রঙিন কাগজ দিয়ে তৈরি ফুল

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা 👍🏼👍🏼

আসসালামু আলাইকুম 🙋‍♀️🙋‍♀️

প্রীতি ও শুভেচ্ছা 🌺🌺

  • আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করতে খুব পছন্দ করি। নিজের হাতে ঘরে ব্যবহৃত যেকোনো জিনিস রঙিন কাগজ দিয়ে বানাতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাইতো যখন তখন রঙিন কাগজ নিয়ে বসে যাই মনের মত কিছু তৈরি করতে। আজ বানিয়েছি রঙিন কাগজ দিয়ে একটি ফুল।তাই আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করলাম।

  • এই ধরনের ফুল বানিয়ে ঘরে সাজালে ঘরের সৌন্দর্য বেড়ে যায়। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে স্টেজে ও সাজানো যাবে। এই ধরনের ফুলগুলো বানাতে খুব বেশি সময় ও লাগে না। অল্প সময়ে তৈরি করা যায়।
    এখন আমি রঙিন কাগজ দিয়ে বানানো কাগজের ফুলটি বানানো পদ্ধতি ধাপে ধাপে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। তাহলে চলুন শুরু করা যাক

20221226_220446.jpg

20221226_220442.jpg

💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘

  • রঙিন কাগজ
  • কাঁচি
  • পেন্সিল

20221226_215755.jpg

💘 ১ম ধাপ💘

  • প্রথমে একটি রঙিন কাগজ নিয়ে বর্গাকৃতির ভাজ করে কেটে নিলাম।

20221226_215827.jpg

20221226_215835.jpg

💘 ২য় ধাপ💘

  • এবার তিন কোণ করে দুদিক থেকে ভাজ করে নিলাম।

20221226_215859.jpg

20221226_215924.jpg

💘 ৩য় ধাপ💘

  • এবার আরেক ভাজ করে নিলাম।

20221226_215954.jpg

20221226_220012.jpg

💘 ৪র্থ ধাপ💘

  • এবার নিজের মত করে একটি ফুল একে নিলাম।

20221226_220121.jpg

20221226_220127.jpg

💘 ৫ম ধাপ💘

  • এবার ফুলটি কেটে নিলাম।

20221226_220312.jpg

💘 ৬ষ্ঠ ধাপ💘

  • এবার কাটার পর ভাঁজ করে ছবি তুলে নিলাম।

20221226_220350.jpg

💘 শেষ ধাপ💘

  • এবার সম্পূর্ণ নকশাটির ছবি তুলে নিলাম।

20221226_220437.jpg

20221226_220451.jpg

🌺 আশা করি আমার আজকের ফুল টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন আপনি এ ধরনের ফুল তৈরি করতে বেশি সময় লাগে না। কিন্তু ভাঁজগুলো ঠিক মতো দেওয়া এবং সঠিকভাবে কাটিং করতে পারলে ফুল বেশি সুন্দর হয়। যেমনটা আপনি তৈরি করেছেন একদম পারফেক্ট ভাবে।

 2 years ago 

আসলে এই ধরনের ফুল গুলো খুব বেশি সময় লাগে না বানাতে ।ভাঁজ ঠিকমতো করতে পারলে এবং কাটিং ঠিকভাবে করতে পারলে ফুলগুলো আকর্ষণীয় হয়ে ওঠে।

 2 years ago 

রঙিন কাগজের এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। এই ধরনের ফুল দিয়ে ঘর সাজালে দেখতে আরও ভালো লাগে। আপনার ফুলের কালার দেখতে খুবই সুন্দর হয়েছে। এই ধরনের ফুল কাটার সময় খুব সাবধানে কাটতে হয় তা না হলে নষ্ট হয়ে যায়। ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ফুল আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে বানানো ফুল গুলো আমার কাছে অনেক ভালো লাগে ।আমি প্রায় সময় রঙিন কাগজ দিয়ে ফুল বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করি ।বিশেষ করে খুব কম সময়ে এই ফুলগুলো তৈরি করা যায়। ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।

Hi, @morioum,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @gorllara.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago 

