 |
---|
আপু রঙিন কাগজ দিয়ে তৈরি নকশাটি দারুন হয়েছে। আপনার কথা একদম ঠিক, রঙিন কাগজ দিয়ে সুন্দর নকশা করে ঘর সাজালে ঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। আপনার তৈরি নকশাটিও ঘরের সৌন্দর্য বাড়াবে বলে আশা করছি। রঙিন কাগজ দিয়ে নকশা তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি নকশা তৈরি করার চেষ্টা করেছি।কতটুকু সুন্দর হয়েছে আমি জানিনা তবে আপনাদের মন্তব্য আমাকে অনেক উৎসাহিত করেছে। আমি মনে করি খুব কম সময়ে এই নকশাগুলো তৈরি করা যায়। তাই যাদের হাতে সময় কম তারা বানাতে পারেন।
আপনার দক্ষতা সত্যি অসাধারণ ৷আর এগুলো সুন্দর নকশাঁ গুলো ঘরের দেয়ালে সাজিয়ে রাখলে দারুন লাগবে ৷ আপনার করা নকশাঁ করার বিষয়টি দারুন ছিল ৷ দেখে অনেক ভালো লাগলো রঙিন কাগজে কাচি দিয়ে কেটে কি সুন্দর নকশাঁ৷
ধন্যবাদ আরো ভালো কিছু নকশাঁ দেখতে পাবো ৷ এমনটাই প্রতার্শা
আমার কাজের দক্ষতা কতটুকু আমি জানিনা তবে আমি মাঝেমাঝে চেষ্টা করি এমন কিছু তৈরি করার। রঙিন কাগজ দিয়ে যেকোনো নকশা তৈরি করে দেয়ালে লাগালে অনেক ভালো লাগে। সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।
Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
আপনি ঠিক বলেছেন এই নকশা গুলো বানিয়ে সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগে। বিশেষ করে একটা সময় এই ধরনের কাগজের নকশা ব্যবহারিত হতো। যদি ও এখন সেটা প্রচলন খুব একটা নেই। অনেক ভালো ছিল ধন্যবাদ আপনাকে।
আমি মনে করি এই নকশাগুলো খুব সহজে বানিয়ে ঘর সাজানো যাবে। বিশেষ করে কোন অনুষ্ঠানে স্টেজে ব্যবহার করা যাবে। একটা সময় ছিল যখন রঙিন কাগজ দিয়ে বিয়ে বাড়ি ও সাজানো হতো। ধন্যবাদ আপনার মতামতের জন্য।
জ্বি এটা ঠিক বলেছেন এবং যদিও সেটি তেমন একটা দেখা হয়নি, তবে আগের মুভিগুলোতে দেখেছি ধন্যবাদ।
রঙের কাগজ দিয়ে এই নকশা তৈরি টা আমি বেশিরভাগ লক্ষ্য করছি হালখাতার অনুষ্ঠানে। একদিন আমাদের চাচাতো ভাই বাংলা ব্লগের ইউজার মারুফ আমাকে শেখানোর চেষ্টা করেছিল কিন্তু সেভাবে আমি পারি নাই। আসলে এটা পারাও একটা সুদক্ষ আর্ট এর বিষয়। বেশ ভালো লাগলো আপনার এই রঙিন কাগজের দক্ষতা দেখে। নকশার ভাঁজ করাটা শিখতে পারলাম
একদম ঠিক বলেছেন আমার এই কথাটি মনেই ছিলনা। হালখাতা অনুষ্ঠানে এই ধরনের নকশাগুলো ব্যবহার করা হতো। আপনার চাচাতো ভাই মারুফ আপনাকে এই ধরনের নকশাগুলো বানানোর জন্য চেষ্টা করেছিল। কিন্তু আপনি পারেননি তবে আমি মনে করি আবার চেষ্টা করুন বারবার চেষ্টা করলে অবশ্যই পারবেন।
রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছেও খুবই ভালো লাগে। ঠিক বলেছেন আপু এই নকশাগুলো বানাতে খুব একটা সময় লাগে না। আবার দেখতেও খুব চমৎকার লাগে। আগেকার দিনে বিয়ে বাড়ির স্টেজে এই নকশাগুলো সাজানো হতো। আপনার রঙিন কাগজ কেটে নকশাটি খুব সুন্দর হয়েছে। অনেক নিখুঁতভাবে কাগজটি কেটেছেন যার কারণে এত ভালো লাগছে দেখতে।
