DIY-এসো নিজে করি, পেন্সিল দিয়ে একটি সিংহের চিত্র// 10% বেনিফিশিয়ারি@shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
০৭ অগ্রহায়ন ১৪২৮ সোমবার, ২২ নভেম্বর ২০২১। হেমন্তকাল

প্রথমেই জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দ ও মডারেটর ভাই ও বোনদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই কেমন আছে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আল্লাহ তায়ালার অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আমি @monjel1 বাংলাদেশ দিনাজপুর জেলা থেকে বলতেছি। আমার পরীক্ষা চলতেছে তাই আমি কমিউনিটিতে কমেন্ট ও পোস্ট করতে পারতেছিনা। কিন্তু আজ আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য কিছু সময় বের করে একটি চিত্র অঙ্কন করলাম। তো বন্ধুরা আমি আপনাদের মাঝে যে চিত্রটি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে একটি সিংহের চিত্র। তো বন্ধুরা আর বেশি কথা না বলে। আমার চিত্রটি ধাপে ধাপে উপস্থাপন করে আপনাদের মাঝে তুলে ধরতেছি।

IMG_20211122_173140.jpg

প্রয়োজনীয় উপকরন সমুহ:

একটি A4 সাইজ পৃষ্ঠা।
একটি 2B পেন্সিল।
একটি রাবার।
একটি রুল কাটার।
একটি HB পেন্সিল।

ধাপ ০১

IMG_20211122_141824.jpg

IMG_20211122_142418.jpg

প্রথমে আমি একটি ইংরেজি অক্ষরের ওয়াই অক্ষরের মতো অঙ্কন করি।

ধাপ ০২

IMG_20211122_142738.jpg

IMG_20211122_143009.jpg

তারপর ওয়াই অক্ষরের ভিতরে দুই পাশে একটু কালার করে নেই। এবং নিচের দিকে আবারো ওয়াই অক্ষরের মতো অংকন করি। তারপর আমি চারদিকে বৃত্তের মত গোলাকার ফোটা ফোটা চিহ্ন ব্যবহার করি যাতে আমার বৃদ্ধ টি অঙ্কন করতে সুবিধা হয়।

ধাপ ০৩

IMG_20211122_143149.jpg

IMG_20211122_143443.jpg

এরপর আমি রুল দিয়ে কালার করে নেই। তারপর বিড়ালের যেমন গোপ থাকে তেমনি সিংহের গোপ রয়েছে। চিত্রে গোপ গুলো অঙ্কন করে নিলাম।

ধাপ ০৪

IMG_20211122_144458.jpg

চোখের দিকে একটু ভালোভাবে থাকতে হবে। মানুষের যেমন চোখ তেমনি সিংহের ও চোখ একই রকম। তাই চোখদুটি ভালোভাবে একে নিলাম।

ধাপ ০৫

IMG_20211122_144930.jpg

IMG_20211122_145350.jpg

চোখ আঁকার পর চারদিকে লাভের মতো ছোট ছোট দাগ দিলাম। যাতে মুখটি অঙ্কন করতে আমার অসুবিধা না হয়। তারপর দাগ গুলো সম্পন্ন টেনে নিলাম। এবং উপরে বিয়ের মত করে অংকন করলাম।

ধাপ ০৬

IMG_20211122_150127.jpg

IMG_20211122_150502.jpg

সিংহের কান সামনের চুল থাকার কারণে দেখা যায় না। সিংহের দুইটি কান রয়েছে। কানের চিত্র অংকন করলাম। সিংহের মুখের চিত্রটি অঙ্কন করার জন্য ছোট ছোট দাগ টেনে নিলাম যাতে আমার চিত্রটি অংকন করতে সুবিধা হয়।

ধাপ ০৭

IMG_20211122_151545.jpg

এরপর আমি আমার ইচ্ছা মতো পেন্সিল দিয়ে সিংহের মুখের লোম গুলো অংকন করে দিলাম। তো বন্ধুরা এখন তাহলে বুঝা যাচ্ছে সিংহের মুখের চিত্র।

ধাপ ০৮

IMG_20211122_151809.jpg

IMG_20211122_152031.jpg

এরপর আমি মাথার ওপরে কিছুটা পেন্সিল দিয়ে আঁকাবাঁকা করে অংকন করে দিলাম। তারপর মুখের ভিতর আমার ইচ্ছা মতো আঁকাবাঁকা করে আপন করে নিলাম। যাতে সিংহের মুখ ভালোভাবে বুঝা যায়।

ধাপ ০৯

IMG_20211122_153010.jpg

IMG_20211122_153332.jpg

এরপর আমি সামনের পা অংকন করি। এরপর সিংহের যে শরীরের গঠন রয়েছে তা ছোট ছোট মার্ক করে গঠন অঙ্কন করলাম।