আপু আপনার মত আমিও রঙিন কাগজের জিনিস তৈরি করতে বেশ পছন্দ করি ।আপনার রঙিন কাগজের তৈরি ফুলটি বেশ সুন্দর হয়েছে। এ ধরনের ফুল দিয়ে ঘর সাজালে সত্যিই দেখতে চমৎকার লাগবে। আগেকার দিনে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে এ ধরনের ফুল দিয়ে ঘর সাজানো হতো ।তবে এখন এগুলো আর দেখা যায় না। তবে আপনার হাতের কাজ চমৎকার হয়েছে। প্রতিটি ধাপের উপস্থাপন ভালো ছিল ।ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি দেখছি আমার মত রঙিন কাগজ দিয়ে ফুল বানাতে খুবই পছন্দ করেন। আমার এই ফুলটি আপনার পছন্দ হয়েছে জেনে অনেক ভালো লাগছে। এই ধরনের ফুলগুলো আগে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে ঘরে সাজানো হতো। তবে এখন খুব বেশি দেখা যায় না।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু এ ধরনের রঙিন কাগজের নকশা গুলো বিভিন্ন অনুষ্ঠানের স্টেজ সাজাতে বেশ কাজে লাগে। আর এই নকশাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আপনি নকশা তৈরির সম্পূর্ণ পদ্ধতি সুন্দরভাবে তুলে ধরেছেন আপু। ধন্যবাদ আপনাকে রঙিন কাগজের সুন্দর একটি কাজ শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বানানো এই নকশা ফুলগুলো আসলে সবাই বানাতে পছন্দ করে। এই ফুলগুলো সব সময় ঘর সাজাতে কাজে লাগে। আমি এই নকশা ফুলটি তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলটি চমৎকার হয়েছে। কাচি দিয়ে খুবই নিখুঁত ভাবে কাগজটি কেটে অসম্ভব সুন্দরভাবে ফুলটি বানিয়েছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

কাঁচি দিয়ে রঙিন কাগজ খুব সহজেই কাটা যায় ।এমনকি যেকোনোভাবে নিজের মত করে ডিজাইন তৈরি করা যায় ।এজন্য রঙিন কাগজ দিয়ে করা ফুলগুলো আমার বেশি পছন্দ। মনের মত করে ডিজাইন করে একটি ফুল বানিয়ে ফেললাম।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর বিভিন্ন ধরনের ফুল এবং ওয়ালমেট তৈরি করে থাকেন যা দেখতে বেশ সুন্দর হয়।আপনি যেহেতু খুব সুন্দর করে আর্ট এবং রঙিন কাগজের ফুল ও ওয়ালমেট তৈরি করতে পছন্দ করেন।তাই আপনার পোস্ট গুলো খুব সুন্দর হয়।অসংখ্য ধন্যবাদ আপু খুব সুন্দর একটি রঙিন কাগজের ফুল তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

কাগজ কেটে বিভিন্ন ধরনের ফুল তৈরি করা যায়। আর এই ফুলগুলো আমার মনে হয় সবাই পছন্দ করবে ।শুধুমাত্র স্টেজ সাজানোর জন্য নয় এই ফুলগুলো বানিয়ে ছোটদের দিলে তারাও খুব খুশি হয়ে যাবে।

 2 years ago 

সত্যি আপু রঙিন কাগজের এই ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনি ঠিক বলেছেন বিভিন্ন অনুষ্ঠান ও স্টেজ সাজানোর জন্য এধরণের নকশা গুলো অনেক ভালো লাগে। আপনার নকশাটি চমৎকার হয়েছে। প্রতি টি ধাপ আপনি অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এই ধরনের নকশা ফুলগুলো আগেকার দিনে বিভিন্ন অনুষ্ঠানে ঘরে সাজানো হতো ।এমনকি স্টেজ সাজানো হতো এখন হয়তো আধুনিকতার ছোঁয়ায় এই ফুলগুলো দিয়ে স্টেজ সাজানো হয় না। তবে ফুলগুলো এখনো বানানো যায়। সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যে কোনো জিনিস তৈরি করতে দেখতে দুটোই আমার কাছে খুবই ভালো লাগে। যেটা নিজের দক্ষতা বাড়ায় । আপু রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুলের ডিজাইন করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। এ ধরনের ফুল গুলো বানালে ফুল তৈরির দক্ষতা অর্জন হয়। আমাদের কমিউনিটিতে সবাই দক্ষতা সম্পন্ন। তাই খুবই ভালো লাগে এখানে কাজ করতে।

 2 years ago 

রঙিন কাগজের ফুল গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। অল্প সময়ের মধ্যেই রঙিন কাগজের ফুলগুলো তৈরি করা যায়। সত্যি বলেছেন এই ধরনের ফুল গুলো ঘরের দেয়ালের লাগালে দেখতে খুব সুন্দর দেখায়। এবং যে কোন অনুষ্ঠানে এগুলো লাগালে দেখতে খুব ভালো লাগে। সুন্দর করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

রঙিন কাগজে বানানোর যে কোন ফুল আমার অনেক পছন্দ। আমি নিজে মাঝে মাঝে বানাই এমনকি আমাদের কমিউনিটিতে অনেকেই দেখি এভাবেই বিভিন্ন ধরনের ফুল বানায়।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58430.93
ETH 2504.31
USDT 1.00
SBD 2.39