বঙ্গবাজারের ট্রাজিডিতে আমরা শোকাহত

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা

আসসালামু আলাইকুম

প্রীতি ও শুভেচ্ছা

  • আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমার আজকের পোস্টটি হচ্ছে বঙ্গ বাজারের ট্রাজেডি নিয়ে।
  • আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন বঙ্গবাজারে আগুন লেগে আজ শত শত দোকান পাঠ পুড়ে ছাই হয়ে গেছে। এই আগুনে পুড়ে শুধুমাত্র শত শত দোকানপাট পুড়ে ছাই হয়ে নি। হাজার হাজার মানুষের স্বপ্নগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তাদের এই আর্তনাদ কে শুনবে? এই দায়ভার কে নিবে! ব্যবসায়ীদের আর্তনাদে যেন পুরো পৃথিবী কাঁপছে।
  • আজ মঙ্গলবার বঙ্গ বাজারে আগুন লাগে ছড়িয়ে পড়ে অসংখ্য দোকানে। আর এই আগুন 🔥 লেগে ফায়ার সার্ভিস এসে পৌঁছাতে পৌঁছাতে হাজার হাজার দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। কোটি কোটি টাকার মালামাল নিমিষেই বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফায়ার সার্ভিসের ৫০ টি ইউনিট কাজ করার শুরু করেছে প্রথমে। এত চেষ্টার পরেও কোন লাভ হয়নি।

20230405_224237.jpg

  • কেন প্রতিবছর আমাদের দেশে কয়েকবার বিভিন্ন জায়গায় আগুনে পুড়ে শেষ করে দেয় সাধারণ মানুষের স্বপ্নগুলো। বিভিন্ন কলকারখানা থেকে শুরু করে গার্মেন্টস পর্যন্ত প্রায় প্রতি বছর আগুনে পুড়ে ছাই হয়ে আমরা শুনে আসছি। এসব ভুক্তভোগী পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার ভাষা পৃথিবীতে কারো নেই। এই ব্যবসায়ীরা আজ নিঃস্ব। তাদের বুকের ভেতরে যেই জ্বলন্ত আগুন তা কোনো ফায়ার সার্ভিস নিভাতে পারবে না। আগুন নিভানোর জন্য আমাদের দেশে কি এর চেয়ে উন্নত কোন প্রযুক্তি ব্যবস্থা করা উচিত নয়! আর কত মানুষের স্বপ্নগুলোকে টুকরো টুকরো করে দেয়া হবে। এই দুঃখের ভার বহন করা যে কতটা কষ্ট তার শুধু তারাই জানে যাদের সম্পদ পুড়ে ছাই হয়েছে। তাদের সান্তনা দেয়ার ভাষা আমার জানা নেই ।শুধু দূর থেকে দোয়া করা ছাড়া আর কিছুই আমার হাতে নেই। সৃষ্টিকর্তা তাদের এই কষ্ট ভয় ভের শক্তি দান করুন।

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
 2 years ago 

আপনার ছবিটি দৃশ্যমান নয়। আর এটা যদি ফেসবুক থেকে নেওয়া হয় তাহলে এটি কেটে দিন।

 2 years ago 

আচ্ছা ভাইয়া

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

সত্যিই যেন তাই হাজার হাজার মানুষের স্বপ্নগুলো পুড়ে ছাই হয়ে গেছে ৷ আজ বঙ্গবাজারের ট্রাজিডিতে ৷ যা ফায়ার সার্ভিস কেনো কেউ এই আগুন নেভাতে পারবে না ৷ দুপুরের পর টিভিতে দেখছিলাম ৷ লাল আগ্নেয়গিরি মতো উতক্ত লাভার মতো চলছে ৷ এটা শুধু একজন ব্যাসায়ি মানুষের আর্তনাদ নয় ৷ এটা গোটা বাংলাদেশের মানুষের আর্তনাদ ৷ যারা খেসারত সমস্ত দেশকে দিতে হবে ৷ যার বড় ইসু হয়ে দারাবে অর্থ খাতে ৷

 2 years ago 

আসলেই ভাইয়া হাজার হাজার মানুষের স্বপ্নগুলো পুড়ে ছাই হয়ে গেছে আজ বঙ্গবাজারের ট্রাজিডিতে। এরকম বিভীষিকাময় ঘটনা অহরহ ঘটছে আমাদের দেশে তবুও সতর্কতা নেই। এসব ভুক্তভোগীকে সান্ত্বনা দেওয়ার ভাষা ও আমাদের নেই।

 2 years ago 

এভাবেই হয়তো স্বপ্নগুলো এদেশে পুড়তেই থাকবে অন্তত কাল।
কষ্ট আর আক্ষেপ শুধুমাত্র সাধারণ মানুষের।
দেখার কেউ নেই এই দেশে।

 2 years ago 

আমাদের এই বাংলাদেশ বারবার এমন ক্ষতির সম্মুখীন হচ্ছে‌। তবুও আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করছি না এসব নিধনের জন্য। হয়তো সম্পূর্ণ পারব না কিন্তু চেষ্টা তো করতে পারি সামান্য টুকু।

 2 years ago 

আপু শুধু শোকাহত এবং সমবেদনা জানাতে পারবো। এছাড়া তাদের জন্য আমরা আর কিছুই করতে পারবো না। আজকে সারাদিন কিছুই ভালো লাগছিল না এই খবরটি দেখার পর থেকে। কত হাজারো মানুষের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আপনি ঠিক বলেছেন আপু এসব মানুষদেরকে কোন কিছু বলে সান্ত্বনা দেওয়ার ভাষায এই পৃথিবীর কারো নেই। মহান আল্লাহ তায়ালা তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক।

 2 years ago 

আসলে আমরা সমবেদনা জানানো ছাড়া আর কি বা করতে পারব তাদের জন্য ।করার মত কিছুই আমাদের হাতে নেই তবে দোয়া করতে পারি। তাদের এই স্বপ্নগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে মনে হচ্ছে আমাদের হৃদয়ের মাঝখানে কোথাও রক্তক্ষরণ হচ্ছে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68650.88
ETH 2429.74
USDT 1.00
SBD 2.37