স্বরচিত কবিতার ||"বিশ্বাস"

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন ?আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে আমার একটি স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি। কবিতা মানুষ তার মনের আবেগ অনুভূতিটি থেকে লিখে। যখন মানুষ প্রচন্ড কষ্টে থাকে তখন কবিতা লিখে আবার যখন খুব সুখে থাকে তখনো কবিতা লিখে। কবিতার মাধ্যমে মানুষের আত্মা প্রশান্তি লাভ করে। একটি কবিতা লিখতে হলে তার শব্দ চয়ন হতে হবে পরিমার্জিত। তাই আমি কবিতা লিখিতে খুবই সতর্কতা অবলম্বন করি।কেউ কবিতা পাঠ করতে ভালোবাসে কেউ কবিতা লিখতে ভালোবাসে। কিন্তু সব মিলিয়ে কবিতা প্রেমিরাই কবিতার সাথে সংযুক্ত থাকে। তবে আমি মাঝে মাঝে কোন কারন ছাড়াই কবিতা লিখি। যে কোন বিষয়বস্তু মনে হলে। তাই আজ হঠাৎ একটি কবিতা লিখতে ইচ্ছে হলো। আমার আজকের কবিতাটির নাম হচ্ছে বিশ্বাস। আসলে আমাদের চারপাশের পরিবেশ এবং মানুষগুলো প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। তাই মানুষকে এখন আর হুটহাট বিশ্বাস করতে ইচ্ছে করে না। কেন জানি না বিশ্বাসের জায়গাটি এখন খুব বেশি দৃঢ় পাওয়া যায় না।

20221211_151012.jpg

বিশ্বাস

মরিয়ম লোপা

পৃথিবীতে বেশকিছু দুর্লভ বস্তু রয়েছে
আজকাল তার মধ্যে যেন বিশ্বাস বিদ্যমান।
মাঝে মাঝে নিজেকেই নিজের বিশ্বাস হয়না,
এমনও হয় যা কল্পনাও করা যায় না।

কিছু কথার মাঝে থাকে কৃত্রিমতার রস
কিছু ব্যথার মাঝে থাকে জরাজীর্ণ ধ্বস।
সমুদ্রের ফ্যানার মত বিশ্বাসে অবিশ্বাসের তাপ
তখন পৃথিবীটা মনে হয় ধূসর মরুভূমির ছাপ।

পাওয়া না পাওয়ার মাঝে জীবন হেথা
প্রলয়ংকারী ক্রোধ নিবারণে স্তব্ধ হৃদয় গাঁথা
কালো মেঘ যেমন আচ্ছন্ন করে সুন্দর নীল আকাশ
জীবন তেমনি গ্রাস করে ফেলে ভয়ংকর বাতাস।

বিশ্বাসের ধুম্রজাল না হয় কিছুটা সংকীর্ণ হোক
কেননা এসবের মূল্য এখন খুবই নিরর্থক।
যাক না জীবন কোনরকম জীবনের মত করে
বিশ্বাস না হয় কিছুটা কম হোক অন্যের জীবন ঘিরে।।

🌺 আশা করি আমার আজকের কবিতা টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আসলেই, মানুষ তার মনের ভাবটাই কবিতার মধ্যে ফুটিয়ে তোলে ‌ নিজের মনের ব্যথা বেদনা হাসি আনন্দ কবিতার মধ্যে ব্যক্ত করে। বেশ সুন্দর একটি কবিতা রচনা করেছেন আপনি আপু। অনেক সুন্দর কিছু কথা গুছিয়ে লিখেছেন। আর ঠিক বলেছেন আশেপাশের মানুষ দিন দিন পরিবর্তন হচ্ছে। কাউকেই বিশ্বাস করার মতো সায় দেয় না।

 2 years ago 

আসলে কবিতা অসীম মনের আবেগ অনুভূতি থেকে ।যেকোনো পরিস্থিতিতে মানুষ কবিতা লিখতে পারেনা। কবিতা লেখার জন্য সুন্দর পরিবেশের প্রয়োজন ।তবে বিভিন্ন ক্ষেত্রে বিশ্বাস জিনিসটি প্রিয় মানুষের কাছ থেকে উঠে গেছে। তাই এ কবিতাটি লেখা।

 2 years ago 

আপু আপনার স্বরচিত কবিতা বিশ্বাস, কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যদিও কবিতাটি আপনি অল্প লিখেছেন কিন্তু প্রত্যেকটা কথার মধ্যে ব্যাপক অর্থ রয়েছে। বর্তমান সময় মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠা কঠিন। কবিতাটি পড়ে ভালো লাগলো ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগছে। আসলে কবিতা লিখতে আমার কাছে খুবই ভালো লাগে ।তাই আমি যে কোন পরিস্থিতিতে কবিতা লেখার চেষ্টা করি।

 2 years ago 

আপু খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার এত সুন্দর কবিতা পড়ে অনেক ভালো লাগলো। এখন কাউকে বিশ্বাস করা খুবই কঠিন। আপনার কবিতার প্রতিটা লাইন পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

কবিতা লিখতে ও কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি মাঝে মাঝেই মনের আনন্দে অথবা মন খারাপ থাকলেও কবিতা লিখি। কবিতা লিখলে কিছুটা ভালো লাগে।

 2 years ago 

এক কথায় অসাধারণ একটি কবিতা লিখে আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। আপনার কবিতার মধ্যে অনেক সুন্দর কিছু দৃষ্টিভঙ্গি খুজে পেয়েছি আমি।

 2 years ago 

আসলে আমি কবিতা খুব ভালো লিখতে পারি না তবে চেষ্টা করি নিজের মতো করে যতটুকু ভালো সম্ভব লেখার। আপনার ভালো লেগেছে তাই আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 115780.65
ETH 4469.13
SBD 0.86