একটি গোল ফ্রক কাটিং ও সেলাই //১০% প্রিয় লাজুক খ্যাককে

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা😍😍

আসসালামু আলাইকুম ❤️❤️

প্রীতি ও শুভেচ্ছা 🌺🌺

আশা করি সবাই ভালো আছেন।আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • আজ আমি আপনাদের মাঝে একটি জামা কাটিং ও সেলাই নিয়ে হাজির হয়েছি।আমি আমার নিজের জামা নিজে সেলাই করি।নিজে নিজের জামা সেলাই করতে পারার অন্য রকম আনন্দ আছে।টুকটাক এটা সেটা সেলাই করি মাঝে মাঝে। সেলাই সম্পর্কে জানা থাকলে হঠাৎ করেই যেকোনো কিছুই সেলাই করা যায়। ছোটদের জামা কাপড় খুব সুন্দর ডিজাইন করে নিজের মনের মত করে তৈরি করা যায়। তাই আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের জিনিস সেলাই করি। আজ আমি আমার ভাগ্নির জন্য একটি গোল ফ্রক কাটিং এবং সেলাই পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করছি। জামাটি আমি আট ভাজ করে কেটেছি এতে করে অনেক বড় রাউন্ডের একটি জামা হয়েছে। তাহলে চলুন দেখে নেয়া যাক।

20220630_164111.jpg

💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘

  • জামার কাপড়
  • ফিতা
  • কাঁচি
  • রং

20220618_170538.jpg

💘 ১ম ধাপ💘

  • প্রথমে আমি ফিতা দিয়ে মাপ নিয়ে জামার গলা এবং উপরের অংশ কেটে নিলাম।

20220618_174426.jpg

20220618_175227.jpg

20220618_175321.jpg

💘 ২য় ধাপ💘

  • তারপর জামার নিচের অংশ ৮ ভাজ করে কেটে নিলাম।

20220618_180822.jpg

20220618_190936.jpg

💘 ৩য় ধাপ💘

  • তারপর জামার হাতা ও জামার গলার জন্য আলাদা কাপড় কেটে নিলাম।

20220618_183142.jpg

20220620_173453.jpg

💘 ৪র্থ ধাপ💘

  • এবার আমি জামার গলা সেলাই করে নিলাম।

20220620_173522.jpg

20220620_175813.jpg

💘 ৫ম ধাপ💘

  • এবার জামার হাতা লাগিয়ে নিলাম।

20220620_180540.jpg

20220620_181700.jpg

20220620_181813.jpg

💘 ৬ষ্ঠ ধাপ💘

  • এবার জামার পাশে দেয়ার জন্য দুটি বেল্ট সেলাই করে নিলাম।

20220620_205659.jpg

20220620_210301.jpg

💘 ৭ম ধাপ💘

  • তারপর জামার উপরের অংশের সাথে নিচের অংশ জোড়া লাগিয়ে নিলাম।

20220620_210730.jpg

20220620_211230.jpg

20220621_094740.jpg

💘 ৮ম ধাপ💘

  • এবার জামার নিচে সালোয়ারের কাপড়ের সাথে মিল রেখে চিকন করে কাপড় নিয়ে আলাদা বিট বসিয়ে নিলাম।
    এভাবে সম্পূর্ণ জামাটি সেলাই শেষ করলাম।

20220630_103940.jpg

20220630_103950.jpg

💘 শেষ ধাপ💘

  • সেলাই শেষ করে জামাটির একটি ছবি তুলে নিলাম।

20220630_164105.jpg

আশা করি আমার আজকের পোস্ট আপনাদের সবার ভালো লাগবে। ভুলত্রুটি অনেক আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
 2 years ago 

বাহ খুবই সুন্দর একটি গোল জামা প্রস্তুত করেছেন তো কাটিং থেকে শুরু করে শেষ পর্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো শুভকামনা রইল আপনার

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার ভালো মন্তব্যের জন্য। আশা করি সব সময় সাপোর্ট করবেন এবং আমাকে উৎসাহিত করবেন।

