DIY-করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক পোস্ট//১০%প্রিয় লাজুক-খ্যাক এর জন্য
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা 😊😊
আসসালামুয়ালাইকুম 🙋♀️🙋♀️
সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা🌷🌷
আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
বন্ধুরা সাম্প্রতিক সময়ে সারাবিশ্বে সবচেয়ে আলোচিত ও আতঙ্কের বিষয় হচ্ছে করোনা ভাইরাস। এই ভাইরাসটি কিভাবে ছড়ায় তা আমরা প্রায় সকলেই জানি। আবার আমরা এটা ও জানি একটু সচেতনতাই পারে আমাদের সবাইকে এই ভাইরাস থেকে নিরাপদে রাখতে।আজ আমি আপনাদের মাঝে করোনা ভাইরাস নিয়ে একটি সচেতনতা মূলক চিত্রাঙ্কন করছি।আশা করছি আমার চিত্র টি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণসমূহঃ
- সাদা কাগজ
- মোম রং
- মার্কার
- স্কেল
প্রথম ধাপঃ
- প্রথমেই আমি একটি সাদা কাগজে স্কেল ও মার্কার দিয়ে চারপাশে দাগ টেনে নিলাম এবং মাঝখানে একটি বৃত্ত আঁকলাম।
দ্বিতীয় ধাপঃ
- এরপর বৃত্তের মাঝে একটি মাস্ক দুটি চোখ ও দুটি ভ্রু আঁকলাম। অর্থাৎ একটি মাস্ক পরিহিত মুখমন্ডলের ছবি যেন বুঝা যায়।
তৃতীয় ধাপঃ
- এবার আমি বৃত্তটির চারপাশে চার ভাগ করে দাগ টেনে নিলাম। তারপর চোখ গুলোর উপরে একটু বাঁকা করে এঁকে নিলাম। এরপরেই ডান পাশের এক অংশে তিনটি মানুষকে কাছাকাছি করে আঁকলাম।
চতুর্থ ধাপঃ
- এ পর্যায়ে আমি এর নিচের অংশে একটি পানির কল থেকে পানি পড়ছে এমন,এর নিচে দুটি হাত এবং একটি সাবানের বোতল এঁকে নিলাম।
পঞ্চম ধাপঃ
- এবার আমি বাম পাশের নিচে একটি ঘরে একজন মানুষ তার উপরে একটি হাত দিয়ে নির্দেশ করা আকঁলাম। সবশেষে এর উপরের অংশে করমর্দন করা দুটি হাত আঁকলাম। তারপর আমি উপরের দুই অংশের দুকোনে ক্রস( ×) চিহ্ন দিয়ে ভুল নির্দেশ এবং নিচের দুই অংশের দুই কোণে টিক(√) চিহ্ন দিয়ে সঠিক নির্দেশ করলাম।
ষষ্ঠ ধাপঃ
- এবার আমি মুখমন্ডলটির চারপাশে হালকা সবুজ ও গাঢ় সবুজ ও এবং এর চারপাশে হালকা আকাশী রং দিয়ে রঙিন করে নিলাম। যাতে করে মুখটিতে মাস্ক লাগানো আছে এমনটাই বুঝা যায়।
সপ্তম ধাপঃ
- তারপর আমি উপরের দুই অংশে একই ভাবে কাঠালী রং, কমলা রং ও লাল রঙ দিয়ে রং করে নিলাম।
অষ্টম ধাপঃ
- এবার নিচের দুই অংশে হালকা সবুজ রং ও গাঢ় সবুজ রং করে নিলাম।
নবম ধাপঃ
- তারপর আমি টিক (√) চিহ্ন সবুজ রং ক্রস(×) চিহ্ন লাল রং ও পানি গুলো হাল্কা আকাশী রং করে দিলাম।
এর ফলে টিক চিহ্নের মাধ্যমে নিরাপদ এবং ক্রস চিহ্নের মাধ্যমে অনিরাপদ অবস্থা নির্দেশ করছে।
দশম ধাপঃ
- তারপর আমি হাত গুলো রং করে নিলাম এবং মানুষগুলোর কাপড় রং করে নিলাম এবং এর চারপাশে করোনাভাইরাস এর কিছু চিহ্ন এঁকে দিলাম।
সর্বশেষ ধাপঃ
- পরিশেষে মার্কার দিয়ে মাস্ক এর মাঝখানে ফাইট করোনা লিখে এবং চিত্রের নিচে আমার সিগনেচার দিয়ে দিলাম
বন্ধুরা এভাবেই শেষ করলাম আমার সচেতনতামূলক পোস্টটি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন,ভালো থাকুন।।
# কেমন লেগেছে মন্তব্য করবেন।
❤️❤️
করোনাভাইরাস নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন। পোস্ট যেমন গুরুত্বপূর্ণ ছিল অংকনটাও অসাধারণ হয়েছে। চিত্রের মাধ্যমে অনেক সুন্দর ভাবে দেখেছেন কিভাবে এই করণা পরিস্থিতিতে সচেতন থাকতে হবে। আপনি অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোতে এবং প্রয়োজনে মাস্ক পরিধান করে বের হতে। দূরত্ব বজায় রেখে চলতে অনেক কিছুই দেখেছেন। অনেক ভালো লাগলো আপু।
আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আমাদের সমাজে অনেকে অসচেতনতার কারণে করোনা দিন দিন বেড়েই যাচ্ছে।সবাইকে সচেতন হতে হবে এবং ঘরে থাকতে হবে ,প্রয়োজনে বের হলেও মাস্ক পরে দূরত্ব বজায় রেখে চলতে হবে। ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনাকে অনেক ধন্যবাদ। আমার পোস্ট টি মনোযোগ সহকারে দেখে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা
আপু আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আমরা সবাই শুধু মুখেই বলি আমরা সচেতনভাবে চলাফেরা করি কিন্তু সত্যি কি আমরা তা করি? আমাদের অসচেতনতার কারণে প্রতিদিন করোনার আক্রান্তের হার দিন দিন বেড়ে চলেছে। আপু আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট করার জন্য।
সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবাই। আপনাকেও ধন্যবাদ সুন্দর মতামতের জন্য। শুভকামনা,,,,
আপু আপনি অসাধারণ একটি পোস্ট করেছেন। তবে বাঙালিদের কাছে করুণা আসতো নাকি ভয় পায়। ব্যাপারটা হাস্যকর হলেও হাস্যকর নয়, কারণ দারিদ্রতা এবং কি খুদার জালা করোনা কেউ উপেক্ষা করে চলতে হয় বাঙ্গালীদের। জাইহোক আমিও সেদিকে যাচ্ছিনা। আপনি অসাধারণ একটি পোস্ট করেছেন এবং প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। এবং টিক চিহ্ন দিয়ে বুঝানোর চেষ্টা করেছেন কোনটা সঠিক কোনটা ভুল সব মিলিয়ে অসাধারণ ছিল আপনার পোস্টটি। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।