হঠাৎ করেই কেনাকাটা করতে যাওয়া

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা

আসসালামুয়ালাইকুম

প্রীতি ও শুভেচ্ছা

  • আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি । আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ব্লগটি হচ্ছে হঠাৎ করেই কেনাকাটার বিষয় নিয়ে। গতকাল অপ্রস্তুতভাবে কিছু কেনাকাটা করা হয়েছে।
  • গত পরশু একটি দরকারে আমার সেজো আপুর বাসায় আসলাম। তারপর এখন পর্যন্ত এখানেই অবস্থান করছি। গতকালের বিকেলে হঠাৎ করে আপু বলল চল একটু মার্কেটে যাবো অনেকদিন হলো তোর দুলাভাই বলছে একটি শাড়ি কিনতে। তারপর দুই বোন বিকেল বেলায় রেডি হয়ে বের হয়ে গেলাম। এখন যেহেতু কেনাকাটার জন্য আন সিজন তাই মার্কেটে খুব বেশি ভিড় ছিল না। আর মার্কেটে ভিড় যদি কম থাকে তাহলে খুব ধীরেস্থে কেনাকাটা করা যায়। এতে করে দোকানদার এবং ক্রেতা খুব নিরিবিলি কেনাবেচা করতে পারে।

20221231_182105.jpg

20221231_182111.jpg

20230101_223017.jpg

  • শাড়িটা কিন্তু খুব বেশি ঘুরতে হয়নি। প্রথম একটি দোকান দেখে পছন্দ হয়নি তার পরের দোকানটিতে একটি শাড়ি পছন্দ হয়েছে। দামাদামি করে এই শাড়িটি কিনে ফেলেছি ২০০০ টাকা দিয়ে। আমাদের আর কেনাকাটার তেমন কিছু ছিল না তাই আমরা বের হওয়ার জন্য প্রস্তুত হলাম। এমন সময় আমাদের পাশের দোকানে কয়েকটি থ্রি পিস মেলে রাখা দেখেই আমরা একটু এগিয়ে গেলাম। আমরা দোকানিকে জিজ্ঞেস করলাম এই থ্রি পিস গুলো আর কেমন কালারের রয়েছে? তারপর দোকানদার আমাদের কে বলল তাহলে আপনারা বসুন আমরা দেখাতে পারি। আর যেহেতু বাইরে থেকে দেখে ভালো লাগছিল তাই ভাবলাম একটু বসেই দেখি।

20221231_182130.jpg

20221231_182136.jpg

20221231_182321.jpg

  • তারপর দোকানদার এইডি ডিজাইনের অনেকগুলো জামা বের করল ।আমাদের কাছে বেশ ভালই লাগছিল জামাগুলো। দোকানদার বলল এগুলো নতুন মডেলের বের হয়েছে পার্টি ড্রেস। তারপর আমরা দাম জিজ্ঞেস করলাম দোকানদার বলল ৪০০০ টাকা করে এক একটি জামা । আমি আপুকে বললাম আপু আমরা তো এখন জামা কেনার জন্য আসিনি আর এই জামাগুলোর দাম বেশি চলো আমরা চলে যাই কিন্তু আপু বলল না এই জামাগুলো আমার পছন্দ হয়েছে সাথে সাথে আপুর দুলাভাইকে ফোন দিল। আর দুলাভাই বলল ঠিক আছে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি এক্ষুনি কিনে ফেলো।তবে একটি জামা নয় চারটি জামা কিনতে হবে। অর্থাৎ আমাদের চার বোনের জন্য কিনার জন্য বলছে। ভাইয়া বললো এগুলো আমার পক্ষ থেকে গিফট। আমি বারবার মানা করার পরেও আপু শুনলো না।বলল তো ভাইয়া আমাকে বকা দিবে না কিনলে। তারপর আমরা চারটি জামা কিনার কারণে দামাদামি করে এই জামাগুলো দাম কমিয়ে ২৬০০ টাকা পর্যন্ত এনেছি এর কমে দেবে না বলল।

20221231_190950.jpg

20221231_191120.jpg

  • তারপর একটি জামা ২৬০০ টাকা করে চারটি জামা ১০৪০০ টাকা দিল আসলো। পাশে এটিএম বুথ থেকে টাকা তুলে এনে জামাগুলো আমরা কিনে ফেললাম। তবে জামাগুলো সেলাই করতে হবে না একেবারে রেডিমেড সেলাই করা এই ব্যাপারটি বেশ ভালো লেগেছে। চারটি জামা একই রকমের আমার জামাটার কালার একটু ভিন্ন। তাই আমরা অপ্রস্তুতভাবেই হঠাৎ করে গিয়ে এই কেনাকাটা করে ফেললাম।

20230101_130148.jpg

20230101_223050.jpg

🌺 আশা করি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনারকে প্রথম নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, হ্যাপি নিউ ইয়ার। কেনাকাটার মুহূর্ত খুব সুন্দর ভাবে অতিবাহিত করেছেন। বাহ খুব সুন্দর জামা কিনেছেন জামাগুলো পড়লে আপনাকে মানাবে মনে হয়। এত সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাইয়া আপনাকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আসলে কেনাকাটার মুহূর্তটা খুবই ভালোভাবে উপভোগ করেছি ।আর মেয়েদের কাছে কেনাকাটা অন্যরকম অনুভূতি। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

