রুই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া //১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা💁‍♀️💁‍♀️

আসসালামু আলাইকুম 🙋‍♀️🙋‍♀️

প্রীতি ও শুভেচ্ছা 🌻🌻

  • আশা করি সবাই ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি।সেটি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া।মিষ্টি কুমড়া যেহেত মিষ্টি খেতে ও খুব দারুণ।

  • মিষ্টি কুমড়া তে কম ক্যালোরি এবং প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার থাকায় মিষ্টি কুমড়া ওজন কমাতে একটি উপযুক্ত খাবার। যারা তাদের শরীরের অতিরিক্ত ওজন নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা সানন্দে মিষ্টি কুমড়া খেতে পারেন।

  • তাহলে বন্ধুরা চলুন আজ মিষ্টি কুমড়া রান্নার পদ্ধতি ধাপে ধাপে উপস্থাপন করি

20220111_130140.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • মিষ্টি কুমড়া
  • রুই মাছের মাথা
  • টমেটো কুচি
  • পেঁয়াজ কুচি
  • কাঁচা মরিচ কুচি
  • রসুন বাটা
  • হলুদের গুঁড়ো
  • মরিচের গুঁড়ো
  • আস্ত জিরা
  • জিরার গুড়ো
  • লবণ
  • তেল
  • ধনিয়া পাতা

20220111_115232.jpg

20220111_115238.jpg

20220111_115242.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে আমি রুই মাছের মাথায় হলুদের গুঁড়ো ও লবণ মাখিয়ে দিলাম।

20220111_115314.jpg

দ্বিতীয় ধাপঃ

  • এবার আমি রুই মাছের মাথা গুলো হালকাভাবে তেলে ভেজে উঠিয়ে রাখলাম।

20220111_115610.jpg

20220111_115857.jpg

20220111_120430.jpg

তৃতীয় ধাপঃ

  • তারপরে একি কড়াইয়ে সামান্য তেলে মিষ্টি কুমড়া গুলো কিছুটা ভেজে নিলাম।

20220111_120458.jpg

20220111_120530.jpg

চতুর্থ ধাপঃ

  • তারপর আরেকটি কড়াইয়ে পরিমাণ মত তেল দিয়ে তার মধ্যে এক চা চামচ আস্ত জিরা ছেড়ে দিলাম।

20220111_121410.jpg

20220111_121453.jpg

পঞ্চম ধাপঃ

  • জিরাগুলো সামান্য পরিমাণ ভেজে নিতে হবে বেশি ভাজলে আবার জিরাগুলো পুড়ে যাবে। তারপর এরমধ্যে পরিমাণমতো পেঁয়াজ দিয়ে বাদামি রং করে ভেজে নিতে হবে।

20220111_121506.jpg

20220111_121650.jpg

ষষ্ঠ ধাপঃ

  • এরপর ভাজা জিরা ও পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ পানি ঢেলে দিব যাতে করে জিরা গুলো পুড়ে না যায়।

20220111_121657.jpg

20220111_121924.jpg

সপ্তম ধাপঃ

  • তারপর আমি পানির মধ্যে পরিমাণমতো টমেটো ও পরিমাণমতো কাঁচামরিচ কুচি দিয়ে একটু নাড়লাম। পানিগুলো গরম হয়ে আসলে এর মধ্যে ভেজে রাখা মিষ্টি কুমড়ো ঢেলে দিলাম। তারপর একটি ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম।

20220111_122506.jpg

20220111_122557.jpg

20220111_122623.jpg

অষ্টম ধাপঃ

  • তারপর ঢাকনা উঠিয়ে এর মধ্যে ভেজে রাখা রুই মাছের মাথা গুলো দিয়ে দিলাম এবং আরো সামান্য কিছু পানি দিয়ে অপেক্ষা করলাম।

20220111_123409.jpg

20220111_123504.jpg

20220111_125349.jpg

চূড়ান্ত ধাপঃ

  • অবশেষে পানি কিছুটা কমে গেলে মাখোমাখো অবস্থায় এরমধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে চুলা নিভিয়ে দিলাম। এভাবে আমি আজকের রেসিপি রান্না শেষ করলাম।

