রঙিন কাগজ দিয়ে একজোড়া জুতা তৈরি 👠👠//১০% প্রিয় লাজুক খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা🧕🧕

আসসালামু আলাইকুম 🙋‍♀️🙋‍♀️

প্রীতি ও শুভেচ্ছা 🌺🌺

  • আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করতে খুব পছন্দ করি। নিজের হাতে ঘরে ব্যবহৃত যেকোনো জিনিস রঙিন কাগজ দিয়ে বানাতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাইতো যখন তখন রঙিন কাগজ নিয়ে বসে যাই মনের মত কিছু তৈরি করতে। আজ বানিয়েছি রঙিন কাগজ দিয়ে কাগজের একজোড়া জুতা।তাই আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করলাম।

  • বাচ্চাদেরকে এই ধরনের জুতা বানিয়ে উপহার দিলে তারা খুব খুশি হয়ে যাবে। কারণ এই ধরনের রঙিন কাগজের জুতা বাচ্চাদের বেশি পছন্দ।তারা পুতুল দিয়ে খেলতে পছন্দ করে। তাই পুতুলকে এ ধরনের জুতা পরাতে ও পছন্দ করে।
    এখন আমি রঙিন কাগজ দিয়ে বানানো কাগজের একজোড়া জুতা বানানো পদ্ধতি ধাপে ধাপে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। তাহলে চলুন শুরু করা যাক

20220727_173609.jpg

20220727_173546.jpg

💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘

  • রঙিন কাগজ
  • কাঁচি

20220729_111310.jpg

💘 প্রথম ধাপ 💘

  • প্রথমে আমি বর্গাকৃতির ৫ সেন্টিমিটার নিয়ে একটি রঙিন কাগজ কেটে নিলাম।

20220727_171727.jpg

20220727_171745.jpg

💘 দ্বিতীয় ধাপ 💘

  • তারপর এটিকে দুই দিক থেকে কোনাকুনি ভাবে ভাজ দিয়ে দিলাম।

20220727_171815.jpg

20220727_171854.jpg

20220727_171947.jpg

💘 তৃতীয় ধাপ 💘

  • এবার দুকোনা দু দিক থেকে চিকন করে ভাঁজ করে নিলাম।

20220727_172052.jpg

20220727_172133.jpg

💘 চতুর্থ ধাপ 💘

  • এবার কোনার অংশটুকু উপরের দিকে উল্টিয়ে আটকিয়ে নিলাম তৈরি হয়ে গেল জুতার সামনের অংশ।

20220727_172444.jpg

💘 পঞ্চম ধাপ 💘

  • এবার একই রকম ভাবে আরেকটি কাগজ বর্গাকৃতির কেটে নিলাম এবং দুই দিকে দুই ভাজ কোনাকুনিভাবে দিয়ে দিলাম।

20220727_172558.jpg

20220727_172621.jpg

💘 ষষ্ঠ ধাপ 💘

  • এবার এক কোনা দুই ভাজ করে উল্টিয়ে নিলাম।

20220727_172639.jpg

20220727_172740.jpg

💘 সপ্তম ধাপ 💘

  • এবার এর উল্টো পিঠে দু কোণা দুদিক থেকে ভাঁজ করে নিলাম।

20220727_172829.jpg

20220727_173214.jpg

💘 অষ্টম ধাপ 💘

  • এবার কাগজের অংশটি উল্টাপেট করে জুতার সামনের অংশে ঢুকিয়ে আটকিয়ে দিলাম।

20220727_173306.jpg

20220727_173328.jpg

💘 চূড়ান্ত ধাপ 💘

  • এবার আমি আমার তৈরি করা কাগজের জুতা ছবি তুলে নিলাম।

20220727_173446.jpg

20220727_173504.jpg

20220727_173535.jpg

🌺 আশা করি আমার তৈরি করার ডাই প্রজেক্টটি আপনাদের সবার পছন্দ হবে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
 2 years ago 

