লেভেল-৩ হতে আমার অর্জন -by @monishasrabonty

আসসালামুয়ালাইকুম
  • আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন আগে আমার লেভেল-২ কমপ্লিট হয়েছে এবং গতকাল আমার লেভেল-৩ এর ভাইভা সম্পন্ন হয়েছে। এখন আমি লেভেল-৩ থেকে যা শিখেছি তার একটি লিখিত পরীক্ষা দিচ্ছি।

IMG-20220913-WA0003.jpg

লেভেল-৩ থেকে আমি যা যা শিখেছি তা হলো :

  • মার্কডাউন
  • কনটেন্ট
  • কিউরেশন

প্রশ্ন:-১ মার্কডাউন কী?

উত্তর: নিজের লেখাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, লেখাকে আকর্ষণীয় করার জন্য কিছু কোড ব্যবহার করি‌। এই কোড গুলোকে মার্কডাউন বলে।

প্রশ্ন:- ২ মার্কডাউন কোডের ব্যবহার গুরুত্বপূর্ণ কেন?

উত্তর:লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য,লেখার মাঝে নির্দিষ্ট কিছু বিষয় হাইলাইট করতে চাইলে, নির্দিষ্ট কিছু লেখাকে বোল্ড, ইটালিক করতে চাইলে, লেখার মাঝে ছবি যুক্ত করতে চাইলে, ছবিকে ডানে বামে নিতে চাইলে ব্লগিং কিংবা কনটেন্টের জন্য মার্কডাউন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রশ্ন:-৩ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায়?

উত্তর :মার্কডাউন কোডের শুরুতে চারটি স্পেস দিলেই মার্কডাউনের কোড দৃশ্যমান হয়
2 এর মার্কডাউন কোড টি হলো

 ক<sup>2</sup> 

প্রশ্ন:-৪ নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

USERPOSTSSTEEM POWER
USER110500
USER220900

উত্তর:টেবিল তৈরিতে মার্কডাউন কোড গুলো যেভাবে ব্যবহার হয়েছে তা নিচে দেওয়া হলো
|USER|POSTS|STEEM POWER|
|---|---|---|
|USER1|10|500|
|USER2|20|900|

প্রশ্ন:৫ সোর্স উল্লেখ করার নিয়ম কি?
উত্তর: সোর্স উল্লেখ করার নিয়ম হলো তৃতীয় বন্ধনীতে সোর্সের নাম লিখতে হবে এরপর প্রথম বন্ধনীতে সোর্সের লিংক পেস্ট করতে হবে

প্রশ্ন:- ৬ বৃহৎ হতে ক্ষুদ্র-ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উত্তর: বৃহৎ হতে ক্ষুদ্র ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড নিচে দেওয়া হলো

HEADER1

HEADER 2

HEADER 3

HEADER 4

HEADER 5
HEADER 6

নিচে কোড উল্লেখ করা হলো-
# HEADER 1
## HEADER 2
### HEADER 3
#### HEADER 4
##### HEADER 5
###### HEADER 6

প্রশ্ন:-৭ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

উত্তর: টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি হলো -

<div class="text-justify">শ্রাবন্তী</div>

প্রশ্ন:-৮ কনটেন্ট এর টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিৎ?

উওর: কনটেন্ট এর টপিকস নির্বাচনে নিজস্ব জ্ঞান, অভিজ্ঞতা এবং সৃজনশীলতা এই বিষয় গুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া উচিৎ।

প্রশ্ন:-৯ কোনো টপিকস এর উপর ব্লগ লেখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরি কেন?

