আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল খেলা দেখার অনুভূতি⚽⚽

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা⚽⚽

আসসালামুআলাইকুম ⚽⚽

প্রীতি ও শুভেচ্ছা⚽⚽

  • আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমার আজকের পোস্ট হচ্ছে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের খেলা দেখার অনুভূতি। সারা বিশ্বে ফুটবল একটি জনপ্রিয় খেলা। বিশেষ করে আমাদের বাংলাদেশের উৎসুক জনতা ফুটবল খেলার জন্য কি করছে তা হয়তো আপনারা সবাই জানেন। বাঙালিরা নিজেদের টাকা খরচ করে এই খেলার জন্য কত পতাকা কিনছে, কত খাবার-দাবারের আয়োজন করছে, শুধুমাত্র মনের খোরাক মেটাবার জন্য। অনেকে আবার ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকার রঙ্গে নিজেদের বাড়ি ঘর রাঙাচ্ছে।

20221218_221554.jpg

  • এবার কাতার বিশ্বকাপ ফুটবল খেলা অনেকটাই আকর্ষণীয়ভাবে হয়েছে। দীর্ঘ এক মাস চলমান এই খেলা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। ছেলে মেয়ে নারী পুরুষ এমনকি ছোট ৭-৮ বছরের বাচ্চারাও এই খেলা নিয়ে মাতোয়ারা। যদিও আমি মনে করি এই খেলা নিয়ে এত বেশি বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। হয় হয়তো একজন একেক দল সাপোর্ট করে তা নিয়ে একটু আনন্দ করা এটাই ।কিন্তু এটা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়ে অনেকে মৃত্যু পর্যন্ত হয়েছে। সে যাই হোক আমি ব্যক্তিগতভাবে কোন দল সাপোর্ট করিনা। তবে এমনিতেই খেলা দেখতে পছন্দ করি হয়তো সময়ের কারণে সব সময় দেখে উঠতে পারি না তবে গতকাল যেহেতু ফাইনাল খেলা ছিল তাই ভাবলাম সময় করে একটু দেখি।

20221218_221517.jpg

  • তারপর আমি আমার আপু এবং আমার ভাগিনা একসাথে খেলা দেখলাম। বেশ জমে উঠেছিল খেলা। শেষ হয়েও যেন শেষ হচ্ছিল না। মেসির গোল গুলো কিন্তু অন্যরকম আকর্ষণীয় ছিল। দুই দলই খুব ভালোই খেলেছে। যখন দেখলাম আর্জেন্টিনা দুই গোল দিল এর অনেকক্ষণ পর ফ্রান্স ও দুই গোল দিয়ে দিল। এতেই বোঝা গেল দুই দলই আপ্রাণ চেষ্টা করছে বিজয়ী হওয়ার। এমন উত্তেজনাপূর্ণ মুহূর্তে আমি তো ভীষণ এক্সাইটেড। যখনই মনে হচ্ছে আর্জেন্টিনার গোল দিয়ে দিবে এর সাথে সাথে ফ্রান্সের খেলা দেখে মনে হচ্ছে তারাও গোল দিয়ে দেবে। বেশ ভালোই লেগেছিল খেলা।

20221218_221751.jpg

  • অবশেষে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে নিল। দুই দলের আপ্রাণ চেষ্টা দেখে আমার ইচ্ছে করছিল বিশ্বকাপটাকে দুই ভাগ করে দুই দলকে দিয়ে দে হা হা হা। কিন্তু তা তো অসম্ভ ব প্রতিটি প্রতিযোগিতায় হার-জিত থাকবে এটাই স্বাভাবিক। সবাইকে তো একসাথে প্রথম করা সম্ভব নয়। তাই আর্জেন্টিনা সারা বিশ্বের মাঝে নিজেদের বিজয় দেখিয়ে দিয়েছে। আর্জেন্টিনা দলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

20221218_221743.jpg

🌺 আশা করি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

সত্যি কত রাতের ফাইনাল ম্যাচটি ছিল একদম শ্বাসরুদ্ধকর। বারবার ফাইনালে ট্রফিটা আর্জেন্টিনার হাতে চলে যায় আবার যেন ফ্রান্স সেটা ছিনিয়ে নেয়। তবে শেষ হাসিটি আর্জেন্টাইনরাই হেসেছে এখানে আমি মনে করি সব কৃতিত্বই ছিল ইমিলিয়ান ও মার্টিনেজের। প্রিয় দল বিশ্বকাপ জেতাতে চুক্তি অনেক আনন্দ উপভোগ করেছি।।

 2 years ago 

একদম ঠিক বলেছেন গতকাল রাতের ফাইনাল ম্যাচটি ছিল একদম শ্বাসরুদ্ধকর। আর্জেন্টিনা প্রথমে দুই গোল দেওয়াতে ফ্রান্সের ব্যাপারে কোন আশাই ছিল না। পরে যখন দেখলাম ফ্রান্স ও দুই গোল দিয়ে ফেলেছে তখন বুঝা গিয়েছে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। বেশ উপভোগ্য ছিল।