নতুন ধরনের একটি ইউনিক কাজ দেখলাম আমি আজকে। রঙিন কাগজ দিয়ে কখনো জুতা বানাতে দেখিনি কাউকে। যাইহোক অনেক ভালো লাগলো। খুব সুন্দর উপস্থাপনা করেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলে রবিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে ঘরের সাজিয়ে রাখা যায় এবং দরকারি কোন জিনিস।আবার মাঝে মাঝে বাচ্চাদের উপহার দেয়া যায় এমন জিনিস তৈরি করেও আনন্দ পাই।

 2 years ago 

সত্যি আপু আমি মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে যে এত সুন্দর জুতা তৈরি করা যায় সেটা আমার জানা ছিল না। আপনি খুবই ইউনিক একটি জিনিস তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে ছোট ভাগ্নীকে উপহার দেয়ার জন্য এই এই রঙিন কাগজ দিয়ে জুতা জোড়া বানিয়েছি। আর যেহেতু এত সুন্দর একটি জিনিস বানিয়েছি আপনাদের সাথে শেয়ার না করলে যে আমার ভালই লাগে না। তাইতো ঝটফট শেয়ার করে নিলাম আশা করি ভালো লাগবে।

 2 years ago 

বানিয়েছি রঙিন কাগজ দিয়ে কাগজের একজোড়া জুতা

আপনি আজকে অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আমাদের মাঝে অনেক সুন্দরভাবে শেয়ার করেছেন। আসলে আপনার জুতো তৈরির পদ্ধতি দেখে অনেক ভালো লেগেছে। এত সুন্দর ভাবে তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

রবিন কাগজের যেকোনো জিনিসই আমার অনেক পছন্দ। আমি নিজেও বানাতে পছন্দ করি যারা আমাদের কমিউনিটিতে বানায় তাদের কেও বাহবা দিতে ভালো লাগে। তাই তো মাঝে মাঝে মনের আনন্দে তৈরি করে ফেলি বিভিন্ন জিনিস আর আপনাদের সাথে শেয়ার করি।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর জুতা তৈরি করেছেন আপনি। জুতা গুলো দেখতে দারুন লাগছে। রঙিন কাগজের জুতা তৈরির সবগুলো ধাপ চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউনিক একটি আইডিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে হঠাৎ করেই মাথায় আইডিয়া এলো রঙিন কাগজ দিয়ে কি তৈরি করা যায়। আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এই ধরনের জিনিস ছোট বাচ্চাদের উপহার দিলে তারা সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আজকে দারুন একটি আইডিয়া শেয়ার করলেন আপু খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একজোড়া জুতা তৈরি করেছেন। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, এটা তৈরি করার পদ্ধতি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নতুন নতুন আইডিয়ার মাধ্যমে নতুন নতুন জিনিস বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। মনকে প্রফুল্ল রাখতে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে বিকল্প নেই। তাই আমি মাঝে মাঝেই নতুন নতুন জিনিস বানানোর চেষ্টা করি। আর রঙিন কাগজ দিয়ে বানালে তো কথাই নেই।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে একজোড়া জুতা তৈরি দেখলাম। দেখতে অনেক সুন্দর লাগলো। অনেক সুন্দর করা আমাদের মাঝে উপস্থাপনা করেছেন তাই আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানালে আমারও অনেক ভালো লাগে। আমি নিজেও অবাক হয়ে গেছি এত সুন্দর লাগছিল যে জুতাগুলো মনে হচ্ছে কোন পুতুলের পায়ে পরিয়ে দেয়া যাবে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে এক জোড়া জুতা তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই ইউনিক ক্রিয়েটিভিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে আমি আমার পোষ্টের মাধ্যমে নিজের ক্রিয়েটিভিটি এবং সৃজনশীলতা তুলে ধরার চেষ্টা করি। তাই নতুন নতুন জিনিস তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। রঙিন কাগজ দিয়ে বানানো এই জুতা গুলো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের মন্তব্য দেখে উৎসাহিত হলাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57810.45
ETH 3116.57
USDT 1.00
SBD 2.43