রঙিন কাগজ দিয়ে কাগজের কলম তৈরি //১০% প্রিয় লাজুক খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা🧕🧕

আসসালামু আলাইকুম 🙋‍♀️🙋‍♀️

প্রীতি ও শুভেচ্ছা 🌺🌺

  • আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করতে খুব পছন্দ করি। নিজের হাতে ঘরে ব্যবহৃত যেকোনো জিনিস রঙিন কাগজ দিয়ে বানাতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাইতো যখন তখন রঙিন কাগজ নিয়ে বসে যাই মনের মত কিছু তৈরি করতে। আজ বানিয়েছি রঙিন কাগজ দিয়ে কাগজের কলম।তাই আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করলাম।

  • বাচ্চাদেরকে এই ধরনের কলম বানিয়ে উপহার দিলে তারা খুব খুশি হয়ে যাবে। কারণ এই ধরনের রঙিন কাগজে মোড়ানো কলমগুলো বাচ্চাদের বেশি পছন্দ।
    এখন আমি রঙিন কাগজ দিয়ে বানানো কাগজের কলমটি বানানো পদ্ধতি ধাপে ধাপে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। তাহলে চলুন শুরু করা যাক

20220522_071103.jpg

✍️প্রয়োজনীয় উপকরণ সমূহ✍️

  • রঙিন কাগজ
  • কলম
  • কাঁচি
  • আঠা

20220521_173625.jpg

✍প্রথম ধাপ✍️

  • আমি প্রথমে একটি রঙিন কাগজ নিয়ে কাঁচি দিয়ে বারো ইঞ্চি দৈর্ঘ্য আট ইঞ্চি প্রস্থে কেটে দুই ভাজ করে নিলাম।

20220521_174458.jpg

20220521_174514.jpg

✍ দ্বিতীয় ধাপ✍️

  • এবার কাছে দিয়ে পাতার মতো আকৃতি করে দুটি কেটে নিলাম।

20220521_174643.jpg

20220521_174704.jpg

✍ তৃতীয় ধাপ✍️

  • তারপর একটি পেন্সিলের মাপ নিয়ে একটি রঙিন কাগজ কেটে আঠা দিয়ে পেন্সিলের গায়ে মুড়িয়ে লাগিয়ে নিলাম।

20220521_174733.jpg

20220521_174823.jpg

20220521_174906.jpg

✍ চতুর্থ ধাপ✍️

  • এবার পেন্সিল এর পেছনের অংশে কেটে রাখা দুটি পাতার মধ্যে আঠা লাগিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

20220521_175018.jpg

20220521_175035.jpg

20220521_175133.jpg

✍ পঞ্চম ধাপ✍️

  • এবার আমি পাতাটির বাইরের অংশগুলো কাচি দিয়ে চিকন চিকন করে কেটে ডিজাইন করে নিলাম।

20220521_175436.jpg

20220521_175556.jpg

✍ ষষ্ঠ ধাপ✍️

  • তারপর আমি আরেকটি রঙিন কাগজ প্রজাপতির মত কেটে নিলাম।

20220521_175408.jpg

✍ সপ্তম ধাপ✍️

  • তারপর আরেকটি অন্য কালারের রঙিন কাগজ নিয়ে একটি ফুলের মত করে কেটে দিলাম।

20220521_180014.jpg

✍ অষ্টম ধাপ✍️

  • তারপর পেন্সিলের পাতার ওপর এই ফুলগুলো আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

20220521_180059.jpg

20220521_180101.jpg

20220521_180116.jpg

✍ চূড়ান্ত ধাপ✍️

  • এবারে কিভাবে আমি আরেকটি কলমের উপর এইভাবে রঙিন কাগজের প্রলেপ বসিয়ে বানিয়ে নিলাম।

20220522_071103.jpg

  • এবার আমার কাগজের কলম গুলোর ছবি তুলে নিলাম।

20220522_071105.jpg

20220522_071108.jpg

আশা করি আমার আজকের কাগজের তৈরি কলম গুলো আপনাদের পছন্দ হবে। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