 2 years ago 

সত্যিই আপু আপনার মত আমারও খেলা নিয়ে কোন দল ভেদাভেদ নেই আমি শুধু খেলা দেখি এনজয় করার জন্য।কিন্তু খেলা দেখে অনেকে এত বাড়াবাড়ি করে সত্যি ভালো লাগে না।কালকে দুই দলের খেলা এত স্ট্রং ছিল আপনার মত আমারও একই অনুভূতি যদি কাপটা দুই দলকে ভাগ করে দেওয়া হতো হা হা হা।

 2 years ago 

বাহ আপু আপনার সাথে তো আমার মিলে গেল আসলে খেলা দেখি শুধুমাত্র একটু এনজয় করার জন্য। কিন্তু এটা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করতে যাই না। কারণ বাড়াবাড়িতে গেলে বরং খারাপি হবে। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

বিশ্বকাপ নিয়ে প্রতি বছরই অনেক বাড়াবাড়ি হয়। ঠিক বলেছেন আনন্দ করতে গিয়ে একজন আরেকজনকে মেরে ফেলে এইটা ঠিক না। তাছাড়া কালকের খেলাটি আসলেই জমজমাট ছিল। টানটান উত্তেজনা কাজ করেছে শুরু থেকে শেষ পর্যন্ত। সবাই মিলে দেখে বেশ ভাল লেগেছিল। আপনারা খুব সুন্দর উপভোগ করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে।।

 2 years ago 

আসলেই আপু এবার বিশ্বকাপ শুরু হওয়ার আগে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনেকেই মারা গেছে। তাই আমি কি মনে করি অতিরিক্ত বাড়াবাড়ি না করে শুধুমাত্র উপভোগ করার জন্য খেলাটা দেখা দরকার এর বেশি হলে খেলা না দেখাই উচিত।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

গতকালকের বিশ্ব কাপ ফাইনাল খেলা ফাইনালের মতোই ছিল। কারণ প্রচুর উত্তেজনা ছিল সবার মাঝেই, বিশ্বকাপ কে নেবে। প্রথম দিকে আর্জেন্টিনা খুব ভালো খেলে দুইটা গোল তো করেই দিয়েছিল। কিন্তু ফ্রান্সের কোন গতি দেখা যাচ্ছে না। পরবর্তীতে যখন ফ্রান্সও ২-৩ মিনিটের মধ্যে দুটো গোল দিয়ে দিয়েছিল তখনই খেলার মোড় ঘুরে গেল এবং উত্তেজনা শুরু হলো সবার মাঝে। আর পরিবারের সবাই মিলে ফাইনাল খেলা দেখেছি এই প্রথম। কারণ পূর্বের খেলা গুলো সব সময় একসাথে দেখা হয়ে ওঠেনি বা পুরো খেলাও দেখা হয়নি। কিন্তু কালকে পুরো সময় ধরে খেলাটা উপভোগ করেছি খুব ভালো লেগেছে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু প্রচুর উত্তেজনা ছিল একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। একেকজনের গোল করা দেখে মনে হচ্ছে কে না কে নিবে বিশ্বকাপ অবশেষে শেষ হাসিটা ফুটেছে আর্জেন্টিনার মুখে। আমিও খেলা দেখে বেশ এক্সাইটেড ছিলাম। বেশ ভালই উপভোগ করেছি।

 2 years ago 

আমি এটা জেনে একটু বেশি খুশি হলাম যে মেসির শেষ স্বপ্ন পূরণ হয়েছে। আমার কাছে কালকে ম্যাচটি ভীষণ ভালো লেগেছিল। দুই দলই খুবই ভালো খেলেছিল কালকে। যারা আর্জেন্টিনা সাপোর্টার তার অনেক খুশি হয়েছে তাদের প্রিয় দল জয়ী হওয়ার কারণে। টানটান উত্তেজনার সাথে কালকের খেলাটি দেখা হয়েছিল। দুই দলই খুবই ভালো খেলেছিল যার কারণে বোঝা যাচ্ছিল না কোন দল জয়ী হবে। ধন্যবাদ।

 2 years ago 

আসলেই ভাইয়া মেসির শেষ স্বপ্নটি যে পূরণ হয়েছে এটাই কিন্তু সবচেয়ে বড় আনন্দের। তবে দুই দলেই যথেষ্ট চেষ্টা করেছে এবং ভালো খেলেছে । সবাই সবার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছে। অবশ্য ভাগ্যের ব্যাপার শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতেছে। বেশ ভালই উপভোগ করেছি খেলা।

 2 years ago 

গতকাল যে খেলা মেসির আর তার সৈন্যরা বিশ্ববাসিকে দেখিয়েছে তা স্মরনীয়। রাস্তায়, পাড়া মহল্লার দোকান গুলোতে , বাসে এমন কি অফিসেও আলোচনায় মুখরিত হয়ে আছে মেসি বাহিনী। আর আমার তো ১২০০ টাকা গরচা।

 2 years ago 

একদম ঠিক বলেছেন সারা বিশ্বের মানুষ অবাক ভাবে দেখেছে মেসির খেলা। অবশ্য দুই দলই বেশ ভালোই খেলেছে। সারা দেশের মানুষ আনন্দচিত্তে এই খেলা দেখেছে এবং আমিও উপভোগ করেছি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76530.78
ETH 3054.36
USDT 1.00
SBD 2.63