বোনের সাথে গিয়ে দেখছি বেশ ভালোই কেনাকাটা করেছেন। যদিও এখন কেনাকাটা করার সৃজন না কিন্তু সবকিছুর দাম অনেক বেশি। আপনারা দেখছি জামাগুলোর দাম অনেক কমাতে পেরেছেন। চারটি জামা কেনার কারণে দাম কমিয়ে রেখেছে আপনাদের কাছ থেকে। জামাগুলোর ডিজাইন এবং কালার আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি মুহূর্ত সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জ্বী আপু বোনের সাথে গিয়ে বেশ ভালই কেনাকাটা করেছি ।এটাও ঠিক কেনাকাটার এখন সিজন না তবে এখন চলছে বিয়ের মৌসুম। তাই ভালো জামা কিনে রাখলে যে কোন অনুষ্ঠানেও পরে যাওয়া যাবে।

 2 years ago 

আপনার দুলাভাই তো দেখছি আপনাদের চার বোনকে খুবই দারুণ দেখতে জামা কিনে দিয়েছে তাও একই ডিজাইনের। মনে হচ্ছে খুবই ভালো একটি সময় কাটিয়েছেন মার্কেটে গিয়ে। এখন তো মার্কেটে এত বেশি ভিড় দেখা যায় না। যার কারণে দেখেশুনে আস্তে ধীরে কেনাকাটা করা যায়। জামাগুলোর কালার কিন্তু খুবই দারুণ দেখতে। যাই হোক পড়ে কিন্তু বেশ ভালই লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জ্বী ভাইয়া আসলেই আমাদের চার বোনকে একই রকমের জামা কিনে দিয়েছে আর আপনি দেখছি ব্যাপারটা লক্ষ্য করেছেন। ঠিক বলেছেন মার্কেটে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছি এবং খুব সহজেই কেনাকাটা করতে পেরেছি কারণ মার্কেটে তেমন বেশি ভিড় ছিল না।

 2 years ago 

বোনের সাথে মার্কেটের গিয়ে বেশ ভালোই কেনা কাটা করেছেন আপু ৷ আসলেই আন সিজনে মার্কেটে গেলে বেশ ধীরেস্থে কেনাকাটা করা যায় ৷ এতে মানুষের তেমন ভীর থাকে না ৷ যাই হোক ভালো ডিজাইনের জামা কিনেছেন ৷ দেখে বেশ ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে কেনাকাটার মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ৷

 2 years ago 

বোনের সাথে মার্কেটে গিয়ে কেনাকাটা করার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ ব্যাপারটি আমার কাছে অনেক ভালো লেগেছে তাই। একদম ঠিক বলেছেন মার্কেটে যখন কোন ভিড় থাকে না তখন ধীরে সুস্থ্যে মার্কেট করা যায়।

 2 years ago 

মার্কেটে গিয়ে আপনার বোন এর সাথে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আসলে মেয়েরা সব সময় মার্কেট করতে অনেক বেশি পছন্দ করে হা হা হা কোন কিছু দেখলেই তাদের সেটা লাগবেই এমন একটা ভান ধরে থাকে। 😀😀 যাইহোক অবশেষে অনেকগুলো কাপড় নেওয়ার কারণে দোকানদার কিছুটা দাম কমিয়ে রেখেছে আসলে দোকানদাররা এমনই, এরা কাস্টমারকে এমন ভাবে খুশি করে যে কাস্টমার পরবর্তীতে তার দোকানে যেন যায়, এরকম তারা কিছু করে থাকে। যাইহোক মার্কেটে সুন্দর এই মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন মেয়েরা সব সময় মার্কেট করতে পছন্দ করে। কারণ সাজসজ্জার বিষয়গুলো বেশিরভাগ মেয়েদের বিষয়ে তাই মেয়েদেরকে বেশি মার্কেটে যেতে হয়। দোকানদার অবশ্য ইম্প্রেস করার জন্য কত কিছুই বলবে কিন্তু আমরা যেখানে ভালো মানের কাপড় পাবো সেখানেই তো যাবো তাই না।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

আসলে শপিং এর ব্যাপারটা এমনি,মার্কেটে কোন একটি জিনিস কিনতে যাওয়ার উদ্দেশ্যে গেলে, তার পাশাপাশি অন্য কিছুও কেনা হয়ে যায়। কারণ কোন কিছু পছন্দ হলে সেটা রেখে আসতে ইচ্ছে হয় না,আর এই অভ্যাসটা কম বেশি সবারই। শপিং এ গিয়ে ২০০০ টাকা দিয়ে শাড়ি কিনলেন এবং আপনার ভাইয়া চার বোনের জন্য চারটা সুন্দর ড্রেস কিনে দিল ১০৪০০ টাকা দিয়ে,আর সেই অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন,সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদম মনের কথা বলেছেন আপনি মার্কেটে একটার জন্য গেলে অন্য কিছু চোখে পড়লে তখন না কিনে বাসায় ফেরা হয় না আর পছন্দের জিনিস তো রেখে আসাই যায় না। ঠিক বলেছেন ভাইয়া শাড়ি এবং জামা সবগুলো কিনে বেশ ভালোই লাগলো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62720.27
ETH 2447.07
USDT 1.00
SBD 2.64