উত্তর: আমি যখন একটি পোস্ট শেয়ার করবো তখন আমার পোস্ট টি অনেক লোক পড়বে। সেই ক্ষেত্রে আমি যদি কোনো অসম্পূর্ণ পোস্ট শেয়ার করি তাহলে যারা আমার পোস্ট টি পড়বে তারাও ভুল জানবে। তাই আমাদের কোনো টপিকস এর উপর ব্লগ লেখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরি।

প্রশ্ন:- ১০ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

উত্তর: আমি কিউরেশন রিওয়ার্ড পাবো $3.5 । আর যদি স্টিম কয়েনের মূল্য $0.50 থাকে তাহলে আমি 7 স্টিম পাবো।

প্রশ্ন:-১১ সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তর:সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার কৌশল গুলো হলো-

  • বড় কোন ভোট পড়ার আগে ভোট দিতে হবে।
  • কোয়ালিটি পোস্ট খুঁজে ভোট দিতে হবে।
  • পোস্ট করার পাঁচ মিনিট পর এবং ৬ দিন ১২ ঘণ্টার আগে ভোট দিতে হবে।
  • ট্রেন্ডিং পোস্টে ভোট দেওয়ার চেষ্টা করতে হবে।

প্রশ্ন:-১২ নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

উত্তর: @Heriosm এ ডেলিগেশন করলে বেশি
আর্ন হবে।

ধন্যবাদ সবাইকে
Sort:  
 2 years ago 

level-3 এর সকল বিষয় আপনি খুবই সুন্দর ভাবে আয়ত্ত করতে পেরেছেন যা আপনার এই লিখিত পরীক্ষা দেখেই বোঝা গেল। পরবর্তী লেভেল গুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

লেভেল ৩ ক্লাস থেকে স্টিমিট প্ল্যাটফর্ম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। যেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যেটা থেকে সবাই অনেক কিছু জানতে পারবে।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে লেভেল ০৩ এর পরীক্ষা দিয়েছেন।আশা করি আপনি সব গুলো খুব ভালোভাবে বুঝে নিয়েছেন।এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।তাই সকলের উচিত এগুলো ভালভাবে আয়ত্ত করা।

 2 years ago 

লেভেল থ্রি এর প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন আমাদের মাঝে খুবই ভালো লেগেছে আমার কাছে।। আপনার জন্য প্রার্থনা রইলো পরবর্তী ধাপগুলো পেরিয়ে খুব শীঘ্রই ভেরিফাইড ব্লগার হয়ে যাবেন আশা করি।।

 2 years ago 

লেভেল -৩ খুবই গুরুত্বপূর্ণ। আপনি সুন্দর ভাবে পরীক্ষাটা দিয়েছেন। আশা করছি সবকিছু ভালো ভাবে বুঝতে পারছেন। সামনের লেভেলের জন্য অগ্রিম শুভকামনা রইলো আপনার জন্য ।

 2 years ago 

আপু আপনার লেভেল 3 লিখিত পরীক্ষা পোস্ট দেখে অনেক ভালো লাগলো। আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনি অনেক কিছু শিখেছেন। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল পরবর্তী ক্লাসের জন্য। ধন্যবাদ

 2 years ago 

বেশ গুছিয়ে এবং সুন্দর ভাবে সবগুলো প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছেন, দারুণভাবে সবগুলো মার্কডাউন এর ব্যবহার আপনি উল্লেখ করেছেন, এ বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ব্লগিং করার সময় ভালো লাগলো আপনি বিষয়গুলো সম্পর্কে বেশ ভালো অবগত রয়েছেন শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

লেবেল ৩ এর পোস্টটি দেখে বুঝলাম আপনি এবিপি স্কুলের ক্লাস গুলো অনেক সুন্দর ভাবে বুঝেছেন। সুন্দর ভাবে বোঝার কারণে অনেক সুন্দর ভাবে পোস্টটি আমাদের সাথে শেয়ার করেছেন।
দোয়া করি যেন পরবর্তী লেভেলগুলো অনেক সুন্দর ভাবে শেষ করতে পারেন

 2 years ago 

আপু আপনি বেশ গুছিয়ে গুছিয়ে লেবেল থ্রি এর পরীক্ষা দিয়েছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল। আশা করছি আপনি সবগুলো লেভেল খুব ভালোভাবে বুঝতে পারছেন। শুভকামনা রইল আপনার জন্য আপু।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 57791.14
ETH 2962.27
USDT 1.00
SBD 3.67