নতুন প্রজন্মের কাছে একুশে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরা//১০% লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা🙋‍♀️🙋‍♀️

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা 💐💐

  • আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের দিনটি কেন বিশেষ সেটি সবারই জানা আছে। আজকের দিনটি আমাদের সবার কাছে খুবই তাৎপর্যমণ্ডিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

  • একুশে ফেব্রুয়ারি বাংলাদেশসহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের জন্য গৌরব উজ্জ্বল দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকে শহীদ হন।

  • ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন রাষ্ট্র ভাষা বাংলা ভাষা।আর নতুন প্রজন্মের কাছে এইসব বিষয় তুলে ধরা আমাদের এই দায়িত্ব।

  • আজকের এই দিনটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চমৎকার ভাবে উদযাপন করা হচ্ছে। তাই আমিও একটি স্কুলে চলে গেলাম দেখার জন্য তারা কিভাবে এইদিনটি উদযাপন করছে। স্কুলটি হচ্ছে একটি কিন্ডার গার্ডেন যার প্রধান হিসেবে দায়িত্বরত আছে আমার বড় বোন।তাই আমি আমার আপুর সাথে চলে গেলাম তাদের স্কুলের বাচ্চাদের কার্যক্রম দেখার জন্য। এরই প্রেক্ষাপটে আমি আজ আপনাদের মাঝে আমার আজকের দিনটি শেয়ার করছি ।

20220221_210747.jpg
লোকেশন

  • আমি প্রথমে স্কুলে গিয়ে দেখি বাচ্চারা প্রভাতফেরী শেষ করে সবাই প্রস্তুতি নিচ্ছে চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য।

20220221_100527.jpg
লোকেশন

20220221_102406.jpg
লোকেশন

  • এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের মাঝে উপলব্ধি করানোর চেষ্টা করা হয়েছে দেশের প্রতি মমত্ববোধ।

20220221_102605.jpg
লোকেশন

20220221_102742.jpg
লোকেশন

  • তারপর দেখি ছাত্র ছাত্রীরা পতাকা সামনে রেখে পতাকা আঁকছে।দেখে মনে হয়েছে আসলেই তারা দেশকে, বাংলা ভাষা কে কতটা ভালোবাসে।

20220221_110830.jpg
লোকেশন

20220221_110904.jpg
লোকেশন

  • তারপর দেখি ছাত্র ছাত্রীরা শাপলা ফুল, স্মৃতিসৌধ, শহীদমিনার আঁকছে। আসলেই এসব আমাদের গর্বের বিষয়।

20220221_112438.jpg
লোকেশন

20220221_111840.jpg
লোকেশন

20220221_110904.jpg
লোকেশন

20220221_103242.jpg
লোকেশন

  • তারপর ছোট ছাত্র ছাত্রী যারা আঁকতে কষ্ট হচ্ছে আমি তাদের চিত্র আঁকতে সাহায্য করি।

20220221_103249.jpg
লোকেশন

20220221_104324.jpg
লোকেশন

20220221_110813.jpg
লোকেশন

  • চিত্রাঙ্কন শেষ হলে তাদের চিত্র বাঁচাই করে পুরষ্কার দেয়া হয়। এতে করে তারা আনন্দিত ও অনুপ্রাণিত হয়। ভবিষ্যতে তারা দেশকে, বাংলা ভাষাকে ভালোবাসতে উদ্ভুদ্ধ হবে।

20220221_122927.jpg
লোকেশন

20220221_123235.jpg
লোকেশন

আমরা বাঙালি তাই আসুন বাংলা দেশকে ভালবাসি, বাংলা ভাষাকে ভালবাসি। নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও আজকের দিনটি অর্থাৎ ২১শে ফেব্রুয়ারী সম্পর্কে তুলে ধরি।

ধন্যবাদ ❤️❤️

Sort:  
 2 years ago 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনি অনেক সুন্দর কিছু তাৎপর্য আমাদের সামনে তুলে ধরেছেন । যেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে । তাছাড়া সুন্দর সময় কাটিয়েছেন তার সাথে কিছু সুন্দর ফটোগ্রাফি ও আমাদের সাথে শেয়ার করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58665.81
ETH 3153.57
USDT 1.00
SBD 2.44