✍️ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য✍️

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কত কিনা নিত্যনতুন কাজ দেখতে পাই। আজকে আপনার কাছ থেকে দেখতে পেলাম নতুন আরেকটি কাজ। যেমন আপনি কলমের জন্য কি সুন্দর করে একটি কাগজের কলম বানিয়েছেন। যেটার ভিতর কলম দিয়ে লেখা যায় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ্ আইডিয়া টি মন্দ নয়। সুন্দর তৈরী করেছেন কলম গুলো। বাচ্চারা এগুলো পেলে খুবি খুশি হবে। ওরা এই কলম দিয়ে লিখতে চাইবে। দারুন। আমার কাছে খুবি ভাল লেগেছে। ধন্যবাদ আপু।

This post was upvoted by @hustleaccepted
To get endless upvotes use the tag #hustleaccepted and follow our account
You can also post at our community Hustle Accepted
Wish you the best luck ❤️

hustle accepted (1).png

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর দুটি কলম তৈরি করেছেন। খুব সুন্দর ভাবে পাতাগুলো ডিজাইন করেছে। আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছে। এমনকি এই কলামগুলো সাজিয়ে রাখলেও দেখতে ভীষণ ভালো লাগবে। রঙিন কাগজের তৈরি যে কোনো কিছু বেশ ভালো লাগে।

 2 years ago 

আপু ঠিক বলেছেন রঙিন কাগজের কলম গুলো সাজিয়ে রাখলে অনেক সুন্দর দেখায়। তাই আমি চেষ্টা করেছি একটু সুন্দর কিছু আপনাদের উপহার দেয়ার। ধন্যবাদ আপনার চমৎকার পতাকাটি আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি তো খুব চমৎকার কলম তৈরি করবেন। আসলে এরকম কলমের ডিজাইন গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনিতো রঙিন কাগজ দিয়ে উপরে পাতার মতো করে খুব সুন্দর ভাবে পুরোটা তৈরি করে ধাপে ধাপে উপস্থাপনা করলেন। আমার কাছে বিশেষ করে পুরো কাজটা খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু আসলে হঠাৎ করেই ভাবলাম যে ছোট বাচ্চাদের উপহার দেয়া যায় এমন কি তৈরি করা যায়। তাই রঙিন কাগজ দিয়ে এই কলম গুলো তৈরি করলাম। আপনার পছন্দ হয়েছে শুনে বেশ ভালো লাগলো।

 2 years ago 

আপু খুবই চমৎকার ।আপনি চমৎকারভাবে কাগজের কলম আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপু।

 2 years ago 

আসলে আপু প্রতিভা বলতে কিছুই নয়। এটি আমার ছোট্ট প্রচেষ্টা। মাঝে মাঝে এরকম কিছু বানানোর চেষ্টা করি। আপনার ভালো লেগেছে এটাই আমার সার্থকতা। ধন্যবাদ সুন্দর মতামত ব্যক্ত করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর কলম তৈরি করেছেন। সত্যি আপনার কলম তৈরি উপস্থাপন আমার খুই ভালো লেগেছে।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুবই সুন্দর কলম তৈরি করেছেন আপু। বিশেষ করে ছোট বাচ্চারা এরকম কলম দিয়ে লিখতে বেশ ইন্টারেস্টিং ফিল্ম করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর ভাবে কলম তৈরি করে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক অসাধারণভাবে কলম আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন ।আসলে দেখতে অনেক চমৎকার লাগছে। আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে কাগজের কলম তৈরি করা শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু,বাচ্চাদের এভাবে পেন্সিল বানালে ওরা বেশ আগ্রহ নিয়ে পড়াশুনা করবে।খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।ভালো লাগলো।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63173.85
ETH 3147.56
USDT 1.00
SBD 3.87