কিছু ভুগোলের ছবি আঁকলাম

আসসালামুয়ালাইকুম
  • আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট শেয়ার করবো । সেটা হচ্ছে কিছু ছোট ছোট ডুডোলের ছবি। আমার কাছে এই ডুডোল গুলো আঁকতে খুবই ভালো লাগে। কিউট লাগে খুব দেখতে। আমার ছোট থেকেই ডুডোল আঁকতে ভালো লাগে। ব্যস্ততার কারণে খুব বেশি একটা আঁকার সময় পাই না। তবু যতটুকু আঁকি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে হলুদ রঙের ডুডোল টা। আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে তা অবশ্যই জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।
তাহলে শুরু করা যাক

IMG-20220924-WA0006.jpg

উপকরণ

IMG-20220925-WA0007.jpg

  • লাল রং
  • নীল রং
  • হলুদ রং
  • সবুজ রং
  • কমলা রং
  • গোলাপি রং
  • সাদা কাগজ
  • কলম
  • তুলি
প্রথম ধাপ
  • প্রথমে আমি সবগুলো রং দিয়ে ছোট ছোট বক্স এর মতো করে রং করে নিয়েছি।
    InShot_20220925_194617935.jpg
দ্বিতীয় ধাপ
  • তারপর গোলাপি এবং নীল রঙের ভেতরে ফুল পাতা এঁকে নিয়েছি।
    InShot_20220925_194822498.jpg
তৃতীয় ধাপ
  • তারপর কমলা রঙের ভেতরে তিনটি পাতা ও একটি ভাল দিয়ে এবং লাল রঙের ভেতরে শুধু একটি পাতা এঁকে নিয়েছি।
    IMG-20220924-WA0011.jpg
চতুর্থ ধাপ
  • এবার সবুজ ভেতরে একটু ডিজাইন করে নিয়েছি।
    IMG-20220924-WA0010.jpg
পঞ্চম ধাপ
  • হলুদ রঙের ভেতরেও ডিজাইন করে নিয়েছি।
    IMG-20220924-WA0008.jpg
ষষ্ঠ ধাপ
  • সব শেষে আমি আমার সিগনেচার করে নিলাম।
    IMG-20220924-WA0007.jpg
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ❤️
Sort:  
 2 years ago 

আপু, আপনি অন্যের পোস্ট একদমই পাড়েন না। অন্যরা কিভাবে পোস্ট করে সেটা আপনাকে আগে ভালোভাবে জানতে হবে। অবশ্যই আপনাকে সেখান থেকে ধারণা নিতে হবে এবং পরবর্তীতে আপনি ভালো মানের ব্লগার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। অন্যের পোস্ট গুলো পড়ুন তারা কিভাবে পোস্ট করে এটা বুঝুন, ধন্যবাদ।

 2 years ago 

নতুন একটা ড্রইং সম্পর্কে জানতে পারলাম ডুডোল , এটা আমার কাছে বেশ নতুন, তবে পেজ ভরে বিভিন্ন ড্রইং ছোট ছোট করে ভাবে তৈরি করলে আসলেই চমৎকার লাগে। সেইসাথে বিভিন্ন রং ব্যবহার করেছেন বেশ রঙিন লাগছে, দারুন হয়েছে বলবো।

 2 years ago 

আপনার প্রত্যেকের ডুডোল আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি অনেক সময় ব্যবহার করে এবং দক্ষতা সহকারে এই ডুডোল অঙ্কন করে আমাদের সকলের মাঝে উপস্থাপনা করে শেয়ার করেছেন। আমি এরকম ডুডোল খুবই পছন্দ করি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57136.05
ETH 2350.60
USDT 1.00
SBD 2.40