পেন্সিল দিয়ে একটি স্কুলের দৃশ্য আঁকা //১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা🥰🥰

আসসালামু আলাইকুম 🙋‍♀️🙋‍♀️

প্রীতি ও শুভেচ্ছা 💐💐

  • আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পেন্সিল দিয়ে আঁকা একটি ড্রয়িং নিয়ে।
  • আমার আজকের ড্রয়িং পেন্সিল দিয়ে স্কুল আঁকা। আশা করি আমার আজকের আঁকা স্কুলটি আপনাদের ভালো লাগবে । বন্ধুরা তাহলে চলুন আমার আজকে আঁকা স্কুল টি ধাপে ধাপে বর্ণনা করা যাক।

20220304_121111.jpg

প্রয়োজনীয় উপকরন সমুহঃ

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার

20220210_192212.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে আমি স্কুটি আঁকার জন্য একপাশে তিনটি পিলার আরেকপাশে তিনটি পিলার দিয়ে ছোট করে একটা চালা এঁকে নিলাম।

20220304_105057.jpg

20220304_110225.jpg

20220304_111159.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর মাঝখানে দুটি করে দাগ টেনে নিলাম।

20220304_111336.jpg

20220304_111451.jpg

তৃতীয় ধাপঃ

  • তারপর চালা ও সামনে সিঁড়ি একে দিলাম।

20220304_111830.jpg

20220304_112935.jpg

চতুর্থ ধাপঃ

  • তারপরে এর উপরের অংশে ইংরেজিতে স্কুল লিখে নিলাম।

20220304_113904.jpg

20220304_113341.jpg

পঞ্চম ধাপঃ

  • তারপর নিচে প্রবেশের পথ আঁকলাম এবং উপরে জাতীয় পতাকা আঁকলাম। তারপর পুরো বিল্ডিং এ অনেকগুলো জানালা ও সামনে বড় একটি দরজা আঁকলাম।

20220304_114149.jpg

20220304_114153.jpg

ষষ্ঠ ধাপঃ

  • তারপর বিল্ডিং এর উপরের চালা পেন্সিল দিয়ে কালো করে নিলাম। এরপর দরজা-জানালাগুলো একপাশ কালো করে নিলাম।

20220304_120211.jpg

20220304_121035.jpg

শেষ ধাপঃ

  • আঁকা শেষ করে স্কুলটি বিভিন্ন ভাবে ছবি তুলে নিলাম।

20220304_121051.jpg

20220304_121040.jpg

20220304_121111.jpg

আশা করি আমার আজকে অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন হয়েছে আশা করি মন্তব্য করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। 💘💘

Sort:  
 4 years ago 

আপু সত্যিই অসাধারণ হয়েছে। আজকে আপনি পেন্সিল দিয়ে একটি স্কুলের দৃশ্য দেখালেন, আপনার পোস্ট দেখেই সেই স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। সত্যিই স্কুল জীবনে অনেক স্মৃতি থাকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য সবসময় শুভেচ্ছা রইল।

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মতামত ব্যক্ত করার জন্য।

 4 years ago 

আপু দারুন হয়েছে
আপনি পেন্সিল দিয়ে একটি স্কুলের অসাধারণ চিত্র অঙ্কন করেছেন যা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি আপনার অঙ্কন পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মতামত ব্যক্ত করার জন্য।

 4 years ago 

দারুন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। খুবই সুন্দর ছিল আপনার এই অংকটি। এবং পেন্সিল দিয়ে খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ সম্পন্ন করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ড্রয়িং আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 4 years ago 

পেন্সিল দিয়ে একটি স্কুলের দৃশ্য আঁকা অনেক সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর ভাবে আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে এই সুন্দর স্কুলের চিত্র অঙ্কন করেছেন। আপনার অঙ্কন চিত্র টি আমার কাছে খুবই ভালো লেগেছে ।দারুন একটি চিত্র অঙ্কন করে সকলের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু।

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মতামত ব্যক্ত করার জন্য।

 4 years ago 

বাহ পেন্সিল স্কেচ এর মাধ্যমে বিদ্যালয়ের চিত্রধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন সত্যিই চিত্রটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মতামত ব্যক্ত করার জন্য।

 4 years ago 

পেন্সিল দিয়ে আপনি খুব সুন্দর একটি স্কুলের ছবি অঙ্কন করেছেন ৷আমার কাছে চিত্রটি সত্যিই অনেক ভালো লেগেছে ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি স্কুলের চিত্র অঙ্কন করে সবার সাথে শেয়ার করে নেওয়া জন্য ৷আপনার জন্য শুভ কামনা রইল ৷

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ একটি সুন্দর ও গঠনমূলক মতামত ব্যক্ত করার জন্য।

 4 years ago 

পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি স্কুলের ফ্রন্ট এলেভেশন আপনি করেছেন। আসলে এটাকে আমরা আমাদের আর্কিটেকচারে ভাষায় ফ্রন্ট এলেভেশন বলি। আর সেটা আপনি আপনার পেন্সিল এর মাধ্যমে করে আমাদের সাথে তুলে ধরেছেন। এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

এটাকে আর্কিটেকচারের ভাষায় ফ্রন্ট এলেভেশন বলে তা আপনার কাছে জানতে পারলাম।আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মতামত ব্যক্ত করার জন্য।

 4 years ago 

পেনসিল দিয়ে খুবই সুন্দর একটি ড্রইং করেছেন আপু। অনেক ভালো লেগেছে আমার কাছে। রঙ করা ছাড়াও পেনসিল দিয়ে যে এতো সুন্দর ড্রইং করা যায় তা আপনি দেখালেন। সত্যি অসাধারন কাজ। শুভকামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ একটি গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য।

 4 years ago 

পেন্সিল অংকনগুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে ।আমিও মাঝে মাঝে পেন্সিলে অংকন করে শেয়ার করে থাকি। পেন্সিল দিয়ে স্কুলের দৃশ্য অংকন অসাধারণ হয়েছে। আপনার অংকন দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল।
এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

 4 years ago 

পেন্সিল দিয়ে আপনি খুবই সুন্দর ভাবে একটি স্কুলের চিত্র অঙ্কন করেছেন আপু। আপনার অঙ্কন করা এই স্কুলটি আমি দেখে প্রথমে মনে করেছিলাম এটা হয়তো বা আমাদের শিয়াল পন্ডিতের পাঠশালা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটি ফুলের চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.031
BTC 107047.54
ETH 3855.42
USDT 1.00
SBD 0.58