স্বপ্নের পদ্মা সেতু অংকন//১০% প্রিয় লাজুক খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম 💘💘

আমারে নিবা মাঝি তোমার লগে-(কপিলা)

  • পদ্মা নদীর মাঝি উপন্যাসে এমনই একটি বক্তব্য আমরা সবাই পড়েছি। আর এই পরিচিত বাক্যটি আমার মনে হয় কম বেশি সবারই জানা। তবে এখন আর পদ্মা নদীতে যেতে মাঝির প্রয়োজন নেই। কারণ পদ্মা নদীতে এখন তৈরি হয়েছে স্বপ্নের সেতু। বাঙালি জাতির জন্য গৌরবের বিষয় স্বপ্নের পদ্মা সেতু।এর আজ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হলো। আর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর শুভ উদ্বোধন করেছে।
  • পদ্মা সেতু পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা নদীর অববাহিকায় ৪২ টি পিলার ১৫০ মিটার দৈর্ঘ্য ৪১ টি স্পেনের মাধ্যমে মূল অবকাঠামো তৈরি করা হয়।
    সেতুটিতে ভবিষ্যতে রেল,গ্যাস, বৈদ্যুতিক লাইন এবং ফাইবার অপটিক ক্যাবল সম্প্রসারণ এর ব্যবস্থা রয়েছে
  • ২১ টি জেলার মানুষের ভাগ্য পরিবর্তন হতে চলেছে এই পদ্মা সেতুর মাধ্যমে। হয়তো আর কাউকেই বিশেষ কারণ ছাড়া এই পদ্মায় ডুবে মরার আশঙ্কা থাকবে না। আর আজ এই পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আমি পদ্মা সেতু অঙ্কন করেছি আর সেটি আপনাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্যই এসেছি তাহলে চলুন পদ্মা সেতু আমাকে দেখে নেয়া যাক

20220624_235006.jpg

💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • মোম রং
  • রাবার
  • স্কেল

20220624_223827.jpg

💘 ১ম ধাপ💘

  • প্রথমে আমি স্কেল দিয়ে পদ্মা সেতুর জন্য লম্বা কয়েকটি লাইন এঁকে নিলাম।

20220624_224920.jpg

20220624_230333.jpg

💘 ২য় ধাপ💘

  • তারপর মাঝখানে রেলিং এবং নিচে পিলারগুলো এঁকে নিলাম।

20220624_225332.jpg

20220624_231201.jpg

20220624_231516.jpg

💘 ৩য় ধাপ💘

  • তারপর উপরে লাইট এঁকে নিলাম এবং মাঝখানের সবগুলো রেলিং কে হালকা কালো করে নিলাম।

20220624_232124.jpg

20220624_233017.jpg

20220624_233931.jpg

💘 ৪র্থ ধাপ💘

  • তারপর আকাশ এবং নিচে পানি গুলো হাল্কা আকাশী রং করে নিলাম।

20220624_234835.jpg

20220624_234838.jpg

💘 ৫ম ধাপ💘

  • তারপর পিলার গুলোর বিপরীত পাশে হালকা কালো কালো করে গাছপালার মতো একে নিলাম।

20220624_234842.jpg

20220624_234849.jpg

💘 শেষ ধাপ💘

  • এবার পদ্মা সেতুর অংকন এর নিচে আমার সিগনেচার দিয়ে দিলাম।

20220624_235001.jpg

20220624_235004.jpg

আশাকরি সমসাময়িক বিষয় নিয়ে আমার চিত্রটি আপনাদের সবার অনেক ভাল লাগবে। ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন।

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
 2 years ago 

স্বপ্নের পদ্মা সেতু অঙ্কনের আইডিয়াটা যেমন সুন্দর ছিল সেতুটির তেমন সুন্দর ভাবেই অঙ্কন করে আমাদের মাঝে প্রদর্শন করেছেন খুবই ভালো লাগলো উদ্বোধনের দিনে আরেকটি পদ্মা সেতু দেখতে পেলাম আপনার চিত্রের মাধ্যমে শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলে আপনি অনেক সুন্দর ভাবে স্বপ্নের পদ্মা সেতু অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার দক্ষতা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর ভাবে স্বপ্নের পদ্মা সেতু অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমারে নিবা মাঝি তোমার লগে-(কপিলা)
পদ্মা নদীর মাঝি উপন্যাসে এমনই একটি বক্তব্য আমরা সবাই পড়েছি।