আপু আমার কাছেও রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে ভালো লাগে। তাই আমি মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে উপহার দেই আপনাদের মাঝে।। আগের দিনে বিয়েবাড়ির স্টেজে এই ধরনের নকশা গুলো দিয়ে সাজানো হত। আর এই নকশাগুলো বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগেনা ।
রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর ফুল তৈরি করেছেন আপু, রঙিন কাগজ দিয়ে তৈরি করা এই ধরনের ফুলগুলো আমি অনেক পছন্দ করি আসলে এসব পোষ্টের মাধ্যমে মানুষের ক্রিয়েটিভিটি আমাদের মাঝে প্রকাশ পায় ।আপনার ক্রিয়েটিভিটিও অনেক উন্নতমানের ছিল দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। রঙ্গিন ফুলটিতে মাঝখানে খাছ কাটা হওয়ার জন্য দেখতে অনেক আকর্ষণীয় দেখাচ্ছে সব মিলিয়ে দারুন একটি পোস্ট ছিল।
রঙিন কাগজ দিয়ে আমি সুন্দর একটি ফুল বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছি।। কারণ রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু বানাতে আমি অনেক পছন্দ করি। আমার ক্রিয়েটিভিটি কতটুকু উন্নত মানের ছিল তা আমি বলতে পারছি না তবে চেষ্টা করি সব সময় ভালো কিছু উপহার দেয়ার।
আসলে স্বাচ্ছন্দ্যবোধ করার সাথে সাথে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে।
রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করার খুবই চমৎকার একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। নকশা তৈরি করার ক্ষেত্রে খুবই চমৎকার রঙের একটা রঙিন কাগজ ব্যবহার করেছেন আপনি।
একদম ঠিক বলেছেন স্বাচ্ছন্দ্যবোধ করার সাথে সাথে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এই ধরনের নকশাগুলো তৈরি করা কতটা সহজ তা আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছে। যারা পারেনা তারাও খুব সহজেই শিখে নিতে পারবে।
আসলেই এমন রঙ্গিন কাগজের ডিজাইন তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগে ৷ আপনি রঙ্গিন কাগজের দারুন একটি কাটিং তৈরি করেছেন ৷ যা দেখতে সত্যিই অসাধারণ হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে নিখুঁত ভাবে কাজটি সম্পূর্ণ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷
রঙিন কাগজ দিয়ে এই ধরনের কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে। সব সময় হয়তো সময়ের কারণে বানানো হয় না তবে মাঝে মাঝে বানানোর চেষ্টা করি। সম্পূর্ণ কাজটি আমি নিখুঁতভাবে করার চেষ্টা করেছি ধন্যবাদ।
আপনি ঠিকই বলেছেন এইধরনের নকশা বানিয়ে ঘরে সাজালে ঘরের সৌন্দর্য বেড়ে যায়। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে স্টেজে ও সাজানো যাবে। এরকম কাজ করতে অনেক দক্ষতার প্রয়োজন হয় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনি অনেক ধৈর্যের সাথে এই নকশা তৈরি করেছেন। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।
আসলেই ভাইয়া রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু বানিয়ে ঘরে সাজালে ঘরের সৌন্দর্য বেড়ে যায়। আর বিভিন্ন স্টেজ সাজানো তো আরো বেশী সুন্দর লাগব।আমি কতটা দক্ষতা সম্পন্ন কাজ করেছি জানিনা তবে আপনাদের মন্তব্য আমাকে অনেক উৎসাহিত করেছে।