তুরস্কের ভয়াবহ ভূমিকম্প

in আমার বাংলা ব্লগlast year

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা

আসসালামু আলাইকুম

প্রীতি ও শুভেচ্ছা

  • আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ব্লগের বিষয়বস্ত হচ্ছে তুরস্কের ভয়াবহ ভূমিকম্প।
  • আপনারা সকলে নিশ্চয়ই অবগত আছেন তুরস্কের এই ভয়াবহ ভূমিকম্পের বিষয়ে। এমন ভয়াবহ ভূমিকম্প ইতিহাসে বিরল। এমন ক্ষতি যারা স্বচক্ষে দেখছে তাদের অশ্রু না জানি কতটা সিক্ত হচ্ছে। বিশাল বিশাল সচ্ছ দালান নিমিষেই মাটির সাথে মিশে গেছে। এজন্য কাল্পনিক কোন গল্প। খবরে প্রতিনিয়ত যতই নিউজ দেখছি ততই আশ্চর্য হচ্ছি। এমন উন্নত রাষ্ট্রগুলো প্রাকৃতিক এই দুর্যোগ গুলো এড়িয়ে যেতে পারেনি ।সেখানে আমরা ক্ষুদ্র রাষ্ট্রে থেকে যদি এমন দুর্যোগের মুখোমুখি হই না জানি তখন কি করব।

pexels-алесь-усцінаў-11518764.jpg
উৎস

  • ভূ অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপর উঠে আসে তখনই ভূমিকম্প হয়। প্রকৃতির অন্যান্য দুর্যোগ গুলো পূর্বাভাস মানুষ আগে থেকেই পায় কিন্তু ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার পূর্বাভাস এখনো সঠিকভাবে আবিষ্কার করতে পারে নি বিজ্ঞানীরা। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে এই দুর্যোগের সময় অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য মানুষ এগিয়ে এসেছে। কত শিশু কত যুবক এখনো ধ্বংসস্তূপে পড়ে আছে। হাজার হাজার মানুষের জন্য কাফনের কাপড় নেওয়া হচ্ছে। যারা জীবিত আছে তারাও ভীষণ কষ্টে দিনাতিপাত করছে।

pexels-sanej-prasad-suwal-7806175.jpg
উৎস

  • আমি মাঝে মাঝে ভাবি এমন পরিস্থিতিতে আমিও পড়তাম না জানি আমার কাছে কেমন লাগতো। তাই যারা বিত্তবান আছে তারা যতটুকু সামর্থ্য যে যার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত।কেননা বিভিন্ন ত্রাণ সামগ্রী বাংলাদেশ থেকেও পাঠানো হচ্ছে। আর এই ধ্বংসে যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।আর যারা বেঁচে আছে তারা যেন সুস্থভাবে বেঁচে উঠতে পারে এবং এই সংকট মোকাবেলা করতে পারে সেই কামনা করছি। ভূমিকম্পের এই ধ্বংসের কথা চিন্তা করলে যেন হৃদয়ে রক্তক্ষরণ হয়। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি এমন বিভৎস্য মুহূর্ত যেন আর কারো দেখতে না হয়।

pexels-darcy-lawrey-783960.jpg
উৎস

🌺 আশা করি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের কথা মনে হলে হৃদয় কেঁপে উঠে। টিভিতে এবং বিভিন্ন নিউজে সেই ভয়ানক দৃশ্যগুলো দেখতে সত্যি অনেক খারাপ লাগছে সবার। আসলে সেখানকার মানুষের কি অবস্থা শুধু তারাই জানে। সৃষ্টিকর্তা যেন সবাইকে সুরক্ষিত রাখেন এই প্রত্যাশাই করি।

 last year 

আপু তুরস্কের ভয়াবহ ভূমিকম্প নিয়ে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এই করুণ দৃশ্য দেখলে চোখে জল চলে আসে। কার কখন কিভাবে মৃত্যু হয় কেউ বলতে পারেনা। এই ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গিয়েছে। দোয়া করি যারা বেঁচে আছে তারা যেন সুস্থ থাকে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

প্রার্থনা করি আল্লাহ যেন তাদের মাফ করে দেন। এত কিছু দেখার পরেও আমাদের দেশের কথা যদি চিন্তা করেন দেখবেন কারো কোন মাথাব্যাথাই নেই এ ব্যাপারে। এমন একটা কিছু যদি ঢাকা শহরে হয় কি হবে অবস্থা একবার চিন্তা করেন। ধন্যবাদ গুরুত্বপুর্ন একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 62134.65
ETH 3418.09
USDT 1.00
SBD 2.51