যেমন কর্ম তেমন ফল

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি ।আজ আমি আপনাদের মাঝে কিছু কথা লিখবো। আমার আজকের ব্লগের বিষয়বস্তু হচ্ছে যেমন কর্ম তেমন ফল।

কথায় আছি যেমন কর্ম তেমন ফল। আবার কেউ কেউ বলে কর্ম দোষের লোহা ভাসে। আসলে এই কথাটি একটু ঠিক যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। প্রতিটি মানুষের ই তার নিজস্ব কিছু অভ্যাস নিয়ে পৃথিবীতে জন্ম নেয়। এরমধ্যে কিছু মানুষ ইচ্ছে করে পরিবর্তন করতে পারে, আবার কেউ ইচ্ছে করে পরিবর্তন করে না। পরিবেশ পরিস্থিতির কারণে কেউ আবার বাধ্য হয়েও পরিবর্তন করে। কর্মের ধর্ম চর্ম পর্যন্ত আসা পর্যন্ত কারো আবার টনক নড়ে না। আসলে কিছু মানুষ আছে এমন যে তার অবস্থা এতটাই অবনতি হচ্ছে তবুও নিজের কর্মের পরিবর্তন করে না। কিন্তু তারা চাইলে ই নিজেদের পরিবর্তনের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে।

pexels-scott-neil-16069883.jpg
উৎস

আর নিজের দেখা এমন কিছু আপন মানুষ আছে যে ইচ্ছে করে নিজের গুরুত্বপূর্ণ সময় গুলোকে কাজে না লাগিয়ে ফেলার সময় কাটিয়ে দিচ্ছে। এতে করে নিজের পরিবর্তন তো হচ্ছেই না বরং অবস্থা শুধু অবনতি হচ্ছে। এতে করে আমি এই প্রবাদ বাক্যের সাথে অনেকটাই মিল পাচ্ছি যে যেমন কর্ম তেমন ফল। আমি মনে করি কোন মানুষকেই তার কর্ম ছেড়ে বসে থাকা উচিত নয়। মানুষ চাইলেই ইচ্ছে করলেই এবং পরিশ্রম করলেই তার ভাগ্য পরিবর্তন করতে পারে। চেষ্টা না করলেই কখনো মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। কিন্তু অসীম কিছুর আশায় মানুষ ক্ষুদ্র জিনিস কে ত্যাগ করে সময় নষ্ট করে ফেলে।এতে করে এক সময় দেখা যায় অসীম কিছু তার হাতের নাগালে আসে না। কেননা সে ক্ষুদ্রতাকে গুরুত্ব না দিয়ে বৃহৎ কে কাছে পেতে চায়। এমনকি এই ধরনের মানুষরা অন্যের সৎ উপদেশ না মেনে নিজেকে জাহির করে বড় হিসেবে। কিন্তু আসলে এতে করে তারা কখনোই বড় হয় না এমনকি নিজেদের এই অবস্থানটুকু নিজেদের চোখেও পড়ে না। চেষ্টা করতে হলে মানুষ অন্যের কাছে নিজেকে বিলিয়ে দিতে হয় নিজের সুন্দর আচরণ দিয়ে। কেননা একজনের ওসিলায় আরেকজন মানুষ পৃথিবীতে অনেক এগিয়ে যেতে পারে। কিন্তু কিছু মানুষ আছে এমন অন্যের কাছে নিজেকে ছোট করবে না তাই নিজের বড়ত্ব নিয়ে এমন ভাব ভঙ্গি দেখায় যে নিজে ই নিজের অবস্থান পরিবর্তনের জন্য যথেষ্ট। অথচ এতে করে সমাজ পরিবেশ এবং চারপাশের মানুষের কাছে নিজেই মূল্যহীন হয়ে পড়ে। এভাবে কর্মহীন মানুষরাই তাদের ব্যর্থতার ফল ভোগ করতে থাকে যুগের পরে মুখ। এই ধরনের মানুষদের বুঝিয়ে না পারলে এদের কাছ থেকে দূরে সরে থাকাটাই শ্রেয়।

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
 last year 

আপনি একদম ঠিক বলেছেন মানুষ ইচ্ছে করলে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, সব সময় যদি নিজেকে ভালো কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখা যায় নতুন নতুন জিনিস শেখার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই একটা মানুষ ভবিষ্যতে ভালো কিছু করতে পারে।

 last year 

ভাইয়া মানুষ চেষ্টা করলে অনেক কিছুই পারে কিন্তু কিছু মানুষ আছে চেষ্টা ছাড়াই চায় তার ভাগ্য পরিবর্তন হয়ে যাক। এতে করে সে যেমন কর্ম করছে তেমন ফলই ভোগ করতে থাকে।

 last year 

আসলে এই কথার প্রচলন একটু বেশি "যেমন কর্ম তেমন ফল"। আসলে মানুষ চাইলেই পরিশ্রম করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। কর্মহীন মানুষেরা ব্যর্থতার ফল ভোগ করে সারা জীবন ধরে। তাই আমাদের সবার উচিত পরিশ্রম করে নিজেদের ভাগ্যকে পরিবর্তন করা। তবেই তো আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো।

 last year (edited)

আসলেই ঠিক বলেছেন এই কথার প্রচলন একটু বেশি যেমন কর্ম তেমন ফল। কর্মহীন মানুষেরা ব্যর্থতার ফল ভোগ করে কিন্তু তবুও নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না। এটা হতে পারে ওদের স্বভাব।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56963.59
ETH 2355.27
USDT 1.00
SBD 2.38