 2 years ago 

দারুন ছিল আপনার নিজের হাতে সেলাই করা গোল ফ্রকটি, দেখে খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে কাটিং থেকে শুরু করে সেলাই কমপ্লিট পর্যন্ত দেখিয়ে গেছেন‌। হ্যাঁ এটা ঠিক বলেছেন সেলাই মেশিনের কাজ জানা থাকলে যে কোন সময় যেকোনো ধরনের নিজের মনের মত করে জামা সেলাই করা যায়। আমাদের সাথে আপনার এত সুন্দর হাতের কাজ শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

সেলাই করা আমার অনেক পছন্দ। তাই মাঝে মাঝে টুকটাক এটা সেটা সেলাই করি আজ এই ফ্রক তৈরি করলাম। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের পছন্দ হয়েছে জেনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

একটি গোল ফ্রক কাটিং ও সেলাই বেশ সুন্দর হয়েছে আপু। টেইলার্সে গেলেই আমরা এই ধরনের কাজগুলো দেখতে পাই। আপনি নিজে নিজে এই ধরনের কাজগুলো করতে পারেন জেনে ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে আপনি এই জামা তৈরির পদ্ধতি উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আপু আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আসলে এই কাজগুলো জেনে রাখা ভালো। যে কোন সময় নিজের কাজে প্রয়োজন হতে পারে। তাই আমি শিখে রাখলাম। আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি গোল ফ্রগ এর কাটিং ও সেলাই আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখেই বুঝা যাচ্ছে আপনি অনেক ধৈর্য সময় নিয়ে এই কাজটি সম্পন্ন করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর একটি গোল ফ্রগ আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আসলে ঠিক বলেছেন এই ধরনের কাজে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। বেশ খানিক সময় লেগে যায় তৈরি করতে। তবুও ভালো লাগে তাই মাঝে মাঝে করি আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আসলেই নিজের নিজে তৈরি করতে পারলে অন্য রকম ভালো লাগা কাজ করে।আমি ও টুকিটাকি পারি।মাঝে মাঝে সেলাই করি।ভালো লাগলো। ধন্যবাদ

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু নিজের কাজে আনন্দ বেশি। তাই আমি মাঝে মাঝে ছোট খাটো কিছু কাজ করি। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত ব্যক্ত করার জন্য।

 2 years ago 

আপনি একটি গোল ফ্রক কাটিং ও সেলাই দেখে মনে হয় দারুন ভাবে আপনি তৈরি করেছেন। মনে হয় এটি তৈরি করতে আপনার অনেক টাইম লাগলো। আপনি অনেক সুন্দর সাজে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

আপনার পোস্টটি একদমই ইউনিক একটা বিষয়ের উপর করা। একটি গোল ফ্রক কাটিং ও সেলাই এর কাজটি অসাধারণ হয়েছে। এমন ইউনিক পোস্ট করে আমার বাংলা ব্লগ এ নিয়মিত সদস্য এর ভূমিকা পালন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে এবং খুব সহজেই আমাদের মাঝে একটি গোলাপ ফ্রক কাটিং ও সেলাই করে খুব সুন্দর করে দেখিয়েছেন। আসলেই অনেক সুন্দর হয়েছে আসলে নিজেরা এরকমভাবে সেলাই করতে পারলে অনেক ভালো লাগে। আমার স্ত্রী ও বোনেরাও টুকটাক কাজ করে তারাও করে ভালো লাগে আমার কাছে।

 2 years ago 

ঠিক বলেছেন নিজের হাতে সেলাই করে জামা পড়তে ভীষণ আনন্দ হয়। আমি নিজেও সেলাই করতে পারি এমনকি নিজের জামা নিজের সেলাই করে পড়ি। আপনি আজকে অনেক সুন্দর একটি গোল জাম া তৈরি করেছেন আপনার ভাগ্নির জন্য। নিশ্চয়ই আপনার ভাগ্নির জামাটা পেয়ে ভীষণ খুশি হয়েছে।

 2 years ago 

ওয়াও আপনি খুব সহজেই আমাদের মাঝে একটি গোলাপ ফ্রক কাটিং ও সেলাই করে দেখিয়েছেন। সত্যি খুব ভালো লেগেছে আজকে আপনার এই পোস্ট। এই ধরনের পোস্ট দেখতে খুব ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61129.70
ETH 2660.38
USDT 1.00
SBD 2.55