ধাপ ১০

IMG_20211122_153751.jpg

IMG_20211122_154631.jpg

তারপর আমি পিছনের পা দুটি অংকন করে নিলাম এবং সামনের আরেকটি পা অংকন করে নিলাম।

ধাপ ১০

IMG_20211122_173140.jpg

শেষ ধাপে আমি চোখের মনি এবং লেজ কলম দিয়ে কালার করে নেই যাতে ভালোভাবে বোঝা যাবে। শেষ আমি সিংহের লেজ অঙ্কন করি। তার পাশাপাশি চিত্রটি সুন্দর দেখতে লাগে তার জন্য পেন্সিল দিয়ে ঘষে ঘষে কালার করে নিলাম। কালার করে নেওয়ার পর টিস্যু দিয়ে সুন্দরভাবে পেন্সিলের কালারের উপর ঘষে চারদিকে সুন্দর ভাবে পূরণ করে নিলাম। এই ছিল আমার আজকের সিংহের চিত্র অংকনের পোস্ট। আশা করি আপনাদের চিত্রটি সুন্দর লাগবে।



3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPf5XdUuKHSvkQRv8afmz1Wc2tHC8Na6k7v5539GtqpGvKmpHoQA4YxCqsh1uE...QA3q8XZkWSCAnmX9HNE2hUW5UQwsQPhTiQi2FxPh2DCtLmwp4mxJwWvWihDtCDVUNbo6QdDPW1YViqc63aknwq1xDs16Y8RSxSFiNwhafmvziQnRzQghHX9jXL.png

আমার সম্পর্কে কিছু কথা। আমার নাম মনজেল হক আমি মিশুক টাইপের ছেলে। আমি অতি সহজেই সবাইকে আপন করে নিতে পারি। আমার নতুন কিছু করার ও শেখার আগ্রহ হয়েছে।আমি ঘোরাঘুরি করতে পছন্দ করি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPf5XdUuKHSvkQRv8afmz1Wc2tHC8Na6k7v5539GtqpGvKmpHoQA4YxCqsh1uE...QA3q8XZkWSCAnmX9HNE2hUW5UQwsQPhTiQi2FxPh2DCtLmwp4mxJwWvWihDtCDVUNbo6QdDPW1YViqc63aknwq1xDs16Y8RSxSFiNwhafmvziQnRzQghHX9jXL.png

Sort:  
 3 years ago 

ওয়াও!! অসাধারণ হয়েছে আপনার অংকন আমি মুগ্ধ আপনার অংকন দেখে।ধাপ গুলো ফটোর মাধ্যমে অনেক সুন্দর করে উপস্থাপন করেছে।
শুভকামনা রইল।

 3 years ago 

জি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

শুভকামনা রইল।

 3 years ago 

আপনার সিংহের চিত্রটি খুবই সুন্দর হয়েছে। পেন্সিল দিয়ে আপনি দারুন সুন্দর একটি সিংহ অঙ্কন করেছেন। সিংহটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ দেখলাম, দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি সিংহের চিত্র শেয়ার করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

জি আপু আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনারও প্রতি শুভকামনা রইল।

 3 years ago (edited)

আপনার ভিতরে যে এত সুন্দর প্রতিভা জানতামই না। আপনি আসলেই অনেক সুন্দর একটি সিংহের ছবি অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। দেখার মত ছিল। আপনার জন্য শুভকামনা রইল। আমার অনেক ভালো লাগলো দেখে

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্য আমাকে উৎসাহিত করেছে।

আপনার জন্য ভালোবাসা রইলো।

 3 years ago 

আপনি সুন্দর একটি সিংহ অংকন করেছেন।আমার কাছে খুবই ভালো লাগলো।আপনার চেষ্টা ভালো এভাবে অংকন করতে থাকলে অনেক যেতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য ভাই। 😍😍

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত দেওয়ার জন্য।

 3 years ago 

খুব সুন্দর ভাবে সিংহের চিত্রটি অঙ্কন করেছেন। এটি আমার কাছে খুব ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। সব মিলিয়ে দুর্দান্ত হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

জি ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

এক কথায় অসাধারণ ভাই, প্রথমেই আপনার চেষ্টা কে সাধুবাদ জানাই। আপনি আসলে দারুন আর্ট করেছেন ভাই। এভাবেই চেষ্টা করতে থাকুন সামনে আর ও ভালো কিছুর অপেক্ষায় রইলাম ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার প্রতি শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57298.55
ETH 3059.61
USDT 1.00
SBD 2.29