মজাদার পাতাকপি ভাজি রেসিপি //১০% প্রিয় লাজুক খ্যাককে

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা

আসসালামু আলাইকুম

প্রীতি ও শুভেচ্ছা

  • আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে মজাদার পাতাকপি ভাজি রেসিপি। পাতাকপি আমার অনেক প্রিয় একটি সবজি পাতাকপি ভাজি দিয়ে চালের গুড়ের রুটি খেতে অনেক ভালো লাগে। তাছাড়া দুপুরবেলা গরম ভাত দিয়ে পাতাকপি ভাজি খেতে অনেক বেশি টেস্টি লাগে। পাতাকপি ছোট-বড় সবারই পছন্দের একটি রেসিপি।পাতাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। পাতাকপিতে প্রচুর পরিমাণে সালফার হয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। তাই মাঝে মাঝে সবারই পাতাকপি খাওয়া উচিত। তাহলে চলুন এখন আমার পাতাকপি ভাজি রেসিপি দেখে নেয়া যাক।

20220904_111340.jpg

20220904_111326.jpg

💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘

  • পাতা কপি কুচি
  • পেঁয়াজ কুচি
  • কাঁচা মরিচ কুচি
  • হলুদের গুঁড়ো
  • লবণ
  • রসুন বাটা
  • তেল

20220904_103651.jpg

20220904_103642.jpg

20220904_103704.jpg

20220904_103726.jpg

💘 প্রথম ধাপ💘

  • প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজকুচি ও কাঁচা মরিচ কুচিয়ে দিয়ে দিলাম।

20220904_103749.jpg

20220904_103813.jpg

💘 দ্বিতীয় ধাপ💘

  • এবার রসুন বাটা হলুদ ও লবণ দিয়ে নেড়ে নিলাম।

20220904_103859.jpg

20220904_103929.jpg

💘 তৃতীয় ধাপ💘

  • এবার পাতাকপি করছি গুলো কড়াইয়ে দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম।

20220904_103959.jpg

20220904_104033_001.jpg

💘 চতুর্থ ধাপ💘

  • এবার পাতাকপি থেকে পানি বের হলে ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম।

20220904_104610.jpg

💘 পঞ্চম ধাপ💘

  • এবার ঢাকনা উঠে পানি শুকানো পর্যন্ত রান্না করতে থাকলাম। রান্না শেষ হয়ে গেলে পাতিল চুলা থেকে নামিয়ে ফেললাম।

20220904_104931.jpg

20220904_104935.jpg

💘 শেষ ধাপ💘

  • এবার ভাজি করা পাতাকপি পরিবেশন করে ছবি তুলে নিলাম।

20220904_111335.jpg

🌺 আশা করি আমার আজকের রেসিপি টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
 2 years ago 

ওয়াও আপু আমার সব থেকে ফেভারিট রেসিপি মজাদার পাতাকপি ভাজি রেসিপি। আমি প্রায় দিনে সকালবেলায় গরম ভাত দিয়ে পাতাকপি ভাজির রেসিপি খেয়ে থাকি। আপনার রেসিপি তৈরি দেখে মনে হচ্ছে আরেকটু বেশি ভাজলে হয়তো খেতে আরো বেশি ভালো লাগতো।

 2 years ago 

এটা জেনে খুবই ভালো লাগল যে পাতাকপি রেসিপিটি আপনার অনেক ফেভারিট ।আর আপনি সকালবেলা গরম ভাত দিয়ে পাতাকপি ভাজি খেয়ে থাকেন ।আসলেই গরম ভাত দিয়ে খাওয়ার মজাই আলাদা।

 2 years ago 

পাতাকপি ভাজি আমারও ভালই লাগে খেতে। বিশেষ করে সাথে চিংড়ি মাছ কিংবা চিংড়ি শুটকি থাকলে তো কথাই নেই। গরম ভাতের পাশাপাশি রুটি দিয়ে খেলেও খুব সুস্বাদু লাগে খেতে। আপনি সবগুলো ধাপ চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 2 years ago 

যাইহোক পাতাকপি ভাজি নিয়ে আরেকটি মতামত জানতে পারলাম আপনার কাছ থেকে ।কারণ চিংড়ি মাছ সাথে দেয়া আমি এই প্রথম শুনেছি এবং চিংড়ি শুটকি ওর সাথে দেওয়া যায় তাদের আরো বেশি ভালো লাগছে। নেক্সট টাইমে ট্রাই করে দেখব।

 2 years ago 

চালের রুটি দিয়ে পাতাকপি খাওয়া হয়নি,তবে ভাতের সাথে খেতে ভালোই লাগে।অনেক দিন পর পাতাকপি দেখলাম।বেশ স্বাদের হয়েছে মনে হচ্ছে। ধন্যবাদ