তবে এখন আর মাঝির দরকার নেই। সত্যিই পদ্মা সেতু আমাদের গৌরব এবং অহংকারের একটি বিষয়। এই পদ্মা সেতুর কারণে আমাদের দেশ উন্নয়নের দিকে আরও একধাপ এগিয়ে গেল। সেতুর উপরে বাস-মাইক্রো ইত্যাদি চলবে এবং নিচে চলবে রেলগাড়ি যেটি সত্যিই অসাধারণ। আপনার ড্রইং টি অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। আজকের দিনে এরকম একটি ড্রইং শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন সব ধরনের যোগাযোগের জন্য রেললাইন এবং বাস রোড দুটোই প্রয়োজন। আর দুটোই পদ্মা সেতুর রয়েছে যা আমাদের সবার জন্য একটি আনন্দের বিষয়। এর মাধ্যমে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে বিশ্বের বুকে আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য।

 2 years ago 

আসলে স্বপ্নের পদ্মা সেতু আজকে প্রধানমন্ত্রীর উদ্বোধন করল। এটি বাংলাদেশের জন্য অনেক আনন্দ এবং গৌরবের দিন। আপনি এই দিনে পদ্মা সেতুর সুন্দর চিত্র অঙ্কন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আজকেই আমাদের কাঙ্ক্ষিত সেই পদ্মা সেতু উদ্বোধন হয়েছে আর এই একই দিনে আপনি পদ্মা সেতুর খুবই চমৎকার একটি চিত্র অঙ্কন করেছেন। ২১ টি জেলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে এই সেতুর মাধ্যমে। আর এই কথাটি ভাবতেই যেন মনের ভেতর খুবই আনন্দ অনুভব হয়। আপনার অসম্ভব সুন্দর পদ্মা সেতুর চিত্রাংকনটি দেখেও খুবই আনন্দিত হলাম। খুবই নিখুঁত ও দক্ষতার সাথে এত সুন্দর করে প্রাণের প্রিয় পদ্মা সেতুর চিত্রাংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

নিঃসন্দেহে এটা আমাদের জন্য গৌরবের বিষয় । এখন মানুষকে আর কষ্ট করে পদ্মার পাড়ে যেতে হবে না এখন মানুষ পদ্মা সেতুর উপর দিয়ে যাতায়াত করতে পারবে । এতে যেমন একদিকে ব্যবসার উন্নয়ন হবে আরেকদিকে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে । আপনি চমৎকার ভাবে আর্ট এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন পদ্মা সেতু । ভালো ছিল আপু

 2 years ago 

আসলেই বাংলাদেশ দিন দিন উন্নতির শিখরে উঠছে। ব্যবসা বাণিজ্য থেকে সকল ধরনের উন্নয়নমূলক যোগাযোগের ক্ষেত্রে এই পদ্মা সেতু ব্যাপক ভূমিকা পালন করবে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

স্বপ্নের পদ্মা সেতু আপনি অনেক চমৎকার ভাবে চিত্র অংকন করেছেন আপু। আপনি একদম ঠিক বলেছেন আপু ২১ টি জেলার মানুষের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। এই পদ্মা সেতু হয়ে অনেক মানুষের অনেক উপকার হবে । প্রিয় পদ্মা সেতুর চিত্র অংকন নিখুঁতভাবে সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আজকের দিনের জন্য এধরনের পোস্ট করা সত্যিই অনেক সুন্দর আইডিয়া। সেইসাথে আপনি খুবই সুন্দরভাবে স্বপ্নের পদ্মা সেতু অঙ্কন করেছেন। দেখতে খুবই ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে রূপ নিয়েছে। আজকে আপনি চমৎকারভাবে পদ্মা সেতুর একটি চিত্র অঙ্কন করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আজকে পদ্মা সেতু উদ্বোধনের দিনই অসাধারণভাবে পদ্মা সেতুর চিত্রাংকন করেছেন। এত সুন্দর ভাবে চিত্র অঙ্কন করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে স্বপ্নের পদ্মা সেতু অঙ্কন করে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো আপনার এই অংকন দেখেই আমি মুগ্ধ। এভাবেই চেষ্টা করতে থাকুন সুন্দর অঙ্কন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60497.39
ETH 2637.52
USDT 1.00
SBD 2.56