20220111_130017.jpg

20220111_125942.jpg

  • রান্না শেষ করে আমি সুন্দর করে আমার রান্না করা রুই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার রান্নাটি পরিবেশন করলাম।

20220111_130140.jpg

20220111_130142.jpg

20220111_130147.jpg

20220111_130155.jpg

বন্ধুরা আশাকরি আজকে আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কেমন লেগেছে মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ❤️

Sort:  
Loading...
 3 years ago 

রুই মাছ আমার খুবই পছন্দের একটি মাছ। এর আগে লাউ দিয়ে রুই মাছ অনেক খেয়েছি কিন্তু কখনো মিষ্টি কুমড়ো দিয়ে খাওয়া হয় নি। তবে আপনার রেসিপি টি দেখে মনে হচ্ছে খেতে হবে। খুবই মজার লাগছে আপনার রেসিপি টি। অনেক সুন্দর হয়েছে আপু। আপনি দেখছি মিষ্টি কুমড়োর কিছু গুন ও তুলে ধরেছেন। সব মিলিয়ে দারুণ ছিলো আপু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 
  • মিষ্টি কুমড়া খুবই স্বাস্থ্যকর একটি খাবার । মিষ্টি কুমড়া দিয়ে বড়া তৈরি খেতে আমার অনেক ভালো লাগে তবে আপনি মিষ্টি কুমড়া এবং রুই মাছ দিয়ে একটি সুস্বাদু রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। মিষ্টি কুমড়া এবং রুই মাছের রেসিপি খেতে শীতকালে খুবই মজাদার লাগে। ধন্যবাদ আপনাকে এমন সুস্বাদু একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপি টি। বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে রুই মাছের মাথা গুলো। আমার পছন্দের খাবার গুলোর মধ্যে মাছের মাথা অন্যতম।আর আপনি আমাদের সাথে সেটাই শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

মিষ্টি কুমড়া আমার অনেক ভাল লাগে।এর সাথে আবার আপনি রুই মাছ দিয়ে একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে। প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

খুব সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন আপনি। আমি মিষ্টি কুমড়া সব সময় চিংড়ি মাছ দিয়ে খেয়ে ছিলাম। তবে রুই মাছের মাথা দিয়ে আপনার রেসিপিটি দেখে খুবই লোভনীয় দেখাচ্ছে। আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন প্রতিটি ধাপ। ধন্যবাদ আপনাকে সুস্বাদু এবং লোভনীয় রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ। যেহেতু আপনার কাছে ভাল লেগেছে তাহলে আপনি এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। আবার ও ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 3 years ago 

রুই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া রেসিপি টা বেশ দারুন লাগছে। দেখে তো জিভে জল চলে এসেছে। আর বরাবরই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া খেতে দারুন লাগে। আপনি আপনার রেসিপির প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। এবং খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আমার আজকের পোস্টে মূল্যবান মতামতের জন্য। আশা করি এভাবে সাপোর্ট করে যাবেন।

 3 years ago 

মিষ্টি কুমড়ো আমার অনেক পছন্দের একটা খাবার। আর যদি মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করা হয় তাহলে তো আরো ইয়াম্মি লাগে। তেমনি আপনার তৈরি করার রেসিপি টা দেখে আমার খুব লোভ হচ্ছে।😋😋 সত্যিই খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি করলেন আপনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য। আশা করি সবসময় সাপোর্ট করবেন।

 3 years ago 

মিষ্টি কুমড়া আমার খুবই পছন্দের একটি সবজি। এটা যে কোন সময়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আপনি আজকে রুই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছেন দেখতে খুবই লোভনীয় লাগছে আর আপনি এটা রান্না করার ধাপগুলো খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছে।অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। আপনার কাছে হেহে ভালো লেগেছে আপনি ও চাইলে এমন করতে রান্না করে খেতে পারেন।

আপু আপনার রুই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া রেসিপিটি দেখতে যেমন সুন্দর লাগছে ,তেমনি খেতে মনে হয় অনেক টেস্টি আর মজাদার হযেছে।কালারটা বেশ সুন্দর।রান্নার সাথে উপস্থাপনা দারুণ।অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56691.97
ETH 2499.18
USDT 1.00
SBD 2.23