ইনসট্যান্ট কোল্ড কফি তৈরি //১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা💘💘

আসসালামু আলাইকুম 😍😍

প্রীতি ও শুভেচ্ছা

  • আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে দাুন একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের পছন্দ হবে।আমি আজ আপনাদের মাঝে কোল্ড কফি তৈরি করার পদ্ধতি দেখিয়ে দেব। কোল্ড কফি আমার খুবই প্রিয়। আমি মাঝেমাঝে কোল্ড কফি রেস্টুরেন্টে খাই।আজ ভাবলাম বাসায় তৈরি কোল্ড কফি চেষ্টা করে দেখি। বন্ধুরা আমার কাছে কিন্তু আমার তৈরি করা কোল্ড কফি খুবই মজা লেগেছে। আমার মনে হয় এটি আপনাদেরও একটি প্রিয় ড্রিংকস।আজ আমি আপনাদের মাঝে আমার কোল্ড কফি তৈরি করার পদ্ধতি গুলো ধাপে ধাপে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেয়া যাক।

GridArt_20220508_084702878.jpg

20220320_195833.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহ🥰🥰

  • আইসক্রিম এক কাপ
  • তরল দুধ দুই কাপ
  • গুড়ো দুধ চার চা চামচ
  • কফি দুই চা চামচ
  • কোকো পাউডার
  • চিনি
  • ঠান্ডা পানি
  • বরফ

20220320_193041.jpg

প্রথম ধাপ

  • প্রথমে আমি দুই চা চামচ কফির সাথে এক চা চামচ পানি দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিলাম।

20220320_193348.jpg

20220320_193418.jpg

দ্বিতীয় ধাপ

  • তারপর ব্লান্ডারে তরল দুধ ঢেলে তার মধ্যে কফি দিয়ে দিলাম।

20220320_193551.jpg

20220320_193631.jpg

20220320_193907.jpg

তৃতীয় ধাপ

  • এবার আইসক্রিম ও গুঁড়ো দুধ দিয়ে দিলাম।

20220320_193944.jpg

20220320_194005.jpg

20220320_194030.jpg

চতুর্থ ধাপ

  • এবার বরফ কুচি দিয়ে সবগুলো ব্লান্ডারে ব্লান্ড করে নিলাম।

20220320_194303.jpg

20220320_194715.jpg

শেষ ধাপ

  • এবার কোকো পাউডার গুলে গ্লাসের চারপাশে সৌন্দর্যের জন্য লাগিয়ে নিলাম।

20220320_195259.jpg

20220320_195336.jpg

  • তৈরি করা কোল্ড কফি পরিবেশন করে ছবি তুলে নিলাম।

20220320_195440.jpg

20220320_195542.jpg

20220320_195850.jpg

  • আশা করি আমার আজকের কোল্ড কফি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰

Sort:  
 2 years ago 

কোল্ড কফি আমারও খুব ফেভারিট তবে বাসায় প্রস্তুত করে কমিই হওয়া হয় রেস্টুরেন্ট থেকে বেশি খাওয়া হয় আপনি খুব মজাদার ভাবে প্রস্তুত করেছেন খেতে খুব সুস্বাদু হবে দেখেই বোঝা যাচ্ছে শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

ইনসট্যান্ট কোল্ড কফি দেখে অনেক লোভনীয় লাগছে আপু। এতদিন বাইরে কফি খেয়েছি এবং বাসায় অন্য রকম ভাবে তৈরি করেছি। আজ আপনার কাছ থেকে নতুন কোল্ড কফি তৈরি করা শিখে নিলাম। কোল্ড কফি তৈরি করতে আপনি অনেক লোভনীয় উপাদান মিশ্রণ করছেন। ধাপ গুলো আপনি অনেক সুন্দরভাবে সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

সত্যি আপু কি বলবো এত লোভনীয় একটি কোল্ড কফি তৈরি করেছেন না খেয়ে কি থাকা যায়? আচ্ছা আপনি বলেন, এরকম কফি পেলে কি লোভ সামলানো যায়? যাইহোক কি আর করা সামলাতে তো হবেই, বেশ চমৎকার ভাবে কোল্ড কফি তৈরির প্রক্রিয়া গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রেস্টুরেন্টের খাবার যদি বাসায় বানানো যায় তাহলে কি দরকার রেস্টুরেন্টে যাওয়ার। আপনাকে অসংখ্য ধন্যবাদ কোল্ড কফি ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে আমাদের সাথে তুলে ধরার জন্য। ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

কিছু কিছু রেসিপি দেখলেই আসলেই খেতে ইচ্ছে করে। আজকে আপনি ইনস্ট্যান্ট কোল্ড কফি রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন আপু। আপনি খুবই সহজ ভাবে রেসিপি তৈরি করার পদ্ধতি আমাদের কাছে উপস্থাপন করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কোল্ড কফি পরিবেশন টি অনেক সুন্দর হয়েছে আপু। কোল্ড কফি আমার অনেক ভালো লাগে আমিও মাঝে মাঝে বাড়িতে তৈরি করি। খেতে খুবই ভালো লাগে। রেস্টুরেন্টের চওড়া দামে কিনার চেয়ে ঘরেই খুব সহজে এটি তৈরি করা যায়। ধন্যবাদ আপু সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমিও কোল্ড কফি খেতে খুবই পছন্দ করি, আর আপনার মত আমিও কোল্ড কফি বেশিরভাগ সময়ই রেস্টুরেন্টেই খাই। বাসায় কিভাবে কোল্ড কফি বানাতে হয় তা আগে জানা ছিল না। আপনার পোস্টটি দেখে কোল্ড কফি বানানো শিখে গেলাম। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

একদম সময়োপযোগী একটি রেসিপি শেয়ার করেছেন। এই প্রচণ্ড গরমে এক গ্লাস কোল্ড কফি হলে আর কি চাই। আপনার ধাপ গুলো দেখে মনে হচ্ছে খুব একটা কঠিন হবে না বানানো। খুব তাড়াতাড়ি বাসায় একবার বানিয়ে দেখতে হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই ভাইয়া ঠিক বলেছেন এই সময়ে গরমে ঠান্ডা জাতীয় খাবারে একটু বেশি ভালো লাগে।আর বাসায় বানানো কোল্ড কফি কিন্তু আসলেই অনেক মজা ও টেস্টি। আপনি যদি রেস্টুরেন্টের স্বাদ পেতে চান তাহলে এই সব উপকরণ দিয়ে বানালে খুঁজে পাবেন। আপনাকে মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কেন যেন কফি আমার কাছে খুব একটা ভালো লাগে না। কিন্তু আপনার কোল্ড কফির রেসিপি দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছে। দেখেই খেতে ইচ্ছা করছে আপনার কোল্ড কফি। আপনি কফি বানানোর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা দেখে ভালো লাগলো।

 2 years ago 

আপনার ইন্সট্যান্ট কোল্ড কফি রেসিপি টি খুবই চমৎকার হয়েছে। দেখেই তো খেতে ইচ্ছে করছে। এভাবে বানালে মনে হয় খেতে বেশ সুস্বাদু হবে। আপনার কাছ থেকে নতুন একটি রেসিপি শিখে নিলাম। নিশ্চয়ই একদিন বাড়িতে তৈরি করে দেখব। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এরকম ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 57028.16
ETH 2358.36
USDT 1.00
SBD 2.40