 2 years ago 

চালের গুড়ির রুটির দিয়ে পাতাকপি খেয়ে দেখবেন এক সময় খুবই মজা লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। স্বাদ যেন মুখে লেগেই থাকবে।

 2 years ago 

আপু আপনার পাতাকপি রেসিপি দেখে মনে হচ্ছে শীতকাল এসে গেল। পাতাকপি রেসিপি প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। আপনি সুন্দর ভাবে গুছিয়ে পুরো রেসিপি উপস্থাপন করেছেন । ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপু এখন আর শীতকাল আসার প্রয়োজন হয় না শীতকালীন সবজিগুলো এখন গ্রীষ্মকালে পাওয়া যায় ।আর তাই পাতাকপি ভাজি করে আপনাদের সাথে শেয়ার করলাম এই মৌসুমে।

 2 years ago 
পাতাকপি যদি ও শীতকালীন সবজি।কিন্তু এখন কিছু যায়গায় অল্প পাওয়া যায়।পাতাকপিতে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে। তাই প্রত্যেককে কম বেশি এই সবজিটি খাওয়া উচিত।গরম ভাতের সাথে রেসিপিটি খেতে ও খুব সুস্বাদু লাগে। অসংখ্য ধন্যবাদ আপু,এত সুস্বাদু ও মজাদার করে রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল আপু।
 2 years ago 

একদম আপনি ঠিক কথাই বলেছেন পাতাকপি শীতকালীন সবজি হলেও এখন বাজারে মাঝে মাঝে পাতাকপি পাওয়া যায়। আর পাতাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে তাই মাঝে মাঝে প্রত্যেকেরই খাওয়া উচিত।

 2 years ago 

মজাদার পাতাকপি রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করেলেন।আসলে পাতাকপি ভাজি রেসিপি খেতে খুবই মজা লাগে।

 2 years ago 

পাতাকপি ভাজি আমার কাছে অনেক বেশি মজা লাগে তাই মাঝে মাঝে ভাজি করে খাই আর আপনাদের সাথে শেয়ার করি ধন্যবাদ।

 2 years ago 

এই সময়ে পাতা কপি পাওয়া যায় আমার জানা ছিলো না। তবে দিন দিন অনেক কিছুই পরিবর্ত হচ্ছে। সিজন ছাড়াও আজকাল অনেক ফল এবং সবজি আমরা পেয়ে থাকি। তবে যাই হোক আপনার করা পাতাকপি ভাজি রেসিপিটা দেখে বেশ সুস্বাদু এবং লোভনীয় মনে হচ্ছে। খুব ভালোভাবে প্রতিটা ধাপ আমাদের মাঝে উপস্থাপন করছেন। এজন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

একদম ঠিক বলেছেন এখন সিজন ছাড়াও অনেক ধরনের সবজি ফল ফ্রুট পাওয়া যায় বাজারে। যদিও পাতাকপি শীতকালীন সবজি কিন্তু এখনো গ্রীষ্মকালেও পাওয়া যায় ।আর মৌসুমবিহীন সবজি খাওয়ার মজাই আলাদা ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু পাতাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। পাতাকপিতে প্রচুর পরিমাণে সালফার হয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে‌। খুবই সুন্দরভাবে এই রেসিপিটি আমাদের সাথে শেয়ার করেছেন উপস্থাপনা করে। দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক কথা পাতাকপিতে প্রচুর পরিমাণে সালফার হয়েছে যা ক্ষমতা বৃদ্ধি করে ।আর আমাদের প্রত্যেকেরই উচিত পুষ্টিকর খাবার খাওয়া যাতে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

 2 years ago 

শীতকালের সমস্ত সবজির মধ্যে পাতাকপি আমার কাছে সব থেকে প্রিয় একটি সবজি। আর আপনি পাতাকপির সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেলেছেন । খুব ভালো লাগলো।

 2 years ago 

আমার কাছেও অনেক ভালো লাগে শীতকালে পাতাকপি ভাজি খেতে। তবে এখন সিজন ছাড়া এই রেসিপিটি খেতে আরো বেশি ভালো লাগছে।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু দুপুরবেলা গরম ভাতের সাথে পাতাকপি ভাজি খেতে বেশ দারুন লাগে। আবার রুটি দিয়ে সকালবেলা খেতে আরো বেশি ভালো লাগে। এ বছর এখনো পাতাকপি ভাজা খাওয়া হয়নি। ধন্যবাদ শেয়ার করার জন্য অনেক লোভনীয় একটি রেসিপি।

 2 years ago 

জ্বী আপু একদম ঠিক দুপুর বেলা গরম ভাতের সাথে পাতাকপি ভাজি খাওয়ার মজাই আলাদা। আর তখন খিদে পেট যেন আরো বেশি বেড়ে যায় এই রেসিপিটি দেখলে। ধন্যবাদ আপু আপনার মতামতের জন্য।।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.026
BTC 58216.02
ETH 2614.69
USDT 1.00
SBD 2.45